ঢাকা বিশ্ববিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শনিবার (২৫ মে) সকাল ১১টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। এ বছর ইউনিটটির প্রতি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৩ জন ভর্তিচ্ছু।
©TDC
©TDC
❤🔥19🫡3🥰2😐1
কোরিয়ায় মসজিদ নির্মাণ করলেন ইউটিউবার দাউদ কিম।
দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অবশেষে একটি মসজিদ নির্মাণ করেছেন জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম। মসজিদ নির্মাণের এই যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন দাউদ কিম। ১ লাখ ৩৬ হাজার ৫০০ ডলারে মসজিদের জন্য জমি কিনেছিলেন তিনি। এই অর্থের বেশিরভাগই এসেছে অনুদান থেকে।
মসজিদ নির্মাণ করতে গিয়ে ইনচিওনের স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম, যার ফলে জমির মালিক চুক্তিও বাতিল করেছিলেন। এসব বাধা সত্ত্বেও দাউদ কিম দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি স্থানীয় প্রতিরোধ কাটিয়ে সফলভাবে মসজিদটি নির্মাণ করেন।
দক্ষিণ কোরিয়ার ইনচিওনে অবশেষে একটি মসজিদ নির্মাণ করেছেন জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম। মসজিদ নির্মাণের এই যাত্রায় নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন দাউদ কিম। ১ লাখ ৩৬ হাজার ৫০০ ডলারে মসজিদের জন্য জমি কিনেছিলেন তিনি। এই অর্থের বেশিরভাগই এসেছে অনুদান থেকে।
মসজিদ নির্মাণ করতে গিয়ে ইনচিওনের স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার সম্মুখীন হন কিম, যার ফলে জমির মালিক চুক্তিও বাতিল করেছিলেন। এসব বাধা সত্ত্বেও দাউদ কিম দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। তিনি স্থানীয় প্রতিরোধ কাটিয়ে সফলভাবে মসজিদটি নির্মাণ করেন।
❤282❤🔥17🥰12🫡11🔥4🕊4😍4👏3👌2💯1🆒1
"আবারো মৃত্যু মিছিলে রুয়েটিয়ান, মরদেহ উদ্ধার ঝুলন্ত অবস্থায়!মে মাস মানে রুয়েটিয়ানদের মৃত্যু মাস"
গতবছরও এই মাসে পর পর দুই দুইজন রুয়েটিয়ান মৃত্যুবরণ করেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সৌভিক মল্লিক নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর সাধুর মোড়ের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সৌভিক (২১) মাগুরা জেলার শালিখা উপজেলার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে। রুয়েটের সিএসই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ওই শিক্ষাথী ভাড়া বাসায় গলায় দড়ি দেয়ার বিষয়টি জানার পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।
RUET Library
গতবছরও এই মাসে পর পর দুই দুইজন রুয়েটিয়ান মৃত্যুবরণ করেন।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সৌভিক মল্লিক নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে নগরীর সাধুর মোড়ের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সৌভিক (২১) মাগুরা জেলার শালিখা উপজেলার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে। রুয়েটের সিএসই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, ওই শিক্ষাথী ভাড়া বাসায় গলায় দড়ি দেয়ার বিষয়টি জানার পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।
RUET Library
😢166😭12💔9😐5💯2❤🔥1
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী ৫ জুন থেকে শুরু হবে। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর
-TDC
-TDC
❤33👏9❤🔥4😍2😭2🫡2😁1😢1
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স কোর্স বন্ধের নির্দেশ মন্ত্রণালয়ের
©TDC
©TDC
😱52😢18⚡6❤🔥3😁3🕊2😍2
অত্যধিক লবণযুক্ত খাবার খাওয়া বা খাওয়ার সময় বাড়তি লবণ ব্যবহার করা আমাদের জন্য খুবই স্বাভাবিক। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে অতিরিক্ত এই লবণই হতে পারে পাকস্থলীর ক্যান্সারের (গ্যাস্ট্রিক ক্যান্সার) কারণ।
প্রতি বছর বিশ্বের প্রায় ১.৫ শতাংশ মানুষ গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্ত হয়। তাই বিশেষজ্ঞরা গ্যাস্ট্রিক ক্যান্সারের ঝুঁকির কারণ শনাক্ত করার প্রচেষ্টা করছেন। 'Gastric Cancer' জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় ৪৭০০০০ জনেরও বেশি ব্যক্তির তথ্য পরীক্ষা করা হয়েছে কিভাবে খাবারে লবণের পরিমাণ গ্যাস্ট্রিক ক্যান্সারে ভূমিকা পালন করে।
© Science bee
প্রতি বছর বিশ্বের প্রায় ১.৫ শতাংশ মানুষ গ্যাস্ট্রিক ক্যান্সারে আক্রান্ত হয়। তাই বিশেষজ্ঞরা গ্যাস্ট্রিক ক্যান্সারের ঝুঁকির কারণ শনাক্ত করার প্রচেষ্টা করছেন। 'Gastric Cancer' জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় ৪৭০০০০ জনেরও বেশি ব্যক্তির তথ্য পরীক্ষা করা হয়েছে কিভাবে খাবারে লবণের পরিমাণ গ্যাস্ট্রিক ক্যান্সারে ভূমিকা পালন করে।
© Science bee
😢53💔11😱5🔥3😭3😁2😨2
ব্রেকিং নিউজ....
২০২৪-২৫ সেশন থেকে সকল বিভাগের শিক্ষার্থীদের বাংলা এবং ইংরেজি ভর্তি পরীক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হয়েছে। ~ ইউজিসি
© The Daily Campus
২০২৪-২৫ সেশন থেকে সকল বিভাগের শিক্ষার্থীদের বাংলা এবং ইংরেজি ভর্তি পরীক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হয়েছে। ~ ইউজিসি
© The Daily Campus
😨56👏17❤12😁7😭5😐4😱3🆒3
জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে প্রকাশিত সিন্যাপ্স র্যাংকিংয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গতবছর প্রকাশিত র্যাংকিংয়ে সারাদেশে দ্বিতীয় অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টির বর্তমান রেটিং ৩৭৮৫। অন্যদিকে ৩৬৫৫ (-৬১) রেটিং নিয়ে একধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তৃতীয় অবস্থানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
©TDC
©TDC
🔥65❤8😍4
দেড় কোটি পরিবারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, সাড়ে ৮ হাজার মোবাইল টাওয়ারে নেটওয়ার্ক নেই
©TDC
©TDC
😢106😨12