News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-24

MEDI

২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা ২ মাস এগিয়ে আসতে পারে; আগামী বছরের শুরুতে হতে পারে মেডিকেল ভর্তি পরীক্ষা


🛑 Follow NewsZone For more important information
🤷‍♂49🥰16❤‍🔥14😱11😐7😨4🫡4👌3🆒3🕊2💯1
সতর্কতামূলক পোস্ট

বেশ কিছুদিন ধরে অপরিচিত কয়েকটি নাম্বার থেকে ফোন আসে আমার নাম্বারে। ফোন রিসিভ করে ওপাশ থেকে অস্পষ্ট কথা শুনতে পাই। ভাবছি হইতো নেটওয়ার্ক এর সমস্যার কারনে কথা শোনা যাচ্ছে না। পরে কেটে দিয়ে ব্যাক করার চেষ্টা করি কিন্তু নাম্বার বন্ধ দেখায়। এরপর আর চেষ্টা করি নাই।

লাঞ্চের বিরতির পর টেবিলে বসে আছি হঠাৎ আগের ঐ নাম্বারের মতই আরেকটা নাম্বার কিন্তু এবার রবি নাম্বার থেকে ফোন বেজে ওঠে। রিসিভ করার ৩-৫ সেকেন্ড পর একজন মহিলা ইংরেজিতে প্রশ্ন করে আপনি কি ইংরেজিতে কথা বলতে পারবেন ? আমিও হ্যা সুচক উত্তর দেয়ায় অপর পাশ থেকে কথা বলা শুরু করল। কথা বলার ধরন ছিল মোটামুটি এমন-
- আপনার জন্য একটা চাকরির অফার আছে। ঘরে বসে চাকরি করতে পারবেন। মাসে ২০০০ ডলার দেয়া হবে।
- কি ধরনের চাকরি?
- আমাদের ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট করতে পারেন। আরও এমন অনেক কিছু বলতে থাকে। (মহিলা মোটামুটি নেটিভ ল্যাংগুয়েজ এ কথা বলছিল খুব দ্রুত যার কারনে কিছুই বুঝতে পারছিলাম না শেষের দিকে)
আমার পাশেই বসে থাকা আমার এক কলিগ আমার কনভার্সেশন দেখে দ্রুত ফোন কেটে দিতে বলে। আমিও কেটে দেই। পরে সে জানাই এটা একটা হ্যাকিং কল।

এটাকে বলে GSM হ্যাকিং কল যা নাকি কলারের সাথে কথা বলতে বলতে মোবাইলের সেলুলর ডাটা কানেক্ট করে নেই। পরবর্তীতে ঐ নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত মোবাইলের তথ্য হ্যাক করতে থাকে। তার জন্য হ্যাকাররা একথা সেকথা বলে সময়ক্ষেপন করার চেষ্টা করে। এবং তারা যেসব নাম্বার ব্যবহার করে সব বন্ধ হওয়া নাম্বার যা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত করে।
কি এক অদ্ভুত দুনিয়ায় বাস করতেছি। নিজের ফোনটাও এখন নিরাপদ না।
এত বড় লেখার একটায় উদ্দেশ্য আপনাদের সতর্ক করা। আমরা অনেকেই এসব কল বুঝতে পেরেও অনেক্ষন কথা বলি একটু মজা করার জন্যে। অনেকে ভাবে আমার মোবাইলে কি এমন তথ্য আছে যে হ্যাক করবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে-কোন ব্যক্তিগত তথ্য অন্যের কাছে আপনাকে ত্যাক্ত করার জন্য যথেষ্ট। 
এরকম কল পেলে অবশ্যই কোন কথা ছাড়া ফোন কেটে দেন
😢160😱28💯1712😭4👏2🤝1
😨52😐17😭7🔥4😢4
HSC-23

DU

ঢাবি'র কলা, আইন ও সামাজিক বিজ্ঞানে মোট পাসের হার- ১০.০৭ %
বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯%
ব্যবসায় শিক্ষায় ১৩.৩৩%।


🛑 Follow NewsZone For more important information
😨39😢14😐8🔥4😭3
ঢাবি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১ম প্রিয়ন্তি মন্ডল৷ ১০৫.২৫
গভঃ এম এম সিটি কলেজ, খুলনা।

ব্যবসায়ে শিক্ষা ইউনিটে ১ম
অথৈ দাস
১০৫.৫০
চট্টগ্রাম কমার্স কলেজ।

বিজ্ঞান ইউনিটে ১ম
প্রতিক রসূল
১১১.২৫
নটরডেম কলেজ
🔥78💔1716🤯9👏43😢2😨2👌1
19💔12😭1
HSC-23

DU

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জুলাই থেকে


🛑 Follow NewsZone For more important information
🔥45💔17😭9😱6😢6👏4🤷‍♂2🍓21
নিজেকে স্পেশাল মনে করার অদ্ভুত এক রোগ গ্র‍্যান্ডিওস ডেলুশন। ডেলুশন, মানে বিভ্রান্তি।

নিজেকে পীর ভাবা, সেলেব্রিটি বা সবচেয়ে সুন্দর ভাবা, নিজেকে খুব জ্ঞানী মনে করা —এ ধরণের বিভ্রান্তির যখন ঘোর লেগে যায়, তখন তাকে মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় 'গ্র‍্যান্ডিওস ডেলুশন'।

আপনি প্রশ্ন করতেই পারেন, "এরা যে নিজেদের ছোটো করছে, এরা কি বোঝেনা?" —না, কারণ তারা আক্ষরিক অর্থেই মানসিক রোগে আক্রান্ত, যার চিকিৎসা রয়েছে।

এই রোগের আরো উদাহরণ: ব্যক্তি মনে করে সে কোনো মিশনে আছে, বা তার সাথে আধ্যাত্মিক যোগসূত্র আছে, বা তার সাথে জ্বিন আছে! মোদ্দা কথা, সে স্পেশাল।

সমাজ, পরিবেশ ও পরিবার দ্বারা এই রোগ প্রভাবিত হয়। তবে এটি জেনেটিক কি না, যেমন এটি বাবা-মা থেকে আসে কি-না বা সন্তানেও যাবে কি-না —এ ব্যাপারে ভালো কোনো গবেষণা নেই।



লেখা —বিজ্ঞানপ্রিয়।
😐132🫡45😢30💔22🤯18🤩11👏10👌75❤‍🔥5🤷‍♂4
HSC-24

MEDI

২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বর-জানুয়ারিতে



🛑 Follow NewsZone For more important information
🤷‍♂2415👌10🆒7😢5😭5🔥2👏1🕊1😐1
প্রশ্ন:-মেধাবীরা কেন দেশ ছেড়ে যায়?
উত্তর- N/A
💔116❤‍🔥13😢11🕊10😐10💯3😍2🆒21🔥1👌1
Forwarded from PDF Zone
📚GST×Agri PDF


📕GST Udvash Question Bank: Click Here

📕GST Network Question Bank-Click Here

📕GST (General University): Click Here

📕GST(Science and Technology): Click Here

📕GST(Bangla, English Network): Click Here

📕Bangla Mega PDF: Click Here

📕বাংলা ব্যাকরণ(নবম-দশম শ্রেনী)-Click Here

📕 Network Guide(Agriculture): Click Here

📕GST Quick Revision: Click Here

📕GST Model Test

📕Agri Model Test
❤‍🔥10🥰41🔥1💯1
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ১৩ জুলাইয়ের পরিবর্তে ১ সপ্তাহ পিছিয়ে ২০ জুলাই অনুষ্ঠিত হবে।
🔥12537😢21😐18👌15🆒9😱8😍43👏3🥰2
আমাদের চ্যানেল নিয়ে অভিযোগ, ভালো,খারাপ সব কিছুই শেয়ার করতে পারেন এই Bot এ।
আপনার অ্যাডমিশন লাইফ থেকে শুরু করে দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলেছে কিনা সেটাও চাইলে জানাতে পারেন।

সবারটাই গ্রহণ করা হবে

@Invisible_the_bot
53❤‍🔥3🔥3👏3😍3🕊2🫡2😢1
কাল থেকে অনেক ম্যাসেজ পড়েছি আপনাদের।

আসলে দিন শেষে এইটুকুই চাওয়া আমাদের যাতে আপনাদের অল্প হলেও কাজে আসতে পারি।
72👏3😢2🕊2😍2💯1
🔰 HSC-24: Exam Routine


২০২৪ সালের এইচএসসি পরীক্ষার রুটিন


©Study on Telegram
❤‍🔥13😢4
ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।


বুধবার (৩ এপ্রিল) আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া চলমান তাপপ্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এছাড়া এর মাত্রা আরও বাড়তে পারে।

🛑 Follow NewsZone For more important information
😭57😢21🔥3🤯2😐2👏1💯1
আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য অগ্রীম সালামি☺️

ধন্যবাদ দিয়ে ছোট করবেন না,ছোট ভাইবোনদের জন্য এইটুকুতো করাই যায়
😐169💔40👏23😭22🤷‍♂20❤‍🔥14😇14🆒7🔥5👌4🕊3