News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
HSC-23

GST

GST ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১ম মেধা তালিকা শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাঁকা আসন সংখ্যা:

★শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-৩৫০+ টি
★কুমিল্লা বিশ্ববিদ্যালয়-৭২+ টি
★মাওলানা ভাসানি বিজ্ঞান প্রযুক্তি-৫৫+ টি
★বরিশাল বিশ্ববিদ্যালয়-৮০+ টি
★নোবিপ্রবি- ১১০+ টি
★রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে-৮ টি
★বঙ্গবন্ধু শেখ মুজিব(কিশোরগঞ্জ)-১৭ টি
★জগন্নাথ বিশ্ববিদ্যালয়-৩৮৭টি
★বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়-৪৩
★পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি -৮ টি
★বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়- ৫৫টি
★ইসলামি বিশ্ববিদ্যালয়-১৫৫+ টি
★ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ৯টি


(বাকি গুলো এখনো জানা যায়নি,জানা মাত্রই আপডেট করা হবে,সবাই চেক করবে)

🛑 Follow NewsZone For more important information
😢52💔10👏8👌5😐2🥰1🫡1🆒1
HSC-23

CKRUET

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটের ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জুলাই সদ্য ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে বলে জানা গেছে।


🛑 Follow NewsZone For more important information
🔥31😢6🥰4
কোকা কোলা বিজ্ঞাপনটা বানায়ে নিজের শেষ সর্বনাশটা করলো আর এইটার পরিচালক আর অভিনেতাদের সর্বনাশ করলো। কল্পনাও করতে পারতেছে না কী বিপদ তারা হাতে ধরে ডাইকা আনলো। কোকাকোলা, এই বিজ্ঞাপনচিত্রের অভিনেতা আর পরিচালক বাংলাদেশে আর করে কম্মে খাইতে পারবে না। বুদ্ধিমত্তা আর চালাকির মধ্যে তফাৎ আছে। চালাকি করতে যাইয়া ধরা খাইলো বেচারারা।

বাম্বুর জন্য রেডি হও।

@পিনাকি
🔥152❤‍🔥9💯75👌3👏1🕊1
HSC-23

AGRI

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে আগামী 2 জুলাই থেকে ভর্তি পরীক্ষার আগে পর্যন্ত
আসন প্রতি লড়বে ১৮ জন (গত বছরের তুলনায় কম)
আবেদন করেছে ৬৭ হাজার শিক্ষার্থী


🛑 Follow NewsZone For more important information
40👏8😭8🥰4🔥3
আইইএলটিএসে ৯-এর মধ্যে ৯ পেয়েছেন যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া গ্রামের আজমাইন মুজতাবির। ২০২৩-২৪ সালে আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আইইএলটিএসে সর্বোচ্চ নম্বর পেয়েছেন তিনি

🛑 Follow NewsZone For more important information
🔥169😱33🥰22❤‍🔥16👏11🫡10😐2😢1
HSC-23

GST

GST গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের "Migration Stop" আজ ১১/০৬/২০২৪ রাত ১২টার পূর্বেই সম্পন্ন করতে হবে। এর পরে মাইগ্রেশন আর বন্ধ করা যাবে না।

২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে ভর্তির মাইগ্রেশন নিয়ে নতুন নির্দেশনা:

২০২৩–২৪
শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি প্রক্রিয়ায় মাইগ্রেশন নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবারের (১১ জুন) মধ্যে মাইগ্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। এর আগে প্রথম ধাপের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে শনিবার (৮ জুন) পর্যন্ত।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ‘Migration Stop’ ১১ জুন রাত ১২টার আগেই সম্পন্ন করতে হবে। এরপরে মাইগ্রেশন আর বন্ধ করা যাবে না।

এর আগের নির্দেশনায় বলা হয়েছিল, Stop All Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিভাগ ব্যতীত পছন্দক্রমে অন্তর্ভূক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। এছাড়া Stop University Migration সম্পন্ন করলে বর্তমানে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না। 

সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অপেক্ষাকৃত অধিকতর পছন্দের বিভাগে মাইগ্রেশনের সুযোগ থাকবে। ভর্তি পদ্ধতি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইনে প্রাথমিক ভর্তি সম্পন্ন করার প্রয়োজনীয় বিবরণ যথাক্রমে GST Admission System ও Online Admission Guideline -এ যথাসময়ে পাওয়া যাবে।

🛑 Follow NewsZone For more important information
👏18😢3💔3
ইউটিউব থেকে নিজেদের সাম্প্রতিক বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে কোকা কোলা।
🔥146👏22🤩13👌98😱3😍31
Reminder

আর ২০ মিনিট আছে


GST গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের "Migration Stop" আজ ১১/০৬/২০২৪ রাত ১২টার পূর্বেই সম্পন্ন করতে হবে। এর পরে মাইগ্রেশন আর বন্ধ করা যাবে না।


🛑 Follow NewsZone For more important information
👏17😢5
কৃষি গুচ্ছ পিছাবে কিনা সেটা নিয়ে অফিশিয়ালি কিছু জানানে হয় নি।
তাই পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে পড়ে থাকা যাবে না।

ধন্যবাদ
👏51👌10❤‍🔥4💯4
Kajal Arefin Ome #কোকা_কোলা বিজ্ঞাপন নিয়ে আপনি বলছেন এই বিষয়ে জানেন না ওকে সাময়িকভাবে মেনে নিলাম । জীবন বললো : পেশাগত দিক থেকে করেছে ব্যাক্তিগত ভাবে সে কোকা_কোলা বিষয়ে অবগত না । বিষয়টা এমন হলো আমি গরুর মাংস খায় না ঝুল খায় । যায় হোক আপনি বিষয়টি এড়িয়ে গেলেও আমরা এটাকে সাজানো নাটক হিসেবে নিব । ঈদে আপনার ‘’Female 4‘’ আসতেছে সেখানে যদি এই জীবন,শিমুল,প্রমুখ কে দেখি কোন প্ল্যাটফর্ম আপনাদের ‘’Female 4 ‘’ চলতে দিব না সব জায়গা থেকে মুঁছে ফেলবো ওপেন চ্যালেঞ্জ । ৪৮ ঘন্টার সময় দিলাম আপনি সবাইকে নিয়ে লাইভে বসে এটার সমাধান দিবেন ।

এ বিষয় এ 'সাইবার কমিউনিটি ' সাথে আমরা একাত্মতা ঘোষণা করলাম।

© সাইবার ৭১
🔥22050🫡19❤‍🔥7👌3😍3👏2🤗2
HSC-23

JU

আগামী ২১ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে


🛑 Follow NewsZone For more important information
😢19🔥9👏75😭4😨3
আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেরিট লিস্টে দেখলাম, মুক্তিযোদ্ধা কোটায় একজন ব্যক্তি চান্স পেলো,মেরিট পিছনে থাকবে এটা স্বাভাবিক,ভালো সাবজেক্ট পাবে এটাও স্বাভাবিক।

বাট, মুক্তিযোদ্ধার "সন্তান" হিসেবে চান্স পাইলো কোটায়!🙂

🛑 Follow NewsZone For more important information
💔76👏20😐20🤩10🆒5🔥3🏆2🎉1
HSC-23

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তিচ্ছুদের ব্যবহারিক পরীক্ষা আগামী ২৫ ও ২৬ জুন অনুষ্ঠিত হবে। এবার ৩০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৮৫ জন ভর্তিচ্ছু। সে অনুযায়ী আসনপ্রতি লড়াই করবেন ২৩ জন।


🛑 Follow NewsZone For more important information
🔥10😢3
HSC-23

GST

GST দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ২৬/০৬/২০২৪ তারিখ হতে ২৮/০৬/২০২৪ তারিখের মধ্যে GST ওয়েবসাইট এর মাধ্যমে নিম্নে উল্লেখিত সময়সূচী অনুযায়ী সম্পন্ন করতে হবে।

প্রাথমিক ভর্তি ও ফি প্রদানঃ
২৬/০৬/২০২৪ তারিখ দুপুর ১২:০০ টা হতে ২৮/০৬/২০২৪ তারিখ সকাল ১০:০০ টা পর্যন্ত।

মূল কাগজপত্র জমাঃ
২৭/০৬/২০২৪ তারিখ সকাল ১০:০০ টা হতে ২৮/০৬/২০২৪ তারিখ বিকাল ০৩:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

সকল প্রকার "Migration Stop" ২৮/০৬/২০২৪ বিকাল ৩:০০ টার মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে।

🛑 Follow NewsZone For more important information
🫡14😢4
ইদ মোবারক
123🔥14❤‍🔥3🥰3🏆3😐2🎉1🕊1
😨29😭7
দেশে একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশজুড়ে এখন মাথাব্যথার কারণ এই রাসেলস ভাইপার। বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত ২৫টি জেলায়। পৌঁছে গেছে চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী পর্যন্ত। সবথেকে বেশি আনাগোন মানিকগঞ্জ, ফরিদপুর, শরিয়তপুরসহ পদ্মা, মেঘনা ও যমুনার অববাহিকায়। যার ছোবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন অন্তত ১০ জন। যাদের অধিকাংশই কৃষক এবং জেলে।

দেশের সব অঞ্চলে শিয়াল, গুইসাপ ও বেজি দেখলেই লোকজন মেরে ফেলছেন। তারা জানেন না, এগুলোর উপকারিতা কত! এ কারণেই রাসেলস ভাইপারের সংখ্যা বেড়ে যাচ্ছে। কারণ তার খাদক নেই। ইকো সিস্টেমে ব্রেক হয়ে গেছে।  

রাসেলস ভাইপারের বিষ হেমাটোটক্সিক। যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস, কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ।

বেশিরভাগ সাপ ডিম পাড়লেও রাসেলস ভাইপার বাচ্চা দেয়। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়। তবে ৮০টি পর্যন্ত বাচ্চা দেয়ার রেকর্ডও আছে। একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে বেজি, গুইসাপসহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়া। অন্যদিকে ইঁদুর, ব্যাঙ রাসেলস ভাইপারের প্রিয় খাবার, যা ফসলের ক্ষেতে থাকে। ফলে ওইসব জায়গায় সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার।

🛑 Follow NewsZone For more important information
😢104😱42😨6
HSC-24

বন্যা পরিস্থিতির জন্য HSC পরীক্ষা পিছানোর যে নিউজ পাওয়া যাচ্ছে তার কোনো শক্তিশালী ভিত্তি নেই।
সঠিক তথ্য পেলে গ্রুপে আপডেট জানানো হবে।

ধন্যবাদ


🛑 Follow NewsZone For more important information
38😢7👏5😐3💔2🥰1👌1🕊1