News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
RU | 01.08.2024 🩸
😢196💔20😭12
Bro took that line seriously "তোমাদের যা কিছু আছে তাই দিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে "
🔥24330😍4👌2🥰1
Thank you ma'am❣️


Rajshahi University
👏193❤‍🔥5628🔥13🥰7💘2
"যার হাতে আমার সন্তানের রক্ত, সেই খুনির ছবি আমি আমার দেয়ালে রাখতে চাই না।"

-
অধ্যাপক ড. শামীমা সুলতানা
সভাপতি, বাংলা বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
🔥344🥰31❤‍🔥2615🫡10
বাহু থাকলেই পালোয়ান হয় না
মগজ থাকলেই মানুষ হয় না
❤‍🔥312🔥29🫡16💯8👏1😐1
গুজব Detected

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি এখন স্বাভাবিক।


-Detected by Admin Panel(Rumors Checker Bot )
💯98🥰15👏124
103💯49❤‍🔥12👌8🔥7
News Zone
Reminder : এসব গুজব ইচ্ছাকৃতভাবে ছড়ানো হতে পারে
কি লাভ!!!
একবার ঢাকায় সামাল দিবে তো এইদিকে রাজশাহী,বরিশাল জেগে উঠবে।রাজশাহী,বরিশাল দাবায় রাখবে তো ফের সিলেট,চট্টগ্রাম সাড়া দিবে।তাদের রুখে দিবে তো পুরো দেশ মাথাচাড়া দিবে।

এই প্রজন্ম শুধু yoyo পাপস এর মধ্যে সীমাবদ্ধ নাই।তারা যে একেকটা কি,সেটা দেখিয়ে দিয়েছে,দিচ্ছে.....
🔥287❤‍🔥27👌5
সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এর ফেসবুক আইডি উধাও
😭168😢52😱16💔21
আজ সন্ধ্যায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
🔥290❤‍🔥18
ঢাবির ভিসি নাকি ৫ কোটি টাকার বাজেট চাইসে ৩০০ রুমের ফার্নিচার মেরামত করতে।

এগুলার ব্রেকডাউন চাই। এগুলা আমার ও আমাদের ট্যাক্সের টাকা। আমরা দেখতে চাই কয়টা কি নষ্ট হইসে যে ৫ কোটি টাকা লাগবে।

যদি যুক্তির খাতিরে ধরেও নেই যে কোনো রুমে কিচ্ছু নাই। সব শেষ। তাহলে একটা নতুন রুমে ঢুকতে কতটাকা লাগতে পারে?

যদি প্রতি রুম ৫০,০০০ টাকা করে খরচ হয় তাহলে ৩০০ রুমে খরচ আসে ১৫,০০০,০০০ ( দেড় কোটি টাকা)। প্রতি রুমে ১ লাখ করে খরচ করলে আসে ৩ কোটি টাকা।। (যদিও এত খরচ হওয়ার কারনই নাই, তাও দিলাম)

বাকি ২ কোটি টাকা কোথায় যাবে? উনার বাংলোতে?

৫ কোটি টাকা খরচ করতে হইলে প্রতি রুমের জন্য খরচ পড়ে

১,৬৬৬৬৬ ( ১ লাখ ৬৬ হাজার + টাকা)।

এক রুমে কি দিবে যে ১ লাখ সত্তর হাজার টাকা লাগবে?

হিসাব চাই।

©
🔥248💯25👏8👌4
💯163❤‍🔥28🔥64
রাস্তায় দাঁড়িয়ে তাকিয়ে দেখার আর মুঠোফোন বের করে ভিডিও করার সময় শেষ। ১০ জন পুলিশ লাঠি নিয়ে পেটাচ্ছে কিংবা অন্যায়ভাবে ধরে নিয়ে যাচ্ছে, ১০০ জন সামনে এসে দাঁড়ান!
🔥259💯22❤‍🔥53
জাতিসংঘ তথ্য অনুসন্ধান মিশন বাংলাদেশে পাঠাতে চাইলে আগ্রহ দেখায়নি সরকার। তথ্য Jamuna Tv.

এত ভয় কিসের
😢312❤‍🔥25💔15👏5
৩২ ঘন্টার অনশনে অসুস্থ ৬ সমন্বয়ক। নিরাপদে চিকিৎসারত আছে হাসপাতালে। তাদের আইডি ডিজেবল করে দেয়া হয়েছে। আইডি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। নতুন কোনো আইডি খোলা হয়নি। বিভ্রান্ত হবেন না।
😢224👌5
ফেসবুক প্রোফাইল লাল করলেন ড. ইউনুস
🔥265❤‍🔥2411👌3😍2
বিশেষ সতর্কীকরণঃ.....

আপনারা সকলে অবগত আছেন যে আজ আমাদের ৬ জন কেন্দ্রীয় সমন্বয়ক ডিবি হেফাজত হতে মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরতে পেরেছেন আলহামদুলিল্লাহ। তবে এখনো তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত আছেন। উনারা সম্পূর্ণভাবে স্বুস্থ হয়ে আমাদের মাঝে অতি দ্রুত ফিরে আসবে বলে আশা রাখছি। আপনারা এটাও জানেন যে আজ মুক্ত হয়ে সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ভাই তাদের ফেসবুক একাউন্ট থেকে একটা পোস্ট করে কিছুটা বাস্তবতা তুলে ধরতে সক্ষম হয়েছিলেন। আর এর পর থেকেই উনাদের একাউন্ট ডিজেবল হয়ে যায়। ফলে কিছু কুচক্রী মহল ও সুযোগ সন্ধানী উনাদের ছবি ও নাম ব্যাবহার করে অসংখ্য একাউন্ট খুলে নিয়েছে। তাই সবার প্রতি বিশেষ অনুরোধ থাকবে উনারা স্বুস্থ স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফেরার আগ পর্যন্ত ভূয়া কোন একাউন্ট থেকে কোন পোস্ট বা মেসেজ পেয়ে বিভ্রান্ত হবেন না বা ওসব একাউন্টের সাথে ব্যাক্তিগত কোন কার্যকলাপ করে ক্ষতিগ্রস্ত হলে সেটার দায়ভারও কেউ নিবে না। তাই সবাই সর্বোচ্চ সতর্ক থাকুন, তাদের জন্য দোয়া করুন আর আমরা আশা রাখছি তারা অচিরেই আদের মাঝে সম্পূর্ণ কর্মোদ্দীপনা নিয়ে ফিরবেন ইনশাল্লাহ, সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করা হলো।

(আর এই বার্তাটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে)

~বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥15230❤‍🔥4👌4🥰3
Never stop raising your voice.
01-08-24
Rajshahi University
🔥247❤‍🔥34😍2