News Zone
বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই বিসিএসে দুইবার প্রথম হয়েছেন । কে সেই ব্যক্তি? "নাজিম উদ্দিন" স্যার😊 ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে বেরিয়েছে ছেলেটি। পাশ করেই অংশ নিলেন বিসিএস পরীক্ষায়। নিজের পরিশ্রম আর একাগ্রতার ফল হিসেবে প্রথম হন (১০ম) বিসিএস পরীক্ষায়।…
নাজিম উদ্দিন স্যার
[ ইন্টারনেট থেকে সংগৃহীত ]
[ ইন্টারনেট থেকে সংগৃহীত ]
❤63🔥7🤯6👏3🤩2
Forwarded from PDF Zone
📌Medical and Dental Preparation By Exam Mate X Phobia Series
📚Previous 10 Year Medical and Dental Question Solving Program(With Explanations)
👉Link: https://news.1rj.ru/str/ConfusingQuestions17/4
❗️NB:এভাবে গত 10 বছরের Question Chapter Wise Solve করানো হবে
ধন্যবাদ
📚Previous 10 Year Medical and Dental Question Solving Program(With Explanations)
👉Link: https://news.1rj.ru/str/ConfusingQuestions17/4
❗️NB:এভাবে গত 10 বছরের Question Chapter Wise Solve করানো হবে
ধন্যবাদ
❤5🔥1
Forwarded from QB Mate:Medical and Dental (Abstracted Alif)
📌Text Book MCQ
Another Brand New Channel by Exam mate
যেখানে শুধুমাত্র বিভিন্ন স্যারের Text Book MCQ এর Poll ও Quiz থাকবে (Chapter Wise)
📌Link:https://news.1rj.ru/str/Confusingquestions18/8
Another Brand New Channel by Exam mate
যেখানে শুধুমাত্র বিভিন্ন স্যারের Text Book MCQ এর Poll ও Quiz থাকবে (Chapter Wise)
📌Link:https://news.1rj.ru/str/Confusingquestions18/8
কক্সবাজার সমুদ্রসৈকত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে নির্মিত হচ্ছে ঝিনুকের আদলে দৃষ্টিনন্দন আইকনিক রেলস্টেশন। অত্যাধুনিক অনেক সুযোগ-সুবিধা থাকবে এই রেলস্টেশনে। সামনে অংশে তৈরি হবে বিশাল আকৃতির ঝিনুকের ফোয়ারা। ঝিকঝিক শব্দ করে ট্রেন আসার পর যার পাশ দিয়ে প্রবেশ করতে হবে স্টেশনে। তারপর চলন্ত সিঁড়ির মাধ্যমে সেতু হয়ে চড়তে হবে ট্রেনে।
গাড়ি পার্কিংয়ের জন্য থাকবে বড় তিনটি জায়গা। স্টেশনভবনে থাকবে কাউন্টার, স্বাগত জানানোর কক্ষ, তারকামানের হোটেল, রেস্তোরা, মালামাল রাখার লকার, শিশু যত্ম কেন্দ্র, মসজিদসহ অত্যাধুনিক সব ধরণের সুযোগ-সুবিধা। কেউ চাইলে রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজার পৌঁছে মালামাল স্টেশনে রেখে সারাদিন সমুদ্রসৈকত বা পর্যটন স্পট ঘুরে রাতে ফিরে যেতে পারবেন। আর বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিদিনই এই স্টেশনে আসা যাওয়া করবে ৯০ হাজারের বেশি যাত্রী।
গাড়ি পার্কিংয়ের জন্য থাকবে বড় তিনটি জায়গা। স্টেশনভবনে থাকবে কাউন্টার, স্বাগত জানানোর কক্ষ, তারকামানের হোটেল, রেস্তোরা, মালামাল রাখার লকার, শিশু যত্ম কেন্দ্র, মসজিদসহ অত্যাধুনিক সব ধরণের সুযোগ-সুবিধা। কেউ চাইলে রাতের ট্রেন ধরে সকালে কক্সবাজার পৌঁছে মালামাল স্টেশনে রেখে সারাদিন সমুদ্রসৈকত বা পর্যটন স্পট ঘুরে রাতে ফিরে যেতে পারবেন। আর বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রতিদিনই এই স্টেশনে আসা যাওয়া করবে ৯০ হাজারের বেশি যাত্রী।
❤33🔥9👏2🤩2🎉1
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে এইচএসসিতে যে বিষয়গুলো বেশি প্রাধান্য দেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্ন বেশি থাকতে পারে।
- অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির
( স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক )
- অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির
( স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক )
❤41😢4👏2
গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তিতে কেন্দ্রীয় মেধাতালিকা তৈরির কথা থাকলেও সেটি করা হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলো যে পৃথক পৃথক মেধাতালিকা তৈরি করবে সে অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত গুচ্ছের ভর্তি আবেদন চলবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় পৃথক পৃথকভাবে আবেদন গ্রহণ করবে। আবেদনগ্রহণ শেষ হলে বিশ্ববিদ্যালয়গুলো একটি মেধাতালিকা তৈরি করবে। এই তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটির কাছে পাঠানোর পর তারা সেটি যাচাই করে দেখবে। ৭ নভেম্বর ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে।
সূত্র আরও জানায়, প্রথমে কেন্দ্রীয়ভাবে মেরিট লিস্ট তৈরির কথা থাকলেও নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে গুচ্ছ কমিটি। তারা বলছে, অনেক বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে জিপিএর ওপর নম্বর রাখছে না। আবার অনেক বিশ্ববিদ্যালয় জিপিএর নম্বর রাখছে। যে বিশ্ববিদ্যালয়গুলো জিপিএর ওপর নম্বর রাখছে সেগুলোর নম্বরের ক্ষেত্রেও অসামঞ্জস্যতা রয়েছে। ফলে কোনো ভাবেই কেন্দ্রীয় ভর্তির তালিকা প্রকাশ করা সম্ভব হবে না।
নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রথমে কেন্দ্রীয়ভাবে মেধাতালিকা তৈরি করতে চেয়েছিলাম। তবে জিপিএ নম্বর রাখা না রাখাসহ আরও বেশ কিছু কারণে সেটি সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, আগামী ১৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আমাদের আবেদনগ্রহণ চলবে। এরপর বিশ্ববিদ্যালয়গুলো যে মেধাতালিকা তৈরি করবে সে অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
অনেক বিশ্ববিদ্যালয় জিপিএ নম্বর রাখছে আবার অনেকগুলো রাখছে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের মাইগ্রেশনে সমস্যা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে এই উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি।
Details
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত গুচ্ছের ভর্তি আবেদন চলবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় পৃথক পৃথকভাবে আবেদন গ্রহণ করবে। আবেদনগ্রহণ শেষ হলে বিশ্ববিদ্যালয়গুলো একটি মেধাতালিকা তৈরি করবে। এই তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটির কাছে পাঠানোর পর তারা সেটি যাচাই করে দেখবে। ৭ নভেম্বর ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হবে।
সূত্র আরও জানায়, প্রথমে কেন্দ্রীয়ভাবে মেরিট লিস্ট তৈরির কথা থাকলেও নিজেদের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে গুচ্ছ কমিটি। তারা বলছে, অনেক বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে জিপিএর ওপর নম্বর রাখছে না। আবার অনেক বিশ্ববিদ্যালয় জিপিএর নম্বর রাখছে। যে বিশ্ববিদ্যালয়গুলো জিপিএর ওপর নম্বর রাখছে সেগুলোর নম্বরের ক্ষেত্রেও অসামঞ্জস্যতা রয়েছে। ফলে কোনো ভাবেই কেন্দ্রীয় ভর্তির তালিকা প্রকাশ করা সম্ভব হবে না।
নাম প্রকাশ না করার শর্তে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা প্রথমে কেন্দ্রীয়ভাবে মেধাতালিকা তৈরি করতে চেয়েছিলাম। তবে জিপিএ নম্বর রাখা না রাখাসহ আরও বেশ কিছু কারণে সেটি সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, আগামী ১৭ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আমাদের আবেদনগ্রহণ চলবে। এরপর বিশ্ববিদ্যালয়গুলো যে মেধাতালিকা তৈরি করবে সে অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
অনেক বিশ্ববিদ্যালয় জিপিএ নম্বর রাখছে আবার অনেকগুলো রাখছে না। এক্ষেত্রে শিক্ষার্থীদের মাইগ্রেশনে সমস্যা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে এই উপাচার্য কোনো মন্তব্য করতে রাজি হননি।
Details
😁29🔥4🤩1
প্রতিবছরের মতো এবারও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)। বুধবার (১২ অক্টোবর) ২০২৩ সালের বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্কিং প্রকাশ করে সংস্থাটি। তাতে বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নেই দেশের কোন বিশ্ববিদ্যালয়।
⛔ বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় সাতটিই যুক্তরাষ্ট্রে অবস্থিত।
⏩ শীর্ষ অবস্থান করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়টি টানা ছয় বছর ধরে শীর্ষস্থানে রয়েছে।
⛔ শীর্ষ ১০এ রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে, ইয়েল ইউনিভার্সিটি এবং ইমপেরিয়াল কলেজ ,লন্ডন।
⏩ বাংলাদেশে-
❇️প্রথম- ঢাকা বিশ্ববিদ্যালয় ( ৬০১ থেকে ৮০০ এর মধ্যে)
❇️ দ্বিতীয় - বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি
❇️ তৃতীয় - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
❇️ চতুর্থ - বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট)।
⚠️দেশের হয়ে তালিকায় থাকা বাকী প্রতিষ্ঠানগুলো তালিকার শেষের ১২০১ থেকে ১৫০০ এর মাঝে কোনোরকম অবস্থান টিকিয়ে রেখেছে। আর বাংলাদেশের অন্য ১০টি উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানের নাম থাকলেও তাদের কেনো আন্তর্জাতিক অবস্থান নেই
⛔ বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় সাতটিই যুক্তরাষ্ট্রে অবস্থিত।
⏩ শীর্ষ অবস্থান করছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যুক্তরাজ্যের এই বিশ্ববিদ্যালয়টি টানা ছয় বছর ধরে শীর্ষস্থানে রয়েছে।
⛔ শীর্ষ ১০এ রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজি, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে, ইয়েল ইউনিভার্সিটি এবং ইমপেরিয়াল কলেজ ,লন্ডন।
⏩ বাংলাদেশে-
❇️প্রথম- ঢাকা বিশ্ববিদ্যালয় ( ৬০১ থেকে ৮০০ এর মধ্যে)
❇️ দ্বিতীয় - বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটি
❇️ তৃতীয় - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
❇️ চতুর্থ - বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বুয়েট)।
⚠️দেশের হয়ে তালিকায় থাকা বাকী প্রতিষ্ঠানগুলো তালিকার শেষের ১২০১ থেকে ১৫০০ এর মাঝে কোনোরকম অবস্থান টিকিয়ে রেখেছে। আর বাংলাদেশের অন্য ১০টি উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানের নাম থাকলেও তাদের কেনো আন্তর্জাতিক অবস্থান নেই
😁22😢10❤6🤯5👏4