পরিপূর্ণভাবে ইন্টারনেট চালুর বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সিদ্ধান্ত নেবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি প্রতিমন্ত্রী টেকনিক্যাল বিষয়গুলো বিবেচনায় নিয়ে পরিপূর্ণভাবে ইন্টারনেট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
‘আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার চলছে তা প্রতিরোধে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ব্যবস্থা নেবেন।
‘আর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব অপপ্রচার চলছে তা প্রতিরোধে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ব্যবস্থা নেবেন।
👏72😐27💘4😨3🕊1🆒1
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকার পতনে ১১ দফা ঘোষনা দিয়েছেন।
Source- ATN News and Jamuna TV
Source- ATN News and Jamuna TV
🔥399❤🔥39🫡15💯7😐6🥰4👏3😍3
News Zone
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরকার পতনে ১১ দফা ঘোষনা দিয়েছেন। Source- ATN News and Jamuna TV
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ১১ দফা দাবি জানিয়েছে বিএনপি সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দল।
😐108🔥40❤🔥13🫡12😱3👏2👌2
সাদা দলের ১১ দফা দাবি হলো-
১. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা।
২. সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ।
৩. অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা।
৪. কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করা।
৫. জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে শিক্ষার্থীসহ শত শত মানুষ হত্যায় জড়িত ‘আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সরকার সমর্থক সন্ত্রাসীদের’ চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও একই সঙ্গে এ হামলায় আহত সবার সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা।
৬. আন্দোলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি সাধনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ ও নির্মোহ তদন্তসাপেক্ষে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
৭. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেফতার করা সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি প্রদান।
৮. শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং তাদের গ্রেফতার ও হয়রানি না করা।
৯. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ ৮ দফা দাবি দ্রুত ব্যস্তবায়ন করে সংকটের সমাধান করা।
১০. তদন্ত ছাড়াই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পেশাজীবীসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থকদের গণগ্রেফতার ও রিমান্ডে নিয়ে বর্বরোচিত নির্যাতন বন্ধ করা এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি প্রদান করা।
১১. জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
সংবাদ সম্মেলনের শুরুতেই সারা দেশে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সোর্স:যুগান্তর
১. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্র নামধারী ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং পরবর্তীতে ক্যাম্পাসে সংঘটিত ঘটনার নিরপেক্ষ তদন্তসাপেক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা।
২. সন্ত্রাসীদের হামলা থেকে সাধারণ ছাত্রছাত্রীদের রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ।
৩. অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম চালু করা।
৪. কারফিউ সম্পূর্ণ প্রত্যাহার করে জনজীবন স্বাভাবিক করা।
৫. জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা করে শিক্ষার্থীসহ শত শত মানুষ হত্যায় জড়িত ‘আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও সরকার সমর্থক সন্ত্রাসীদের’ চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও একই সঙ্গে এ হামলায় আহত সবার সুচিকিৎসার যথাযথ ব্যবস্থা করা।
৬. আন্দোলনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি সাধনের ঘটনা জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ ও নির্মোহ তদন্তসাপেক্ষে প্রকৃত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা।
৭. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর এবং গ্রেফতার করা সব শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি প্রদান।
৮. শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং তাদের গ্রেফতার ও হয়রানি না করা।
৯. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ ৮ দফা দাবি দ্রুত ব্যস্তবায়ন করে সংকটের সমাধান করা।
১০. তদন্ত ছাড়াই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পেশাজীবীসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থকদের গণগ্রেফতার ও রিমান্ডে নিয়ে বর্বরোচিত নির্যাতন বন্ধ করা এবং গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি প্রদান করা।
১১. জনদাবি মেনে নিয়ে সরকারের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
সংবাদ সম্মেলনের শুরুতেই সারা দেশে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সোর্স:যুগান্তর
🔥326❤🔥25❤10🫡6😱5👌3🆒3
আগামীকালকের কর্মসূচিঃ
সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল(৩১ জুলাই ২০২৪) রোজ বুধবার 'March for Justice' কর্মসূচি পালন করা হবে।
সময়- দুপুর ১২ঃ৩০
আমরা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।
আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সকল আদালত, ক্যাম্পাস এবং রাজপথে আগামীকাল(৩১ জুলাই ২০২৪) রোজ বুধবার 'March for Justice' কর্মসূচি পালন করা হবে।
সময়- দুপুর ১২ঃ৩০
আমরা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী, পেশাজীবি, শ্রমজীবী ও সকল নাগরিককে আমাদের কর্মসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবী আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করছি।
আব্দুল কাদের
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
🔥315❤43🥰6⚡4😍4❤🔥2👌1💯1
শিক্ষার্থীদের আন্দোলনে সামিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একপর্যায়ে বলে,"আমাদের কান্না করারও কি সুযোগ নাই?"
😢229💔11😭10👏4😨2
"আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো"
এটা আমার কথা না,জহির রায়হান বলেছেন।
সাধারণ মানুষ একসাথে হলে দ্বিগুণেরও বেশি হতে সময় লাগবে না।
এটা আমার কথা না,জহির রায়হান বলেছেন।
সাধারণ মানুষ একসাথে হলে দ্বিগুণেরও বেশি হতে সময় লাগবে না।
🔥280❤🔥15👌10❤7💯5⚡2🤝1💘1
সম্প্রতি ইন্টারনেট এবং ফেসবুক না থাকায় পু্রোপুরি বন্ধ রয়েছে ‘ই’ ও ‘এফ’ (ফেসবুক ভিত্তিক) ব্যবসা। এতে প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার ক্ষতির মুখে পড়ছে সব ধরনের অনলাইন ব্যবসা।
কিভাবে উদ্যোক্তারা এসব সামলাবে !!!💔সরকারি চাকরিতে প্রশ্ন ফাঁস,নিজ উদ্যোগে কিছু করতে গিয়েও নিশ্চয়তা নেই কোনো।এভাবে বরং আরও শিক্ষিত বেকারত্ব বাড়বে বৈ কমবে না।বাইরের দেশে যাবার সুযোগ সবার থাকে না....
কিভাবে উদ্যোক্তারা এসব সামলাবে !!!💔সরকারি চাকরিতে প্রশ্ন ফাঁস,নিজ উদ্যোগে কিছু করতে গিয়েও নিশ্চয়তা নেই কোনো।এভাবে বরং আরও শিক্ষিত বেকারত্ব বাড়বে বৈ কমবে না।বাইরের দেশে যাবার সুযোগ সবার থাকে না....
😢176💔14💯7❤🔥3
Facebook এ যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কেউ চাইলে থানায় অভিযোগ দিতে পারে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন।
আর যেসব শিক্ষার্থী জীবন দিলো,আহত হলো তাদের জন্য ব্যবস্থা কবে নেওয়া হবে...!?
আর যেসব শিক্ষার্থী জীবন দিলো,আহত হলো তাদের জন্য ব্যবস্থা কবে নেওয়া হবে...!?
💔110😢22😭4
সারাদেশে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা-মামলা, গুম-খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ে দেশের সব অফিস-আদালত, ক্যাম্পাস এবং রাজপথে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করা হবে।
❤164🔥20❤🔥8😍4
Forwarded from BCS Mate(Exam Mate)
সবাই কি ভুলে গেলেন উনার কথা??
Wait,সরকারি চাকরি 93%মেধায় করে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন ফাঁসের কি হবে?সংশয় তো থেকেই যায়।আবারো এমন হবে না তার কি গ্যারান্টি,এতো এতো মেধাবী শিক্ষার্থী দিনের পর দিন নির্ঘুম রাত কাটিয়ে পড়াশোনা করেও কি চিন্তামুক্ত হতে পারছে???
Wait wait wait,আর যারা প্রশ্ন পেয়ে BCS cadre হয়ে গেলো তাদের খুঁজে বের করবে কারা?সাংবাদিকরা????????
Wait,সরকারি চাকরি 93%মেধায় করে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন ফাঁসের কি হবে?সংশয় তো থেকেই যায়।আবারো এমন হবে না তার কি গ্যারান্টি,এতো এতো মেধাবী শিক্ষার্থী দিনের পর দিন নির্ঘুম রাত কাটিয়ে পড়াশোনা করেও কি চিন্তামুক্ত হতে পারছে???
Wait wait wait,আর যারা প্রশ্ন পেয়ে BCS cadre হয়ে গেলো তাদের খুঁজে বের করবে কারা?সাংবাদিকরা????????
😢210🔥15😭14💯6😐5😨3🫡3😱1
News Zone
https://youtu.be/z5oK4cG17kY?si=qMrj72GcheyN1NJR
ভিডিওতে এই comment পেলাম 💥
🔥158😍13😐8👌5💯4🆒2😨1
মেধাবীরা জিতলে জিতে যায় দেশ।
এ বছর ইরানের ইসফাহান শহরে অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ১টি রৌপ্যপদক, ১টি ব্রোঞ্জপদক ও ২টি সম্মানসূচক পদক অর্জন বাংলাদেশ দলের অন্যতম সেরা সাফল্য।
পদকজয়ীরা হলো-
রৌপ্যপদক জয়ী- এস.এম আবদুল ফাত্তাহ।
ব্রোঞ্জপদক জয়ী -শিক্ষার্থী সিরাজুস সালেকিন সামিন। সম্মানসূচক পদক জয়ী দুইজন শিক্ষার্থী হলো - মো: আরিফ ইশতিয়াক তাসিন ও মো: গোলাম কিবরিয়া তরফদার।
এ বছর ইরানের ইসফাহান শহরে অনুষ্ঠিত ৫৪তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ১টি রৌপ্যপদক, ১টি ব্রোঞ্জপদক ও ২টি সম্মানসূচক পদক অর্জন বাংলাদেশ দলের অন্যতম সেরা সাফল্য।
পদকজয়ীরা হলো-
রৌপ্যপদক জয়ী- এস.এম আবদুল ফাত্তাহ।
ব্রোঞ্জপদক জয়ী -শিক্ষার্থী সিরাজুস সালেকিন সামিন। সম্মানসূচক পদক জয়ী দুইজন শিক্ষার্থী হলো - মো: আরিফ ইশতিয়াক তাসিন ও মো: গোলাম কিবরিয়া তরফদার।
🥰227🔥56❤5❤🔥4