News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-23

GST

গুচ্ছের ১ম মেরিটের সংশোধিত ফল প্রকাশিত; এক্ষেত্রে ফল পরিবর্তন হয়েছে; ঘাবড়ানোর কিছু নেই, কাগজপত্র জমা দেয়ার ক্ষেত্রে সংশোধিত ফল অনূসরণ করতে বলা হলো!


© Admission Informer

🛑 Follow NewsZone For more important information
😢22👏6💔5💯2😐2😭1🤝1🫡1
যারা আগেরবার সাবজেক্ট পেয়েছিলো কিন্তু এখন আবার দেখছো ওয়েটিংয়ে।
তাদের এমন একটা ম্যাসেজ আসার কথা
😢38👏4😨41
আগে সেইম সাবজেক্ট এখনো থাকলে এরকম ম্যাসেজ আসার কথা।
যার আগের আর এখনকার সাবজেক্ট সেইম,তার কাছ থেকে নেওয়া
😐14🥰7👏4💯3😢2😍1
9😢2
👌6❤‍🔥3
গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১ম পর্যায়ের প্রাথমিক ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত। (কিছু কিছু বিশ্ববিদ্যালয় এখনো দেয়নাই)
আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় কম করে হলেও ৫০০টা ম্যাসেজের রিপ্লাই দিয়েছি পার্সোনাল বটে,সবগুলোই ছিলো হতাশার।

গুচ্ছ আসলে সবকিছুকে কখনোই গুছিয়ে আনতে পারেনি,আজকের ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ।

সর্বশেষ এটাই আশা করবো,সবাই যেনো তাদের যোগ্যতা অনুসারে জায়গা টা পায়।

সবার জন্য শুভকামনা
💙

-Tahmim
😢85❤‍🔥97💔4👏2👌2
HCS-23

GST

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি নিশ্চায়নে যে সকল কাগজপত্র জমা দিতে হবে (কমন কাগজপত্র)

▪️এসএসসি ও এইচএসসির মার্কসিট (ফার্স্ট প্রায়োরিটি)
▪️৫০০০ টাকা জমাদানের স্লিপ (Acknowledgement Slip)
▪️গুচ্ছের এডমিট কার্ড (যাচাইয়ের জন্য)


কোনো বিশ্ববিদ্যালয় নোটিশ দিক বা না দিকে, এই ৩ টা ডকুমেন্টস প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি নিশ্চায়নে লাগবে এবং রাখতে হবে। এটা এখন নোটিশ থাকুক বা না থাকুক।

এছাড়াও আনুসঙ্গিক কোনো কাগজপত্র লাগলে সেটা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের নোটিশ দেখে নিয়ে গেলেই হবে।

গুচ্ছুভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি নিশ্চায়নে উপরের ৩ টা কাগজপত্র না থাকলে ঝামেলায় পড়বে।

🛑 Follow NewsZone For more important information
28🔥4😢3👏2🥰1