প্রচন্ড গরম পড়েছে। এমন সময় নিম্নোক্ত দুআটি পড়তে পারেন।
لَا إِلٰهَ إِلَّا اللهُ، مَا أَشَدَّ حَرَّ هَذَا الْيَوْمِ، اَللّٰهُمَّ أَجِرْنِيْ مِنْ حَرِّ جَهَنَّمَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহ, মা আশাদ্দা হার-রা হাজাল ইয়াওম, আল্লাহুম্মা আজিরনি মিন হার-রি জাহান্নাম
অর্থ: 'আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই। আজকের গরম প্রচন্ড। হে আল্লাহ! আমাকে জাহান্নামের গরম থেকে রক্ষা করুন।'
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, গরমের দিনে যদি কেউ বলে: لا إله إلا الله ما أشد حر هذا اليوم
... তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন, আমার এক বান্দা আমার কাছে তোমার গরম থেকে আশ্রয় চেয়েছে সুতরাং তুমি সাক্ষী থাক আমি তাকে মুক্তি দিলাম।
[আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ, হাদিস 306]
🛑 Follow NewsZone For more important information
لَا إِلٰهَ إِلَّا اللهُ، مَا أَشَدَّ حَرَّ هَذَا الْيَوْمِ، اَللّٰهُمَّ أَجِرْنِيْ مِنْ حَرِّ جَهَنَّمَ
উচ্চারণ: লা ইলাহা ইল্লাল্লাহ, মা আশাদ্দা হার-রা হাজাল ইয়াওম, আল্লাহুম্মা আজিরনি মিন হার-রি জাহান্নাম
অর্থ: 'আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবুদ নেই। আজকের গরম প্রচন্ড। হে আল্লাহ! আমাকে জাহান্নামের গরম থেকে রক্ষা করুন।'
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, গরমের দিনে যদি কেউ বলে: لا إله إلا الله ما أشد حر هذا اليوم
... তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলেন, আমার এক বান্দা আমার কাছে তোমার গরম থেকে আশ্রয় চেয়েছে সুতরাং তুমি সাক্ষী থাক আমি তাকে মুক্তি দিলাম।
[আমালুল ইয়াউমি ওয়াল লাইলাহ, হাদিস 306]
🛑 Follow NewsZone For more important information
❤114🥰86❤🔥11🔥3😱3😐3⚡1🕊1💘1
যে যেখানেই পরীক্ষা দিবেন কালকে,পরিচিত কারো কাছ থেকে জেনে নিবেন ভাড়া কত সেখানে,কতক্ষন লাগবে।
নিজে নিজে Experiment করতে যাবেন না।
নিজে নিজে Experiment করতে যাবেন না।
😭35❤23🤝10❤🔥6💯4💔4🥰2👌2🫡2👏1😨1
🔥12👏5🥰2
NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ।
এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টা ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়।
সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।
🛑 Follow NewsZone For more important information
😢92🔥6