Forwarded from PDF Zone
⏺ Cluster Agriculture
সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান জানান, প্রত্যয়
স্কিম বাতিলের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি বিদ্যমান। ক্লাস-পরীক্ষা, দাপ্তরিক এবং প্রশাসনিক সকল কাজই বন্ধ আছে। এই পরিস্থিতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এখনই কিছু বলা সম্ভব না। আগামী ১৫ জুলাই কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আলোচনায় বসা হবে। আলোচনার পরে সকলের মতামতের ভিত্তিতে পরীক্ষা সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা আশাবাদী যে, আগামী ২০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
©
সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. এ এস এম লুৎফুল আহসান জানান, প্রত্যয়
স্কিম বাতিলের দাবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি বিদ্যমান। ক্লাস-পরীক্ষা, দাপ্তরিক এবং প্রশাসনিক সকল কাজই বন্ধ আছে। এই পরিস্থিতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে এখনই কিছু বলা সম্ভব না। আগামী ১৫ জুলাই কৃষি গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে আলোচনায় বসা হবে। আলোচনার পরে সকলের মতামতের ভিত্তিতে পরীক্ষা সংক্রান্ত সকল সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা আশাবাদী যে, আগামী ২০ জুলাই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
©
😭60❤12😢7❤🔥6👏6🫡6💔1
SUMMERY of Search Light!
১. ৪৬ তম বিসিএসের প্রশ্ন ফাঁস হয়েছিলো।
২. প্রতি বুথে ১০০জন শিক্ষার্থী প্রিলির আগের রাতে সব সেটের প্রশ্ন পেয়েছে।
৩. বুথ সংখ্যার হিসেব দিতে পারেনি সার্চলাইট।
৪. প্রিলির প্রশ্ন ১-২লক্ষ টাকায় বিক্রি হয়েছে।
৫. শুধু বিসিএস ই নয়, প্রায় ৩০টি ৯ম-১০গ্রেডের পরীক্ষার প্রশ্ন ফাঁস এর প্রমাণ পেয়েছে।
১. ৪৬ তম বিসিএসের প্রশ্ন ফাঁস হয়েছিলো।
২. প্রতি বুথে ১০০জন শিক্ষার্থী প্রিলির আগের রাতে সব সেটের প্রশ্ন পেয়েছে।
৩. বুথ সংখ্যার হিসেব দিতে পারেনি সার্চলাইট।
৪. প্রিলির প্রশ্ন ১-২লক্ষ টাকায় বিক্রি হয়েছে।
৫. শুধু বিসিএস ই নয়, প্রায় ৩০টি ৯ম-১০গ্রেডের পরীক্ষার প্রশ্ন ফাঁস এর প্রমাণ পেয়েছে।
😢86👏7💔7😱5🔥4😍2🆒1
⭐️Free Exam
⏺Agri standard Model Test by Exam Mate
✅16/07/2024-Model Test 1
✅17/07/2024-Model Test 2
✅18/07/2024-Model Test 3
⏺যে চ্যানেলে নেওয়া হবে:
https://news.1rj.ru/str/Edu_Mate_Official
⏺Agri standard Model Test by Exam Mate
✅16/07/2024-Model Test 1
✅17/07/2024-Model Test 2
✅18/07/2024-Model Test 3
⏺যে চ্যানেলে নেওয়া হবে:
https://news.1rj.ru/str/Edu_Mate_Official
❤9😍1💯1💘1
কৃষি গুচ্ছ কি পিছাবে? পিছালে কি করা উচিত? আর না পিছালে শেষ সময়ে কোন ট্রিকস ফলো করে কৃষিতে কোপ দিতে পারো সে বিষয়ে আলোচনা করেছেন কৃষিগুচ্ছে মেধা তালিকায় ৭৬ তম হওয়া সাহারূপ ভাইয়া। জলদি দেখে আসো গাইডলাইন মূলক গুরুত্বপূর্ণ ভিডিওটি-
লিংক:: https://youtu.be/E_TuNKWqXsg
লিংক:: https://youtu.be/E_TuNKWqXsg
❤🔥16😨2
দাবি না মানলে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা বর্জনের দাবি শিক্ষকদের
-কালেরকন্ঠ
-কালেরকন্ঠ
❤🔥80😢42😨17🔥12😍12😱8🆒2🏆1
📌ঢাকা বিশ্ববিদ্যালয় ,রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাত ১২.০০,রাত ১২.৫০
১৫ জুলাই ২০২৪
রাত ১২.০০,রাত ১২.৫০
১৫ জুলাই ২০২৪
🔥119❤🔥20❤11😍4😢3⚡2🤩1💘1
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে নেটওয়ার্ক স্লো করে দেওয়া হয়েছে।
সম্ভব হলে পৌছে দিন ম্যাসেজটা-
১- সবাই মোবাইলে ভিপিএন ইন্সটল করে নেন। (ProtonVPN/Tunnelbear VPN) কিছুক্ষণ পরেই ইন্টারনেট ডাউন করে দেয়া হইতে পারে, বিশেষ করে ক্যাম্পাস এলাকায়।
২- পুলিশ টিয়ার গ্যাস মারলে সেটা থেকে নিজেকে প্রটেক্ট করতে হবে। মাস্ক থাকলে মাস্ক পড়ে নিবেন, যাতে নাক থেকে থুতনি পর্যন্ত কভার করে। চশমা/গগলস থাকলে পড়ে নিবেন, যদি চশমা না থাকে, সানগ্লাস থাকলে সানগ্লাসই পড়ে নিবেন। মাস্ক না থাকলে রুমাল বা কোন কাপড় ভিজিয়ে মুখ ঢেকে রাখবেন যাতে টিয়ার গ্যাসের কেমিকাল চোখে না লাগে বা নাক দিয়ে না ঢুকে। শরীরের যতটা সম্ভব অংশ কাপড় দিয়ে ঢেকে রাখবেন। হাতে পানির বোতল রাখেন যাতে টিয়ার গ্যাস মারলে চোখ ধুয়ে নিতে পারেন।
৩- যদি পুলিশ টিয়ার গ্যাস মারে, যত দ্রুত সম্ভব কোন স্পেয়ার ভারী কাপড় পানিতে ভিজিতে ক্যানিস্টারের উপরে থ্রো করেন, যাতে গ্যাস শোষণ করে নিতে পারে। কোন পানিভর্তি বালতি উল্টা করে ক্যানিস্টারের উপরে বসায়ে দিতে পারলে আরো বেশি ইফেক্টিভ হবে। ক্যানিস্টার হাত দিয়ে ধরে থ্রো করা বা আগুন জ্বালানো বিপদজনক।
৪- সব লাইট বন্ধ করে দেয়া হইলে সবাই মোবাইলের ফ্ল্যাশলাইট অন করবেন, যতটা সম্ভব ভিডিও করবেন/ছবি তুলবেন, অর্থাৎ আন্দোলনের যতটা সম্ভব ডকুমেন্টেশন যাতে থাকে।
৫- পুলিশের রাবার বুলেট ঠেকানোর জন্য শিল্ড হিসেবে রাস্তার ব্যারিকেড, কোন গাড়ি, অথবা হাতের কাছে যা পান, যেকোন কিছু ব্যবহার করতে পারেন। হেলমেট থাকলে হেলমেট পড়ে নিতে পারেন মাথার প্রটেকশনের জন্য।
৬- পারলে জুতা পড়ে বের হন যাতে প্রয়োজনে দৌড়াতে পারেন।
(আরো পয়েন্ট মাথায় আসলে এডিট করে যোগ করে দেয়া হবে।)
©
সম্ভব হলে পৌছে দিন ম্যাসেজটা-
১- সবাই মোবাইলে ভিপিএন ইন্সটল করে নেন। (ProtonVPN/Tunnelbear VPN) কিছুক্ষণ পরেই ইন্টারনেট ডাউন করে দেয়া হইতে পারে, বিশেষ করে ক্যাম্পাস এলাকায়।
২- পুলিশ টিয়ার গ্যাস মারলে সেটা থেকে নিজেকে প্রটেক্ট করতে হবে। মাস্ক থাকলে মাস্ক পড়ে নিবেন, যাতে নাক থেকে থুতনি পর্যন্ত কভার করে। চশমা/গগলস থাকলে পড়ে নিবেন, যদি চশমা না থাকে, সানগ্লাস থাকলে সানগ্লাসই পড়ে নিবেন। মাস্ক না থাকলে রুমাল বা কোন কাপড় ভিজিয়ে মুখ ঢেকে রাখবেন যাতে টিয়ার গ্যাসের কেমিকাল চোখে না লাগে বা নাক দিয়ে না ঢুকে। শরীরের যতটা সম্ভব অংশ কাপড় দিয়ে ঢেকে রাখবেন। হাতে পানির বোতল রাখেন যাতে টিয়ার গ্যাস মারলে চোখ ধুয়ে নিতে পারেন।
৩- যদি পুলিশ টিয়ার গ্যাস মারে, যত দ্রুত সম্ভব কোন স্পেয়ার ভারী কাপড় পানিতে ভিজিতে ক্যানিস্টারের উপরে থ্রো করেন, যাতে গ্যাস শোষণ করে নিতে পারে। কোন পানিভর্তি বালতি উল্টা করে ক্যানিস্টারের উপরে বসায়ে দিতে পারলে আরো বেশি ইফেক্টিভ হবে। ক্যানিস্টার হাত দিয়ে ধরে থ্রো করা বা আগুন জ্বালানো বিপদজনক।
৪- সব লাইট বন্ধ করে দেয়া হইলে সবাই মোবাইলের ফ্ল্যাশলাইট অন করবেন, যতটা সম্ভব ভিডিও করবেন/ছবি তুলবেন, অর্থাৎ আন্দোলনের যতটা সম্ভব ডকুমেন্টেশন যাতে থাকে।
৫- পুলিশের রাবার বুলেট ঠেকানোর জন্য শিল্ড হিসেবে রাস্তার ব্যারিকেড, কোন গাড়ি, অথবা হাতের কাছে যা পান, যেকোন কিছু ব্যবহার করতে পারেন। হেলমেট থাকলে হেলমেট পড়ে নিতে পারেন মাথার প্রটেকশনের জন্য।
৬- পারলে জুতা পড়ে বের হন যাতে প্রয়োজনে দৌড়াতে পারেন।
(আরো পয়েন্ট মাথায় আসলে এডিট করে যোগ করে দেয়া হবে।)
©
❤130😢39❤🔥11👏7😨4💯3⚡2🥰1