News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
সামনে যারা বিসিএস বা বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন, তারা সাফল্য পেলেই আপনার ভাই বোনদেরভুলে যাবেন না। আপনার এই সাফল্যের জন্য তারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। পরিবারের একজন হয়ে তাদের পরিবারের পাশে থাকবেন। শহীদ আবু সাইদের পরিবারেরও স্বপ্ন ছিল সে বিসিএস ক্যাডার হবেন। একজন আবু সাইদের জন্য যেন এখন যেন হাজার হাজার আবু সাইদ তার পরিবার পায়। এখন আপনার স্বপ্নটা আপনার বা আপনার পরিবারের মধ্যে সীমাবদ্ধ নেই। সেটা সারা বাংলাদেশের স্বপ্নে পরিণত হয়েছে। আশাকরি আমাদের ভাইদের রক্তের মর্যাদা আমরা রাখবো।
🥰188139🫡34😢14🔥13❤‍🔥12👏3😍1
গভীররাতে রাজধানীর একাধিক এলাকায় ‘ব্লক রেইড’



কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর, সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে গভীররাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ‘ব্লক রেইড’ চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দল
😢110
শাবিপ্রবির গেটে সহিংসতার ঘটনায় ৩৮ শিক্ষার্থী আটক
😢95👏2
‘অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, সবচেয়ে বড় জিহাদ।'

[মুসনাদ আহমদ : ১৮৮৩০; নাসাঈ : ৪২০৯; আবু দাউদ :৪৩৪৪]
🔥122💯94
- নয়া দিগন্ত (২৬ জুলাই ২০২৪)


পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জ্বলন্ত
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,
নতুন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে দিগ্ধিদিক

এই বাংলায়
তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা
😢197💔17🔥4👏4❤‍🔥1
হাসপাতালে ‘অবরুদ্ধ’ কোটা আন্দোলনের নেতা নাহিদ ও আসিফ
রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। তাদের কেবিনে ঢুকে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না, এমনকি গণমাধ্যমের সঙ্গেও তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য বৃহস্পতিবার ওই হাসপাতালে যান এবং নাহিদ ও আসিফকে তাদের কেবিনে অবরুদ্ধ করে রাখেন এবং হাসপাতালের ওয়াই-ফাই ও টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে ফেলেন বলে বলে অভিযোগ উঠেছে। সমন্বয়করা বলছেন, এ কারণে নিজেদের মধ্যে তারা সময়মতো যোগাযোগ করতে পারেননি।ওই হাসপাতালের সপ্তম তলায় নাহিদের কেবিনের সামনে তিনজন ও তৃতীয় তলায়  আসিফের কেবিনের সামনে চারজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে সাদা পোশাকে দেখা যায়। তারা নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে কাউকে কেবিনে প্রবেশ করতে দিচ্ছেন না।

©TDC
😢135💔6😨3🏆1
"আর যালিমরা যা করছে, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফিল মনে করো না; আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন,ঐ দিন পর্যন্ত যেদিন সকল চক্ষু স্থির হয়ে যাবে।"

[সূরা ইবরাহীম, আয়াত নং- ৪২]
💯13157❤‍🔥13🥰4👏2😨1
'অফিশিয়ালি' ফেসবুক বন্ধ আছে।
কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষ আবার যাবতীয় বার্তা সবার জন্য ফেসবুকেই প্রচার করছে।

ফেসবুক যে চালু নেই আর ফেসবুক কবে চালু হবে সেই বার্তাও আমাদের জানানো হচ্ছে ফেসবুকেই।
👏141🫡64😐34🤩26🔥43👌3💔3
পুলিশ খেয়ে ফেললো অন্যের আকিকা অনুষ্ঠানের ১৮১ প্যাকেট খাবার।

এরা পুলিশ না রাস্তায় টোকাই?

এদের সাথে রাস্তায় টোকাইয়ের তুলনা করলে রাস্তায় টোকাইয়ের অসম্মান করা হবে ।
কারন অন্তত টোকাইরা খাবার কেড়ে খায় না
😨99😐41😱16👏15😢9🤩8🤗2🆒2
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে শুক্রবার বিকালে সাদা পোশাকের কিছু ব্যক্তি তাদের তুলে নিয়ে যায় বলে একাধিক প্রত্যক্ষদর্শী নিশ্চিত করেছেন।

হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানিয়েছেন, বিকাল ৪টার কিছু পরে তাদের তুলে নেয়া হয়। গত কয়েক দিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা। ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। 

নাহিদের বোন ফাতেমা তাসলিম মানবজমিনকে বলেন, গোয়েন্দা পুলিশ নাহিদ আর আসিফকে তুলে নিয়ে গেছে। তখন তারা দু’জনই অসুস্থ ছিলো। তাদেরকে প্যান্ট পরার সময় দেয়া হয়নি। লুঙ্গি পরা অবস্থায় তাদের তুলে নিয়ে গেছে।

তথ্য সূত্র- দৈনিক মানবজমিন
😭100💔15😢7😐4👏31
শাবিপ্রবির প্রধান ফটক কে ‘শহীদ রুদ্র তোরণ ’ ঘোষনা শিক্ষার্থীদের।

- DBC নিউজ
🔥15435👏3
জানিনা ১৯৫২ এর মতো আমাদের বীরত্বের গল্প পাঠ্যবইয়ের পাতায় পাতায় লিখা থাকবে কিনা। তবে তোমরা যারা দেখেছো পরবর্তী প্রজন্ম কে জানিয়ে দিও এই তথাকথিত ‘টিকটিক প্রজন্ম’ থেকেও আবু সাইদ, রাফি, তাহমিদ, তানভীন রা ওঠে এসেছিল।
🔥241🫡35😢1613❤‍🔥4🕊2
হাসপাতালে নজরদারিতে থাকা নাহিদ ও আসিফকে আবারও তুলে নেয়া হয়েছে।
😢178😭30😨15🥰1
ডিবি পুলিশের হেফাজতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক (নাহিদ, আসিফ ও বাকের), এর আগে বিকালে তাদেরকে উঠিয়ে নেয়ার অভিযোগ করা হয় স্বজনদের পক্ষ থেকে

©চ্যানেল ২৪
😢104💔10😨6
রিসেন্ট ইস্যুতে আজকের জুমায় এক হুজুরের বলা দুটি হাদিস।

১. এক ব্যক্তি মুহাম্মদ(স) এর কাছে আসলো এবং জানতে চাইলো, "কেউ যদি আমার হক বা অধিকার ছিনিয়ে নেয়, তাহলে আমার করণীয় কি?" নবী(স) উত্তর দিলেন, "তাহলে তার সাথে লড়াই করবা"। লোকটি আবার জিজ্ঞাসা করলো, "এই কাজ করতে গিয়ে যদি আমি মারা যাই?" নবী(স) জানালেন, "তাহলে তুমি শহীদের মর্যাদা পাবে, এবং জান্নাতে প্রবেশ করবে।" এরপর লোকটি আবার জিজ্ঞাসা করলো, "যদি এই কাজ করতে গিয়ে আমি লোকটাকে মেরে ফেলি?" নবী (স) উত্তর দিলেন, "তাহলে ওই লোকটা জাহান্নামে যাবে।"

২. কেয়ামতের দিন এক শ্রেণির লোক থাকবে যারা দুনিয়াতে অনেক আমল করবে, নামাজ কালাম করবে, কিন্তু হাশরের দিন আমল নামা খুলে দেখবে তার মধ্যে অসংখ্য হত্যাযজ্ঞের কথা লেখা আছে। লোকগুলো তখন আল্লাহ কে জিজ্ঞাসা করবে, "হে আল্লাহ আমরা তো দুনিয়াতে কোনো মানুষ কে হত্যা করিনি।" তখন আল্লাহ জানাবেন, "দুনিয়াতে যখন জালেম রা মানুষ হত্যা করছিল, তখন তোমরা চুপ থাকতা, বা মৌন সমর্থন করতা, যেই কারণে জালেম রা আরো বেশি করে জুলুম, হত্যা করার সুযোগ পেয়েছে। এইজন্য জালেমের সমস্ত হত্যাযজ্ঞের পাপ তোমাদের ঘাড়েও যোগ করা হয়েছে।"
🔥120😢4134💔6❤‍🔥3
নিজের রিজার্ভে আছে কমবেশি ২০ বিলিয়ন ডলার আর বেডায় থ্রে'ট মা'রে শুধু ৪৪ বিলিয়ন ডলার দিয়া টুইটার কেনা এলন মাস্করে, 2 ট্রিলিয়ন ডলারের মেটারে!

আমি কি কিছু কইলাম নাকি!🐸
🔥102👏15😐11🆒8😍7😢6👌5💯5
যে সব এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে এখন :

⚠️উত্তরা সেক্টর 6,11,13
⚠️মিরপুর কমার্স কলেজের আশেপাশের এলাকা, মিরপুর দোহস
⚠️বসুন্ধরা আর/এ
⚠️মাটিকাটা, ইসিবি, মানিকদি
⚠️খিলগাঁও, বাসাবো
⚠️মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড
😢73😐6😨5😭2
আসছে ফাল্গুনে আমরা হবো দ্বিগুন।
❤‍🔥94😢9🔥7💯6
😢161😭10
৩ সমন্বয়ক কে নিরাপত্তা দিতেই তুলে ডিবি র কার্যালয়ে নেওয়া হয়েছে।

- স্বরাষ্ট্রমন্ত্রী
😱81😐61😨6🥰3
তাদের নিরাপত্তার এত দরকার ছিল যে তাদের প্যান্ট ও পড়তে দেওয়া হয়নি, লুঙ্গি পড়া অবস্থাতেই তুলে নিতে হয়েছে। এমনকি পরিবারের সাথে দেখাও করতে দেওয়া হয়নি।

এরা মনে হয় জনগনকে তাদের মতো বলদ মনে করে😆
😢190😐9🔥2👌2😍2😨1