ডিজিটাল ভিক্ষা করে লাভ নাই। এবার প্রবাসী ভাইয়েরা প্রতিবাদের ঝড় তুলেছে।
রেমিট্যান্স ❌
রেমিট্যান্স ❌
❤🔥206🔥27😢5🥰2😍2👏1👌1
শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার প্রধান কারন হলো রেমিট্যান্স না আসা আর তাদের গুরুত্বপূর্ণ পর্যটন খাতে ধ্বস নামা। জনগন স্বৈরচার রাজাপাকসে পরিবারের পতন চেয়েছিল( ১২ বছর ধরে শাসন করছিল তারা) । ফলে বন্ধ হয়েছিল রেমিট্যান্স পাঠানো। তারপর ঘটনা সবারই জানা। আবার সরকার পতনের পর এত দ্রুত শ্রীলঙ্কা নিজের জায়গায় ফিরে এলো কিভাবে জানেন? সেটাও রেমিট্যান্স। এই বিষয়টা বলার কারন আশাকরি বলার দরকার নেই🤝
😍176❤🔥66🔥25🫡6🥰3🤩3💯2👏1
বিশেষ দ্রষ্টব্য : আমি সরকার দলীয় বা সরকার বিরোধী কেউ নই। আমি একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। ফেসবুকে ডেইলি ক্যাম্পাসের রেমিট্যান্স নিয়ে দেওয়া পোস্টের নিচে কমেন্টে দেখলাম অনেকে রেমিট্যান্সের গুরত্ব জানেনা না। উল্টো প্রবাসীদের ‘কামলা’ বলে গালি দিয়ে বলছেন ‘তাদের টাকা না আসলে বাংলাদেশের কিছু নাকি যায় আসে না’। তার জন্য তথ্যটা জানানো কেবল।
❤162🫡35🔥11❤🔥4👌3💯1
আটক শিক্ষার্থীদের মুক্তি ও মামলা প্রত্যাহারে সরকারকে ২৪ ঘন্টার আল্টিমেটাম। না মানলে কঠোর কর্মসূচি।
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
❤🔥221🔥26😍17🥰5🤝4
শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র ব্যবহার করা হয়েছে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
💔119😢45❤🔥8🔥2👏1
"আজকের সংবাদ সম্মেলনের সারমর্ম"
আগামীকালকের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সকল শিক্ষার্থীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরশুদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে।
পরশুদিন থেকে চলমান কর্মসূচি,
সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগরকেন্দ্রিক "হেলথ ফোর্স" গঠন করে আহত-নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, এবং আহত-নিহত ছাত্র-নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে। সেইসাথে "লিগ্যাল ফোর্স" গঠন করে সারাদেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনী সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে।
আগামীকালকের কর্মসূচি,
সারাদেশের দেয়ালগুলোতে আগামীকাল গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচি পালন করা হবে।
---বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আগামীকালকের মধ্যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ সকল শিক্ষার্থীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও শিক্ষার্থী গণহত্যার সাথে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সকল দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। তা না হলে পরশুদিন থেকে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে।
পরশুদিন থেকে চলমান কর্মসূচি,
সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও নগরকেন্দ্রিক "হেলথ ফোর্স" গঠন করে আহত-নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, এবং আহত-নিহত ছাত্র-নাগরিক ও তাদের পরিবারকে মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করবে। সেইসাথে "লিগ্যাল ফোর্স" গঠন করে সারাদেশে অসংখ্য মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনী সাহায্যের প্রয়োজন তাদেরকে সেই সাহায্যের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে স্থানীয় ইউনিট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করবে।
আগামীকালকের কর্মসূচি,
সারাদেশের দেয়ালগুলোতে আগামীকাল গ্রাফিতি ও দেয়াললিখন কর্মসূচি পালন করা হবে।
---বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥179❤🔥16👌6👏2💯1
"সন্ত্রাসীদের অগ্নিসংযোগ এর কারণে ডেটা সেন্টার পুড়ে যাওয়া এবং আইএসপির তার পুড়ে যাওয়ার কারণে সারাদেশে ইন্টারনেট সেবা ব্যাহত মেরামত করতে সময় লাগবে।"
-পলক (২০ জুলাই, ২০২৪)
ডেইলি স্টারের প্রতিনিধি ডেটাসেন্টার বিষয়ে জানতে মহাখালী যান, তখন যে বিল্ডিংয়ে ডেটাসেন্টার ছিল, সেখানে আগুনে ক্ষতি হওয়ার কোনো চিহ্ন পাননি।
এবং সেখানকার কর্তব্যরত লোকেরা জানিয়েছেন আগুন তাদের অফিস পর্যন্ত পৌছায়ইনি।
-The Daily Star (২৪ জুলাই, ২০২৪)
"কোটা সংস্কার আন্দোলনের সময় ঘটা সহিংসতাকালে দেশে ইন্টারনেট একা একাই বন্ধ হয়েছিলো, সরকার করেনি"
-পলক (২৭ জুলাই, ২০২৪)
-পলক (২০ জুলাই, ২০২৪)
ডেইলি স্টারের প্রতিনিধি ডেটাসেন্টার বিষয়ে জানতে মহাখালী যান, তখন যে বিল্ডিংয়ে ডেটাসেন্টার ছিল, সেখানে আগুনে ক্ষতি হওয়ার কোনো চিহ্ন পাননি।
এবং সেখানকার কর্তব্যরত লোকেরা জানিয়েছেন আগুন তাদের অফিস পর্যন্ত পৌছায়ইনি।
-The Daily Star (২৪ জুলাই, ২০২৪)
"কোটা সংস্কার আন্দোলনের সময় ঘটা সহিংসতাকালে দেশে ইন্টারনেট একা একাই বন্ধ হয়েছিলো, সরকার করেনি"
-পলক (২৭ জুলাই, ২০২৪)
🫡115👏19🏆15😱13😨8👌5🤩4🤗1
এই লোকটাকে কি নামে সম্মোধন করা উচিত?
যদি প্রতিটা স্টেপে এমন জবাবদিহিতা করা যেতো তাহলে বুঝা যেতো....
যদি প্রতিটা স্টেপে এমন জবাবদিহিতা করা যেতো তাহলে বুঝা যেতো....
👌62🔥8💯8🫡7🤩2
আরো দুই সমন্বয়ক সার্জিস এবং হাসনাত'কেও নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে।
😨96😭62😢25💔17😱6😐2🫡2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মৃত্যুর ভয়ে ৪ তলার কার্ণিশে ঝুলে থাকা কিশোরকেও ছাড়েনি পুলিশ! ঠান্ডা মাথায় খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করেছে।
ভাইটা বাচার জন্য কি না করছিলো
Video collected
ভাইটা বাচার জন্য কি না করছিলো
Video collected
😭198💔26😢18
News Zone
মৃত্যুর ভয়ে ৪ তলার কার্ণিশে ঝুলে থাকা কিশোরকেও ছাড়েনি পুলিশ! ঠান্ডা মাথায় খুব কাছ থেকে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করেছে। ভাইটা বাচার জন্য কি না করছিলো Video collected
আশা করি তোমরা বুঝতে পারছো পুলিশে কাদের নিয়োগ দেওয়া হয়।
😢85💯18
যদি মরার জন্য সবাই এক হও, কেউ মরবে না,
যদি বাঁচার জন্য সবাই আলাদা হয়ে যাও, তবে কেউ বাঁচবে না।
©
যদি বাঁচার জন্য সবাই আলাদা হয়ে যাও, তবে কেউ বাঁচবে না।
©
❤🔥185😢32👌10❤9💔3🔥1
ওরে বন্দুক, দেখি বিপ্লব কীভাবে থামাবি আয়
এক এক করে মারলে মোদের এক কোটি জন্মায়।
এক এক করে মারলে মোদের এক কোটি জন্মায়।
🔥113❤16
শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার প্রধান কারন হলো রেমিট্যান্স না আসা আর তাদের গুরুত্বপূর্ণ পর্যটন খাতে ধ্বস নামা। জনগন স্বৈরচার রাজাপাকসে পরিবারের পতন চেয়েছিল( ১২ বছর ধরে শাসন করছিল তারা) । ফলে বন্ধ হয়েছিল রেমিট্যান্স পাঠানো। তারপর ঘটনা সবারই জানা।
আবার সরকার পতনের পর এত দ্রুত শ্রীলঙ্কা নিজের জায়গায় ফিরে এলো কিভাবে জানেন? সেটাও রেমিট্যান্স।
এই বিষয়টা বলার কারন আশাকরি বলার দরকার নেই।
আবার সরকার পতনের পর এত দ্রুত শ্রীলঙ্কা নিজের জায়গায় ফিরে এলো কিভাবে জানেন? সেটাও রেমিট্যান্স।
এই বিষয়টা বলার কারন আশাকরি বলার দরকার নেই।
প্রবাসী ভাই ও বোনেরা নিজেদের টাকা দিয়ে নিজেদের ভাই বোনের তাজা রক্ত ঝরানোতে সাহায্য করবেন না।
💯126❤8👌5🔥4❤🔥3😍1🤝1
মোবাইল ফোন ইন্টারনেট আজ রোববারই (২৮ জুলাই) চালু হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। আজ রোববার বিকেল ৩টা থেকে মোবাইল ফোনের ইন্টারনেট চালু হবে বলে তিনি জানিয়েছেন। একইসঙ্গে মেয়াদ শেষ হওয়া ডাটার জন্য গ্রাহকদের তিন দিন মেয়াদে ৫ জিবি ইন্টারনেট বোনাস দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
❤75😐28🤩12🔥9😢6💯5🥰3👌3
শিক্ষক হতে হবে আসিফ নজরুল স্যারের মতো সাংবাদিক হতে হবে খালেদ মুহিউদ্দিন স্যারের মতো সৎ,নির্ভীক,অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে,ন্যায়ের কথা বলবে!'
অথচ আফসোস,আমাদের দেশের পুরো শিক্ষক-সাংবাদিক শ্রেণীটা জাফর ইকবালের মতো কা'পুরুষে ভরা!'
অথচ আফসোস,আমাদের দেশের পুরো শিক্ষক-সাংবাদিক শ্রেণীটা জাফর ইকবালের মতো কা'পুরুষে ভরা!'
❤🔥135😢50💯8🔥6⚡2
কিছুদিন আগেও সবকিছু স্বাভাবিক ভাবে কাটাতাম।
সবকিছু স্বাভাবিক ভাবে চলতো।
কিন্তু কয়েকটা দিন "স্বাভাবিক" জিনিসটাই আর অনুভব হচ্ছে না।
চোখের সামনের জিনিসগুলোকে যেভাবে নিজেদের স্বার্থে পরিবর্তন করে একটা মিথ্যা জগৎ তৈরি করা হচ্ছে, সেভাবে ৫০বছরের ইতিহাসটা যে সম্পূর্ণ সত্য তা বিশ্বাস করি কিভাবে?
©
সবকিছু স্বাভাবিক ভাবে চলতো।
কিন্তু কয়েকটা দিন "স্বাভাবিক" জিনিসটাই আর অনুভব হচ্ছে না।
চোখের সামনের জিনিসগুলোকে যেভাবে নিজেদের স্বার্থে পরিবর্তন করে একটা মিথ্যা জগৎ তৈরি করা হচ্ছে, সেভাবে ৫০বছরের ইতিহাসটা যে সম্পূর্ণ সত্য তা বিশ্বাস করি কিভাবে?
©
😢129💯24😭10🔥4❤1⚡1