News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
বসবাসের সবচেয়ে অযোগ্য দেশ এখন বাংলাদেশ
😢212😭27💔14💯7😨3
কুকুরের কখনো ন্যায় অন্যায় বোধ থাকে না!
সে সবসময় তার প্রভুর প্রতি অনুগত থাকে।
😢219💔18😭13😨2
আল্লাহর গজব পরুক।
😢202💯36💔11🫡3👌1
HOLA VPN ].apk
18.9 MB
সবাইকে এত ভিপিএন সাপ্লাই দেওয়া সম্ভব নয় আপাতত। যা স্টক ছিল গতকালকে রাতেই দিয়ে দিয়েছি। তবে আপনারা এই Hola VPN তা ব্যবহার করতে পারেন। যারা মোবাইল ডাটা ইউজ করতেছেন,শুধু ইন্ডিয়া কানেক্ট করে নিলেই হবে।

আর যদি কাজ হয় এতেই হবে। এতেও যদি কাজ না হয় তাহলে মোবাইল ডাটা এভোয়েড করুন। ভার্সিটির আশেপাশের প্রায় সব বাড়ির ওয়াইফাই এর পাসওয়ার্ড তুলে দেওয়া হয়েছে কিংবা 12345678 দেয়া।

ঢাকায় যাদের বাড়ি এবং ওয়াইফাই আছে তারা দয়া করে ওয়াইফাই টা ওপেন করে দিন।




Credit: SAY MY NAME
101❤‍🔥11🔥6😢5
আকাশ টাও আজকে র ক্তা ত💔
প্রকৃতি যেন নিজের ভাব প্রকাশ করছে।

১৫-৭-২৪ রাজশাহী বিশ্ববিদ্যালয়।

#Collected
😢191💔36❤‍🔥11😭6🔥2🆒1
Forwarded from PDF Zone
Al Jazeera
🔥25828❤‍🔥5💯3
মহরম মাসে রক্তপাত ঘটানোর ব্যাপারে স্পেশাল নিষেধাজ্ঞা আছে ইসলামে। অকারণে রক্তপাত কে ইসলাম সারা বছরই নিরুৎসাহিত করে, তবে মহরম মাসে একটু বেশিই সতর্ক থাকতে বলা হয়, এমনকি বৈধ লড়াইও আগ বাড়িয়ে লড়তে নিষেধ আছে এই মাসে।

কিন্তু মহরম মাস এলেই কেন জানি পৃথিবীর সমস্ত স্বৈরাচারেরা পাগল পাগল হয়ে যায়।

মহরমে পাগলামি বেড়েছিল মিশরের ফেরাউনের।

মহরমে পাগলামি বাড়লো ইয়াজিদের।

বিশেষ করে মহরমের দশ তারিখের আগে করে বিশ্বব্যাপী সমস্ত সৈরাচার ভ্যাকসিনের ডেইট মিস হওয়া পাগলা কুকুরের মত হয়ে যায়।

শান্তিপূর্ণ সমাধানের কথা বললেন মূসা নবী, আর ফেরাউন পাগল হয়ে গেল। শান্তিপূর্ণ সমাধানের জন্য যাচ্ছিলেন ইমাম হোসেইন, ইয়াজিদ পাগল হয়ে গেল।

আর এই মাসের দশ তারিখ শুকরিয়ার রোযা রাখতে বলা হয়। কারণ এই দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক স্বৈরাচারের পতন ঘটেছিল।

আগে বুঝতাম না কবেকার কোন স্বৈরাচারের পতনের তিন চার হাজার বছর পরও কেন শুকরিয়া আদায় করা লাগবে?!

এখন বুঝি। স্বৈরাচার পৃথিবীর বুকে সবচাইতে বড় গজব।
যারা উপর স্বৈরাচার নাই, সে এই নেয়ামতের স্বাদ বুঝবে না।

#copy
🔥174😢42💔15💯10❤‍🔥991
অন্যায়ের প্রতিবাদ করা না করার সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্তর কম বেশির তুলনা করেছেন। তিনি বলেছেন, ‘তোমাদের কেউ কোনো অন্যায় দেখলে সে যেন তা তার হাত দিয়ে বাধা দেয় আর যদি হাত দিয়ে বাধা না দিতে পারে তবে যেন মুখ দিয়ে বাধা দেয়, আর যদি মুখ দিয়ে বাধা না দিতে পারে তবে যেন অন্তর দিয়ে বাধা দেয়, (ঘৃণা করে) আর এটি হলো দুর্বল ঈমানের পরিচয় (ঈমানের দুর্বলতম স্তর)।’ (সহিহ মুসলিম, হাদিস, ৪৯)


🛑 Follow NewsZone For more important information
🔥120❤‍🔥3129😢5💯43😍1💘1
জরুরী বার্তা

👉 কোনো শিক্ষার্থীকে মিথ্যা মামলা গ্রেফতার ও হয়রানি করা হলে যোগাযোগ করুন -

আইনজীবী টিমঃ

অ্যাডভোকেট তাজুল ইসলাম
মোবাইল:+880 1739-079866

ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া
মোবাইল:+880 1711-945604

অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম
মোবাইল: +8801686668225

অ্যাডভোকেট আলী নাছের খান
মোবাইল:+880 1729-921148

অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ
মোবাইল:+8801321205400

কালেক্টেড
152❤‍🔥14🔥9👏4😢2🕊1💯1🆒1
মেট্রোরেল নিয়ে কেউ গুজব ছড়াবেন না ⚠️

মেট্রোরেলের Maintenance ট্রায়াল চলছে। আমি লোক পাঠিয়ে চেক করিয়েছি সেই মেট্রোরেলের ভিতরে কোন মানুষ ছিলো না।

© Abdullah Al Jaber
🔥55🆒6😢2
To those people's who aren't sharing or posting anything regarding this matter just to keep your timeline aesthetic,you are nothing but a nuisance.

- Admin
💯91🔥9😢8❤‍🔥6👏2
জাহাঙ্গীরনগর একা,
ঢাবিতে এটাক হলে ঢাকা কলেজ আসতে পারে, ইডেন আসতে পারে, জগন্নাথ আসতে পারে, আরো অনেক কলেজ এসে যোগ দিতে পারে। সহযাত্রী পেলে, সাহস বাড়ে।

জাহাঙ্গীরনগর ভৌগলিকভাবে একা। সাপোর্ট দেয়ার মতো বড় কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই আশেপাশে, জাহাঙ্গীরনগর লড়াই করে একা।

সারারাত ধরে আক্রমণ, তীব্র উৎকন্ঠার এক রাত পার হলো। জাহাঙ্গীরনগর হার মানে নি। যারা সারারাত ধরে দেশের বিভিন্ন প্রান্তে বিনিদ্র রাত কাটিয়েছেন, প্রতিনিয়ত আমাদের খোঁজ নিয়েছেন, দেখুন— জাহাঙ্গীরনগর হারে নি।

পোস্ট: JU Insiders
🔥280❤‍🔥4331😢6👏21💯1🆒1
Startup Bangladesh Limited is the only venture capital fund sponsored by the Government of Bangladesh.

*for those who don’t know
😢108❤‍🔥12🔥8
আপনারা হয়ত অনেকেই সন্দেহ করছিলেন যে জাফর ইকবাল বেঁচে আছে নাকি মরে গেছে, তাদের জন্য নিশ্চিত করছি, এইযে দেখেন জাফর ইকবাল বেঁচে আছে এবং উনি উনার জায়গামতোই আছেন একদম! দেশের বিভিন্ন ভার্সিটি ক্যাম্পাসে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হলো, সেসব নিয়ে কোনই বিকার নাই উনার৷ আপাতত উনি চেতনা নিয়ে ব্যস্ত আছেন!

Once a জাফর ইকবাল, always a জাফর ইকবাল।😑
👏73😢20😐7🏆52
আমরা Exam Mate,Phobia Series এর অ্যাডমিনদ্বয় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে,

আমাদের চ্যানেলের কেউ যদি সাধারণ শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অথবা এই ঘটনার সমর্থন করেন।

দয়া করে চ্যানেল থেকে লিভ নিয়ে নিবেন।

আমরা আমাদের জায়গায় স্বচ্ছ।

#No_Violence_Will_Be_Tolerated
#QuotaReformMovement
171❤‍🔥15🥰4👌3🆒1
News Zone pinned «আমরা Exam Mate,Phobia Series এর অ্যাডমিনদ্বয় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে, আমাদের চ্যানেলের কেউ যদি সাধারণ শিক্ষার্থীর উপর হামলার ঘটনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন অথবা এই ঘটনার সমর্থন করেন। দয়া করে চ্যানেল থেকে লিভ নিয়ে নিবেন। আমরা আমাদের…»
Forwarded from PDF Zone
আয়মান সাদিক কেন কথা বলে না বা অনেক সেলেব্রেটি ভাইয়ারা কেন কথা বলে না বুঝছেন এবার ?
আয়মান সাদিকের দুইটা পোস্টে তার পাঁচকোটি টাকা সরকারি বিনিয়োগ বন্ধ
হয়ে গেলো । কোম্পানি যেহেতু বড় ,আরো কি পরিমান হ্যাসেলে আয়মান সাদিক পড়তে যাচ্ছে তার একটা ট্রেইলার এইটা ।
এজন্য বেশি ফেমাস মানুষ কথা বলে কম । কারণ আপনার আমার কথায় কোন ভ্যালু নাই কিন্তু তাদের একটা কথায় অনেক কিছু তোলপাড় হয়ে যায় । এবং সমস্যা আসে ।
আপনার আমার পোস্ট সর্বোচ্চ সিনিয়র ভাইয়াদের পর্যন্ত যায় কিন্তু আয়মান সাদিকদের পোস্ট দেশের সর্বোচ্চ পর্যায়ে চলে যায় ।

কিন্তু এই ঘটনা আয়মান সাদিকের এক্সেপ্টেন্স আবার ফিরিয়ে আনবে যুবসমাজে ।

©Sadab Vai
😢188🫡10