News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
দেশের জার্সিতে জুয়ারিদের মানায় না, মানায় শুধু দেশপ্রেমিকের
159❤‍🔥41🔥19💯5
Pic Collected
😢77
পু/লি/শের গু*লিতে পু*লি*শের ছেলে নি*হত!

হাসপাতালে স্ত্রীসহ ছোটাছুটি করে মর্গে ছেলে তাঈমের মরদেহ খুঁজে পাওয়ার পর রাজারবাগ পুলিশ লাইনসের উপপরিদর্শক ময়নাল হোসেন ফোনে তার স্যারকে বলতে
শোনা যায়,

‘স্যার, আমার ছেলেটা মারা গেছে। ওর বুক ঝাজরা হয়ে গেছে, স্যার। আমার ছেলে আর নেই.....একজনকে মারতে কয়টা গুলি লাগে স্যার?'

কাল্পনিক নয় সত্যি। লিংক কমেন্টে...

সূত্র: ডেইলি স্টার
😍91😢88👏9❤‍🔥8💔4🤩2💘2
মেয়ের স্বামী রাজাকারের ছেলে। ছেলের বৌ আমেরিকার খ্রি'স্টান। বোনের মেয়ের স্বামী ব্রিটিশ, বোনের ছেলে বিয়ে করেছে ব্রিটিশ মেয়ে। এটাই দেশপ্রেম।আর এই পরিবারই এদেশের মানুষকে শেখায় মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম এবং ধর্মীয় আদর্শ!


আমি কি কারো নাম নিয়েছি?🤭
🫡258👏29👌23🔥22❤‍🔥11😭8😇5🤩3
কথায় আছে কেয়ামত হইলে বাংলাদেশে কাফনের কাপড়ের দাম বাড়বে।

বিগত কয়েকদিন বাংলাদেশের মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলো সেটা প্রমান করে দিলো।
💯165😢38👏10🏆8🤗2
‼️🚨Update 🚨‼️

বিভিন্নস্থানে ব্লক রেইড দেয়া হচ্ছে!

সাত তলা ও কড়াইল বস্তিতে রেইড দেয়া হয়েছেl
মহাখালী , আরজতপাড়া, শাহিনবাগে সেনাবাহিনীর অভিযান চলছে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে সার্চ করা হচ্ছে lআজ রাতে ইন্টারনেট আবার একদম স্লো অথবা বন্ধ করা হতে পারে।

Source :PUSAB
😢121😭23😱321👌1
সামনে যারা বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন, তারা সাফল্য পেলেই আপনার ভাই বোনদেরভুলে যাবেন না। আপনার এই সাফল্যের জন্য তারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। পরিবারের একজন হয়ে তাদের পরিবারের পাশে থাকবেন। শহীদ আবু সাইদের পরিবারেরও স্বপ্ন ছিল সে বিসিএস ক্যাডার হবেন। একজন আবু সাইদের জন্য যেন এখন যেন হাজার হাজার আবু সাইদ তার পরিবার পায়। এখন আপনার স্বপ্নটা আপনার বা আপনার পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। সেটা সারা বাংলাদেশের স্বপ্নে পরিণত হয়েছে। আশাকরি আমাদের ভাইদের রক্তের মর্যাদা আমরা রাখবো।
🥰188139🫡34😢14🔥13❤‍🔥12👏3😍1
গভীররাতে রাজধানীর একাধিক এলাকায় ‘ব্লক রেইড’



কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গভীররাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দল
😢110
শাবিপ্রবির গেটে সহিংসতার ঘটনায় ৩৮ শিক্ষার্থী আটক
😢95👏2
‘অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, সবচেয়ে বড় জিহাদ।'

[মুসনাদ আহমদ : ১৮৮৩০; নাসাঈ : ৪২০৯; আবু দাউদ :৪৩৪৪]
🔥122💯94
- নয়া দিগন্ত (২৬ জুলাই ২০২৪)


পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্ধিদিক

এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা
😢197💔17🔥4👏4❤‍🔥1
হাসপাতালে ‘অবরুদ্ধ’ কোটা আন্দোলনের নেতা নাহিদ ও আসিফ
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের কেবিনে ঢুকে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যমের সঙ্গেও তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য বৃহস্পতিবার ওই হাসপাতালে যান এবং নাহিদ ও আসিফকে তাদের কেবিনে অবরুদ্ধ করে রাখেন এবং হাসপাতালের ওয়াই-ফাই ও টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে ফেলেন বলে বলে অভিযোগ উঠেছে। সমন্বয়করা বলছেন, এ কারণে নিজেদের মধ্যে তারা সময়মতো যোগাযোগ করতে পারেননি।ওই হাসপাতালের সপ্তম তলায় নাহিদের কেবিনের সামনে তিনজন ও তৃতীয় তলায়  আসিফের কেবিনের সামনে চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে সাদা পোশাকে দেখা যায়। তারা নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে কাউকে কেবিনে প্রবেশ করতে দিচ্ছেন না।

©TDC
😢135💔6😨3🏆1
"আর যালিমরা যা করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফিল মনে করো না; আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন,ঐ দিন পর্যন্ত যেদিন সকল চক্ষু স্থির হয়ে যাবে।"

[সূরা ইবরাহীম, আয়াত নং- ৪২]
💯13157❤‍🔥13🥰4👏2😨1
'অফিশিয়ালি' ফেসবুক বন্ধ আছে।
কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ আবার যাবতীয় বার্তা সবার জন্য ফেসবুকেই প্রচার করছে।

ফেসবুক যে চালু নেই আর ফেসবুক কবে চালু হবে সেই বার্তাও আমাদের জানানো হচ্ছে ফেসবুকেই।
👏141🫡64😐34🤩26🔥43👌3💔3
পুলিশ খেয়ে ফেললো অন্যের আকিকা অনুষ্ঠানের ১৮১ প্যাকেট খাবার।

এরা পুলিশ না রাস্তায় টোকাই?

এদের সাথে রাস্তায় টোকাইয়ের তুলনা করলে রাস্তায় টোকাইয়ের অসম্মান করা হবে ।
কারন অন্তত টোকাইরা খাবার কেড়ে খায় না
😨99😐41😱16👏15😢9🤩8🤗2🆒2
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন।

হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকাল ৪টার কিছু পরে তাদের তুলে নেয়া হয়। গত কয়েক দিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা। ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। 

নাহিদের বোন ফাতেমা তাসলিম মানবজমিনকে বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দু’জনই অসুস্থ ছিলো। তাদেরকে প্যান্ট পরার সময় দেয়া হয়নি। লুঙ্গি পরা অবস্থায় তাদের তুলে নিয়ে গেছে।

তথ্য সূত্র- দৈনিক মানবজমিন
😭100💔15😢7😐4👏31