News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
চলো একটু জীববিজ্ঞান পড়ি।হাইড্রা Cnidaria পর্বের একটি প্রাণী।তার একটা মাথা কাটলে আরেকটা মাথা গজায়।এমনকি তার শরীরের কোনো অংশ কেটে ফেললে ওই অংশ থেকে আবার নতুন শিশু হাইড্রার জন্ম হয়।হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নেই।

© Chandralekha Trina
❤‍🔥23735🔥21💯6🥰4🏆3😍2
“বিচার চাইতে নয়, ঘৃণা জানাতে এসেছি। শিক্ষার্থীদের লাল সালাম” - জাবি শিক্ষক🤍
🔥31240❤‍🔥17🥰4
দৃষ্টি আকর্ষণ :

Exam Mate এর একটি শাখা হলো News Zone. এখানে নিযুক্ত সকল এডমিন নিজেদের দায়িত্বে বদ্ধ পরিকর। প্রতিটি তথ্য শতভাগ যাচাই-বাছাই করে প্রকাশ করা হয়। এখানে বিভ্রান্তি বা গুজব ছড়ানোর কোনো অবকাশ নেই। কোটা ইস্যু বা ভর্তি পরীক্ষার সকল নিউজে আপনার আস্থার প্রতিদান দিতে Exam Mate এবং NewsZone নিজের সর্বোচ্চ চেস্টা করে৷ ধন্যবাদ
🔥20952🥰4❤‍🔥3🫡2
😭318😢82💔10
News Zone
Photo
রক্তক্ষরণ হয় অন্তরে?
😭171😢30💔20💯3
সাস্টের প্রথম বর্ষের শিক্ষার্থী পরিচয় দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
😐119👌12🔥7🤩2🏆2❤‍🔥1😢1🎉1
News Zone
সাস্টের প্রথম বর্ষের শিক্ষার্থী পরিচয় দেওয়ার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে।
পুলিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পুবিপ্রবি,সিলেট।
👌69😐14🤗5🤩4😭4🔥3❤‍🔥1
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে একক বা ঐক্যবদ্ধভাবে লাল কাপড় মুখে ও চোখে বেধে ছবি তুলে অনলাইনে প্রচার কর্মসূচি ঘোষণা
🔥16121
লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ
🔥151❤‍🔥10🥰5👏4😐2
কোটা আন্দোলনে সারাদেশের সকল মানুষকে আমরা বিনামূল্যে আইনি সেবা প্রদানের চূড়ান্ত ঘোষণা দিচ্ছি।
মামলা পরিচালনায় যথেষ্ট টাকা খরচ হয় বিধায় আমাদের মানবিক বিজ্ঞ আইনজীবীরা কোন ফিস নিচ্ছেন না।
আমাদের এই সেবা পেতে শুধু আটক ব্যক্তির নাম, গ্রেফতারের স্থান (জেলা/মহানগর) ও অভিভাবকের মোবাইল নং লিখে আমাদের পেইজ Progressive Lawyers-Bangladesh-এ ইনবক্স করুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে দ্রুত যোগাযোগ করবে।

পেইজ
🔥11929👏6❤‍🔥3🥰1😍1
এই প্রজন্মের সবচেয়ে বড় গুণ হলো, এরা মাইন্ড গেইম খেলতে পারে!

আজ সেনা বাহিনীর সামনে দাঁড়িয়ে এরা যখন স্লো গান দিচ্ছিলো, ‘এই মুহূর্তে দরকার, সেনা বাহিনী সরকার।’

তখন সেনা বাহিনী পুরাই কনফিউজড হয়ে গেছে। গু লি করবে নাকি হাত তালি দিবে?

কোনো মেয়েকে যখন বলা হয়, শাড়িতে অন্যদের চেয়ে তোমাকেই বেশি মানায়।
তখন ঐ মেয়ের এক্সপ্রেশন যেমন হয়, সেনা বাহিনীকেও তেমন দেখাচ্ছিল।

কয়েকজন সেনা বাহিনী আবার পকেট থেকে ফোন বের করে স্লো গা নে র ভিডিও করতেছিল।

রাতে বউকে দেখাবে। 😄

ভিডিও
🔥355👏29😭23👌22😍20🏆76💯6
আজকে রাষ্ট্রীয় শোক কালোর পরিবর্তে সবাই রাত ১২ টার পর থেকে ফেসবুকে টেম্পোরারি রেড প্রোফাইল ব্যবহার করুন।
❤‍🔥29426🔥15👏5💯4😨2🫡2😍1
আর যারা ভালো স্টুডেন্ট বিদেশে আসতে চাস কিন্তু এখন দালালি করে বেড়াইতেসস, আমরা তোদের সব কিছু রেকর্ড রাখতেসি। কোনও ভার্সিটিতে "আলহামদুলিল্লাহ এক্সেপ্টেড" পোস্ট দেখলেই তোর গ্র্যাড স্কুল আর প্রফের কাছে এত প্রুফ আর এতগুলি ভার্সিটির বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশনের মেইল যাবে; ফান্ড কেন শুধু, এক্সেপ্টেন্স ও চলে যাইতে ২০ সেকেন্ড ও লাগবে না। আসো বাবারা, খেলা শুরু করি

©from Noor apu
🔥58438👌10😱9🏆4😍3🕊1😇1
এতো কম রিয়েক্ট কেন!

কাঁপন লাগলো বুকে নাকি কারো কারো!
🔥329👏9👌7😢5😐5❤‍🔥1
হাউন Uncle টাটা বাই বাই !
🔥233👌13😍11👏7💔42🤝2
King♥️
🔥29450👏10💯5❤‍🔥4👌3🥰2😍2
Extraction মুভিটার কথা মনে আছে?

দেখে চেতনা দাড়ায় গেছিলো না?
"আমার দেশের পুলিস ফোর্সরে বাজে ভাবে প্রেজেন্ট করা হইছে"

ahahahahahaha
💔138🫡16🔥9👏5
চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ১০, আটক ২০
😢181
বাংলাদেশে মোট জেলখানা আছে ৬৮টা। ১৩টা সেন্ট্রাল, ৫৫টা ডিসট্রিক্ট। টোটাল ক্যাপাসিটি ৪২৮৬৬। কিন্তু ডিসেম্বর ২০২৩ এ প্রি ট্রায়াল ডিটেইনি আর রিমান্ডের আসামীসব বাংলাদেশ জেলের পপুলেশন ছিল ৮৪৮৫৫, ক্যাপাসিটির প্রায় দ্বিগুণ!
আর এইদিকে পোলাপান হাসিমুখে প্রিজন ভ্যানে উঠে যাইতেসে।

স্বৈচ্ছায় কারাবরণ কর্মসূচি দিলে কেমন হই? কয়জনকে আটকাবে?

জেলখানা আরো বাড়ান সাহেব, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হবো।

— Fardin
317🔥53❤‍🔥8😍3💯3
সোহেল তাজকে নিয়ে আপনাদের অতি আবেগ দেখে খানিকটা কনফিউসড হয়ে যাচ্ছি। খোলাচোখে দেখলে মনে হবে, কত্ত ভালো এবং বোল্ড কথা বলছেন একদম জনতার কাতারে নেমে এসে। বেশকিছু বছর যাবৎ রাজনীতির দুনিয়া নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে কিছু অভিজ্ঞতা হয়েছে, ঘটনার ভেতরের ঘটনা তাই খোঁজার চেষ্টা করি।

গতকাল থেকে পরিস্থিতি অবজার্ভেশন করে আমার দুইটা অনুমান বলি, এই মুহুর্তে দেখবেন ‘মূলত ওদেরই লোক' কিন্তু পাবলিক ইমেজ পুরোপুরি পঁচে-গলে যায় নাই, এমন কিছু মানুষ হঠাৎ একটিভ হচ্ছে। সোহেল তাজ কিংবা সুলতানা কামালের মত কিছু মানুষ, হয়ত এরকম উদাহরণ আরও লম্বা হতে পারে।

এইটাইপ কাজ জাফর ইকবালরা করতো, কিন্তু জাফর ইকবালরা নিজেদের খাসলতের জন্য আগেই সবার কাছে রেড কার্ড খেয়ে বাতিল মালে পরিণত হয়েছে। কাজেই ভালো ভালো কথা বলে মিশে গিয়ে শেষতক বিভ্রান্ত করার সেই ঐতিহাসিক ‘জাফর ইকবালীয় নীতি' বাস্তবায়নে মাঠে নামতে হচ্ছে অন্যদের।

এদের নিয়ে বেশি মাতামাতি কইরেন না তাই। আমি বলছিনা তারা এমন করবেন-ই, জাস্ট অনুমান যে এমনটা হতেও পারে। তারা জেনুইনলি ভালো কাজ করতে চাইলে, করুক। আই উইল এপ্রিসিয়েট দ্যাট। কিন্তু ওইযে রাজনীতি নিয়ে পড়াশোনা আর ঘাটাঘাটি করতে গিয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে এবং হচ্ছে, সেটা হলো রাজনীতির প্যাঁচগোছ আর অলিগলি বহু। সহজসরল লাইনে খোলাচোখে অনেককিছুই দেখা যায় না এখানে। আবার যেটা দেখছেন খোলা চোখে, সেটা আসল দৃশ্য না-ও হতে পারে।

আর আরেকটা ব্যাপার হলো, সিরিয়াস লেভেলে যাদের ইমেজ ডাউন হয়েছে, লাইক ভাতের হোটেল ওয়ালা টাইপ কেউ বা কেউ কেউ, ফর দ্যা টাইম বিঙ, এদেরকেও লোকদেখানোভাবে পাদপ্রদীপের বাইরে নিয়েও যেতে পারে, পদ থেকে সরিয়েও দিতে পারে, বলছিনা যে হবে-ই এমনটা, জাস্ট অনুমান আরকি। এসব দেখেই অনেকে বিগলিত হয়ে যদি ভাবতে বসেন যে এইতো সব সমস্যার সমাধান হয়ে গেলো, তাহলে সেটা হবে প্রচণ্ড পরিমাণ ইম্যাচুরিটির নিদর্শন।

যাইহোক, এইসময়গুলোতে 'জাফর ইকবালীয় নীতি'-তে ভালো মানুষি দেখায়ে কেউ যাতে ভেল্কিবাজি করে পালস ডাইভার্ট না করে— এসব ব্যাপারে সবার সচেতনতা জরুরি।

আপনারা যারা পড়াশোনা করেন ঠিকঠাক, তারা হয়ত জানেন পৃথিবীতে বেশকিছু পলিটিশিয়ান বা অন্য ব্যক্তিদের নামেই কিছু নীতি/ডকট্রিন আছে। বিশেষ করে Political science, International Relations টাইপ সাবজেক্টগুলো যারা পড়াশোনা করেন, তারা আরও ভালো বুঝবেন।
সেই জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে জাফর ইকবাল এবং তার মত লোকদের কাজকে আমি ‘জাফর ইকবালীয় নীতি' হিসাবে পরিচয় করিয়ে দেই।
জাফর ইকবালের প্রতি এটাই আমার অকৃত্রিম ভালোবাসার নিদর্শন

-Saiyed Abdullah
👏152💯16👌155
৩০ জুলাই; আন্তর্জাতিক ফ্রেন্ডশিপ ডে!

এবারের ফ্রেন্ডশিপ ডে-টি ইতিহাস হয়ে থাকবে। কারন সাধারণত বন্ধু দিবস পালন হয় স্বল্প মানুষের আঙিনায়! তবে আজকে আমাদের ভাই বোনের র'ক্তের প্রতিবাদে আমাদের বন্ধু হয়েছে পুরো বাংলাদেশ। বন্ধুত্বের আহবানে লাল হয়ে গেছে সকলের প্রোফাইল। প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
হাত বাড়িয়ে বন্ধু হয়েছি লাখো ছাত্রজনতা।

হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।❤️
316🔥24❤‍🔥15