News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-23

GST

গুচ্ছ অধিভুক্ত ২৪ বিশ্বববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এপ্রিলের শেষ সপ্তাহে।



💠 NewsZone
189😭46❤‍🔥17🥰10🔥9😐9👌7🫡7👏3😍3🆒3
Forwarded from Exam Mate[Courses]
Exam Batch- মানবিক,বিভাগ পরিবর্তন


স্বপ্নের সাথে,স্বপ্ন পূরণের খোঁজে এগিয়ে চলছে কিছু পরিশ্রমী শিক্ষার্থী। তাদের এই স্বপ্নকে বাস্তবায়নে গতবারের মতো এবারও Exam Mate এর থাকছে কিছু ভিন্ন আয়োজন।

মানবিক,বাণিজ্যিক(যাদের GK,বাংলা,English প্রয়োজন) এবং বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য আগামী ২০জানুয়ারি হতে Varsity Mate 2.1 এ রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে।

শুধুমাত্র বাংলা,জিকে,ইংরেজি দাগিয়েই পেতে পারো ২৬ টি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ।
তাই,এক ঢিলে তিন পাখি মারতে চাইলে যুক্ত হয়ে যেতে পারো এই এক্সাম ব্যাচটিতে।

Enroll Process

Routine
9🔥2😨2👏1😍1
সবাই সব জায়গায় আবেদন করছে এবং পরীক্ষাগুলো খুব কম গ্যাপ দিয়ে যার কারনে সব জায়গায় আবেদন বেশি।
এটা নিয়ে চিন্তিত হবার কিছু নেই।

পড়ায় মনোযোগ দিন,চিন্তা করে সময় পার হবে শুধু আর কোনো কিছুই হবে না।
208🔥23🕊16❤‍🔥10👌6💯6😇3🆒32🥰2🏆1
HSC 23-GST

জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।


আজ রবিবার (২১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সময়সূচি অনুযায়ী, আগামী ৮ মার্চ থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। এদিন সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৯ মার্চ বি ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা এবং ২৭ এপ্রিল এ ইউনিটের (বিজ্ঞান) গ্রহণের বিষয়ে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।




সকল পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ৩০ জুনের মধ্যে ভর্তির সকল কার্যক্রম শেষ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। পূর্বের ন্যায় আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা প্রদান পূর্বক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

🛑 Follow NewsZone For more important information
🔥9053😢29😭14💔10🤷‍♂8👏8😨7❤‍🔥4🥰3👌3
🔰Admission -2024

মেডিকেল
👉 আবেদন শুরুঃ ১০ জানুয়ারি, ২০২৪
👉 আবেদন শেষঃ ২৩ জানুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ৯ ফেব্রুয়ারি, ২০২৪


জাবি
👉 আবেদন শুরুঃ ১৪ জানুয়ারি
👉 আবেদন শেষঃ ৩১ জানুয়ারি
✍️ ভর্তি পরীক্ষাঃ ২২ ফেব্রুয়ারী - ২৯ ফেব্রুয়ারী


ডেন্টাল
👉 আবেদন শুরুঃ ১৫ জানুয়ারি, ২০২৪ (সম্ভাব্য)
👉 আবেদন শেষঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ৮ মার্চ, ২০২৪


BUP
👉 আবেদন শুরু হয়েছেঃ ১৭ ডিসেম্বর, ২০২৩
👉 আবেদন শেষঃ ৪ জানুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ১৯-২০ জানুয়ারি


MIST
👉 আবেদন শুরুঃ ২৭ ডিসেম্বর, ২০২৩
👉 আবেদন শেষঃ ১৭ জানুয়ারি,২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪


ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ক’ ইউনিট
👉 আবেদন শুরু হয়েছেঃ ১৮ ডিসেম্বর, ২০২৩
👉 আবেদন শেষঃ ৫ জানুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ১ মার্চ, ২০২৪



ঢাকা বিশ্ববিদ্যালয় ‘খ’ ইউনিট
👉 আবেদন শুরু হয়েছেঃ ১৮ ডিসেম্বর, ২০২৩
👉 আবেদন শেষঃ ৫ জানুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ২৩ ফেব্রুয়ারি, ২০২৪



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
👉আবেদন শুরুঃ ৪ জানুয়ারি
👉 আবেদন শেষঃ ১৮ জানুয়ারি
✍️ ভর্তি পরীক্ষাঃ ২ মার্চ-১০মার্চ


BUET
✍️ প্রিলিমিনারি ভর্তি পরীক্ষাঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
✍️ লিখিত পরীক্ষাঃ ১৬ মার্চ, ২০২৪


রাজশাহী বিশ্ববিদ্যালয়
👉 আবেদন শুরুঃ ৮ জানুয়ারি, ২০২৪
👉 আবেদন শেষঃ ১৭ জানুয়ারি, ২০২৪
✍️ ভর্তি পরীক্ষাঃ ৫ মার্চ-৭ মার্চ


CKRUET
✍️ ভর্তি পরীক্ষাঃ ৪ মার্চ (সম্ভাব্য)


গুচ্ছ

সি ইউনিট (বাণিজ্য) - ৮ মার্চ
বি ইউনিট (মানবিক) - ৯ মার্চ
এ ইউনিট (বিজ্ঞান) - ২৭ এপ্রিল


🛑 Follow NewsZone For more important information
86😐14🔥13❤‍🔥11🍓63💯3🥰2🎉2😍1🆒1
179🔥26😱16🫡16🤷‍♂12👌11🤯7👏6💯4😢1😍1
GK Update!

বাংলাদেশে শনাক্ত হ‌ওয়া করোনার নতুন ধরনের নাম জেএন.১

Join Exam Mate Page For More Recent GK
😢173😨28🤯24💔15👏13😐8🥰4😱4🫡4🤩3👌2
সাধ্যমতো যতটুকু বয়কট করা সম্ভব করতে হবে।এটা শুধু ধর্মীয় ইস্যু না।একইসাথে সামাজিক ইস্যু।সবারই বয়কট করা দরকার।

আমদের চ্যানেলে এমন কোনো অন্ধভক্ত থাকলে বামপাশের তিন ডটে Leave Channel এ ক্লিক করে বের হয়ে যাবেন

#BoycottBrac
#BoycottAarong
#BoycottBracUniversity
#BoycottBracBank
#BoycottBkash
#BoycottAarongMilk
461❤‍🔥40🔥30🫡26💯11👏7🥰5👌4🏆4🕊3😍2
যেকোনো সময় বিকাশ সার্ভার ডাউন হতে পারে।
আপনার বিকাশে থাকা টাকা তুলে ফেলুন,
বিকাশে লেনদেন টোটালি অফ করে দিন।
মন থেকে বিকাশ কে বয়কট করুন! প্রতিবাদের ভাষা শুধু ফেসবুকে পোস্টের মাধ্যমে নয় কাজ করেও দেখাতে হবে।

-Cyber 71
228🔥25❤‍🔥15😐10💯6👏5😱4😭4🤷‍♂3🥰2🤩2
হিজড়া: শারীরিক (জেন্ডার) বৈচিত্র্যতা প্রকাশ্য। শারীরিক গঠন দেখে বলে দেওয়া যায় সে হিজড়া।

ট্রা//ন্স//জেন্ডার: শারীরিক গঠনে পরিপূর্ণ পুরুষ/মহিলা। মনে মনে সে অনুভব করে ভিন্ন জেন্ডারের অধিকারী।

৭ম শ্রেণির বই: প্রথমে সকল বৈশিষ্ট্য ট্রা//ন্স//জেন্ডারের, পরবর্তীতে তাকে হিজড়া বলে প্রমাণ করা হয়। শরীফ শারীরিকভাবে ছেলেই ছিল, মনে মনে সে নিজেকে নারী মনে করতো। এর মানে সে হিজড়া ছিল না।

এটাই সাধারণ হিসাব, কিন্তু মারাত্মক ভুল এবং শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর।
🔥127😢4924💯14💔10🤷‍♂6🫡5❤‍🔥3😭1
এগুলো সব ইচ্ছাকৃত।
২০২৩ সালের বইয়ে সরাসরি ট্রান্সজেন্ডার শব্দটা ছিলো,এখন সেটাকে কেটে জাস্ট তৃতীয় লিঙ্গ বসানো হয়েছে।
💯104😱30😢22😐13👏10🔥6❤‍🔥33🥰1🤯1😨1
বিইউপির রেজাল্ট রাতে যেকোনো সময়ে দিতে পারে; এখন কখন দিবে সেটা কেউ জানে না তবে মধ্যরাতে দেয়ার রেকর্ডও আছে; রাত ৯/১০ টায় রেজাল্ট দিতে পারে আবার ১১ টার পরেও দিতে পারে

©Admission informer
😐82🫡2511😭11🔥10😱103👌1😍1💔1😨1
HSC-23

GST

গুচ্ছের ভর্তি পরীক্ষা পেছানোর কোন সম্ভাবনা নেই!!

-- যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন


🛑 Follow NewsZone For more important information
67😢29🫡12❤‍🔥6🆒6🤩1💘1
❤‍🔥7535🔥14🏆6🤷‍♂4🆒4😍3👏2🍓1
❤‍🔥49😢13💔11😭10🕊6🤷‍♂5😐5😍3🍓2🆒1
HSC-23

MEDI

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে এক লাখ চার হাজার ৪৪ জন!


🛑 Follow NewsZone For more important information
😱5428😢12🔥6😐5🫡5❤‍🔥2🕊2💯2🤝2