News Zone
Photo
গতকালের কোটা আন্দোলন প্রত্যাহারের বিবৃতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবস্থান।
🔥134❤1
সরকার নিজেই ঝিমিয়ে থাকা স্টুডেন্টদের জাগ্রত করছে।
প্রথমে সেইন ভাষণ আর কালকে সেই Scripted বক্তব্য।
" যখন মানুষের পতন আসে পদে পদে তারা ভুল করতে থাকে "
প্রথমে সেইন ভাষণ আর কালকে সেই Scripted বক্তব্য।
" যখন মানুষের পতন আসে পদে পদে তারা ভুল করতে থাকে "
🔥176❤🔥10🥰8💯7👌5
২৯শে জুলাই:
- ডিবি'র সাজানো নাটকের বিরুদ্ধে আজ সোমবার সকাল ১১টায় বেসরকারি বিশ্ববিদ্যালয় BracU, NSU, AIUB, IUB, SUB, GUB, UIU, UITS নামবে নর্থ সাউথের ৮ নং গেইটে।
- সায়েন্সল্যাবে সব কলেজ ১২টায়
-বিএনএস উত্তরায় ১১টায় Northern University, Uttara University, BTA, WUB, UCT, BUFT, ADUST, রাজউক, মাইলস্টোন, নবাব হাবিবুল্লাহ এবং উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ছাত্ররা নামবে।
-নারায়নগঞ্জে সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে
-রামপুরায় ইস্ট ওয়েস্টের সামনে ১১টায় আশেপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো
-মিরপুর ১০ নম্বরে সকাল ১১টায় সব কলেজ
-বিকাল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনার , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
-কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুপুর ২টা
-বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে সকাল ১১টা
-সিলেটে সাস্টে বিকাল ৩টায় ভাসিূটি মেইন গেইটে
- রাত ২টা, মিরপুরের শ্যাওড়াপাড়ায় রেইড চলছে।
-এখনো নিখোঁজ আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল।
২. দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের আলাদা আলাদা বিবৃতি। ডিবি'র নাটকের বিরুদ্ধে নামছে সবাই।
* উল্লেখ্য, গত সন্ধ্যায় ৫ সমন্বয়ককে ডিবি অ -স্ত্রের মুখে বাধ্য করেছে আন্দোলনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য। এরপর আবারো ফুঁসে উঠছে ছাত্রজনতা।
- ডিবি'র সাজানো নাটকের বিরুদ্ধে আজ সোমবার সকাল ১১টায় বেসরকারি বিশ্ববিদ্যালয় BracU, NSU, AIUB, IUB, SUB, GUB, UIU, UITS নামবে নর্থ সাউথের ৮ নং গেইটে।
- সায়েন্সল্যাবে সব কলেজ ১২টায়
-বিএনএস উত্তরায় ১১টায় Northern University, Uttara University, BTA, WUB, UCT, BUFT, ADUST, রাজউক, মাইলস্টোন, নবাব হাবিবুল্লাহ এবং উত্তরা হাই স্কুল এন্ড কলেজের ছাত্ররা নামবে।
-নারায়নগঞ্জে সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে
-রামপুরায় ইস্ট ওয়েস্টের সামনে ১১টায় আশেপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো
-মিরপুর ১০ নম্বরে সকাল ১১টায় সব কলেজ
-বিকাল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনার , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
-কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুপুর ২টা
-বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে সকাল ১১টা
-সিলেটে সাস্টে বিকাল ৩টায় ভাসিূটি মেইন গেইটে
- রাত ২টা, মিরপুরের শ্যাওড়াপাড়ায় রেইড চলছে।
-এখনো নিখোঁজ আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল।
২. দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের আলাদা আলাদা বিবৃতি। ডিবি'র নাটকের বিরুদ্ধে নামছে সবাই।
* উল্লেখ্য, গত সন্ধ্যায় ৫ সমন্বয়ককে ডিবি অ -স্ত্রের মুখে বাধ্য করেছে আন্দোলনের বিরুদ্ধে বিবৃতি দেওয়ার জন্য। এরপর আবারো ফুঁসে উঠছে ছাত্রজনতা।
🔥217🫡14❤🔥9
রাবি আপডেট:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ রাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সময়: সকাল ১১.৩০ ঘটিকা
সমবেত হওয়ার স্থান: মেইন গেট (মেইন গেইট থেকে কাজলা পর্যন্ত বিক্ষোভ মিছিল)
তথ্যসূত্র:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজ রাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সময়: সকাল ১১.৩০ ঘটিকা
সমবেত হওয়ার স্থান: মেইন গেট (মেইন গেইট থেকে কাজলা পর্যন্ত বিক্ষোভ মিছিল)
তথ্যসূত্র:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাবি
🔥154❤🔥11👌4
>>>এইমাত্র পাওয়া<<<
রাজধানীর পান্থপথে জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা।
- মিরপুর-২ রোড ব্লক করেছে শিক্ষার্থীরা।
রাজধানীর পান্থপথে জড়ো হতে শুরু করেছে শিক্ষার্থীরা।
- মিরপুর-২ রোড ব্লক করেছে শিক্ষার্থীরা।
🔥281🥰30❤16🫡8⚡3👏3🤩2💯2
আমাদের এই জেনারেশন নিয়ে আমি কি পরিমাণ প্রাউড, এইটা বুঝানোর মতো ভাষা আমার জানা নাই।
শুধু রাজপথে রক্ত দেয়ার জন্য না। ইন্টেলেকচুয়ালিও যে এই জেনারেশন টা কি পরিমাণ ব্রাইট চলেন দেখাই আপনাদের!
নিচের এই ছবিটা হইলো ফেসবুক অ্যাডের পিছনে করা খরচের লিস্ট। এইখানে পলক খরচ করছে ২৫ লাখ টাকার মতো। আমার জেনারেশন এর পোলাপাইন এইটাও বের করে ফেলসে ইন্টারনেট ঘেটে!
(একটা মন্ত্রীর মাসিক বেতন কতো সেই আলাপে যাচ্ছি না)
ওরা বললো আগুন লাগছে, পোলাপাইন নেট আসার দশ মিনিটের মধ্যে ডকুমেন্টস বের করে ফেললো যে ইন্টারনেট অফ গভর্নমেন্ট ডিরেক্টেড ছিলো।
ওরা নেট অফ করলো,কলরেট বাড়ায় দিলো, পোলাপাইন বানায় ফেললো jogajog এর মতো মেসেজিং+ কলিং প্ল্যাটফর্ম!
এইরকম একটা জেনারেশন রে তো ওরা গ্রো করতে দিবে না, এইটা খুবই স্বাভাবিক।এদেরকে গুলি করে মেরে ফেলাই সবচেয়ে নিরাপদ!
কারণ এরা যত বেশি জানে,তত কম মানে।
©
শুধু রাজপথে রক্ত দেয়ার জন্য না। ইন্টেলেকচুয়ালিও যে এই জেনারেশন টা কি পরিমাণ ব্রাইট চলেন দেখাই আপনাদের!
নিচের এই ছবিটা হইলো ফেসবুক অ্যাডের পিছনে করা খরচের লিস্ট। এইখানে পলক খরচ করছে ২৫ লাখ টাকার মতো। আমার জেনারেশন এর পোলাপাইন এইটাও বের করে ফেলসে ইন্টারনেট ঘেটে!
(একটা মন্ত্রীর মাসিক বেতন কতো সেই আলাপে যাচ্ছি না)
ওরা বললো আগুন লাগছে, পোলাপাইন নেট আসার দশ মিনিটের মধ্যে ডকুমেন্টস বের করে ফেললো যে ইন্টারনেট অফ গভর্নমেন্ট ডিরেক্টেড ছিলো।
ওরা নেট অফ করলো,কলরেট বাড়ায় দিলো, পোলাপাইন বানায় ফেললো jogajog এর মতো মেসেজিং+ কলিং প্ল্যাটফর্ম!
এইরকম একটা জেনারেশন রে তো ওরা গ্রো করতে দিবে না, এইটা খুবই স্বাভাবিক।এদেরকে গুলি করে মেরে ফেলাই সবচেয়ে নিরাপদ!
কারণ এরা যত বেশি জানে,তত কম মানে।
©
🔥338❤🔥11🥰8👏6😍5🫡4❤1
কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে রিটে কোটা আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে।
❤260👏24🔥21❤🔥17
গতকালের গ্রাফিতি ও দেওয়াল লিখনের বর্তমান অবস্থা।
স্থান:বরিশাল বিশ্ববিদ্যালয়।
স্থান:বরিশাল বিশ্ববিদ্যালয়।
😢159💔41😭7😨6😐4❤🔥2👏1
Media is too big
VIEW IN TELEGRAM
সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নাটক সাজানো হয়েছিলো, সেখান থেকেই রাজপথে নেমে এসেছেন শিক্ষার্থীরা। বাকি বিশ্ববিদ্যালয়, কলেজ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী-জনতা রাজপথে নেমে আসার আহবান জানিয়েছে ছাত্র জনতা। দেশটা আপনার।
"বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর"
রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৯-০৭-২৪)
"বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর"
রাজশাহী বিশ্ববিদ্যালয় (২৯-০৭-২৪)
🔥247❤🔥21🥰3❤2