News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
তোমরা অনেকেই ফেসবুক পেইজ,গ্রূপের Comment এ দেখো Cfbr

এটা মানে হলো Commenting for Better Reach

এটা লিখবে গুরুত্বপূর্ণ পোস্ট Reach করার জন্য

ধন্যবাদ
👌77👏7🔥6🫡3
জেলের অভ্যন্তরে এইচএসসি পরীক্ষার অনুমতি
😢129😐20👏10😱10😨1
তোমাদের আমরা আগে সতর্ক করেছি ইন্টারনেট থাকবে না এটা গুজব

Still গুজব ছড়িয়েই যাচ্ছো
👏86🥰5👌4
💯79❤‍🔥17🔥9😨3👌2😱1
হাত জোড় কইরা বলতেছি,

কেউ এখন মন্দিরে কোরআন শরীফ, বা মসজিদে গীতা পাইলে চেইতা যাইয়েন না। এগুলা সব প্ল্যান করে করবে আমাদের ডিভাইড করার জন্য। ধর্ম যার যার সবার কাছে পবিত্র, আমরা আমাদের পবিত্রতা নিজেরা ধরে রাখবো। কেউ ট্র‍্যাপে পইরেন না প্লিজ।

©️ Zakaria Ferdous Taposh
❤‍🔥238💯28👏9🔥4👌32
Jamuna TV -
https://www.facebook.com/share/r/pDoXTX28VAtSoNze/?mibextid=D5vuiz


এই ভিডিও র কিছু অংশ কেটে ফেলা হয়েছে, যেগুলো কমেন্ট পাবেন।


উপস্থাপিকা🫡
👌32🫡11❤‍🔥4
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মূল ভিডিওটি হলো এটি। যেখানে উপস্থাপিকা কান্নায় ভেঙে পড়েন।
🔥139😢242🤝1
আজ সকাল ১০টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে গনমিছিলের আয়োজন করেছে। উক্ত মিছিলে আপনারা সবাই অবশ্যই যোগদান করবেন।
স্থানঃ  ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-এর ঠিক সামনে এবং সময় সকাল ১০ টা।

- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা


[যারা যাবেন তারা অবশ্যই আগে যোগাযোগ করে নিবেন বন্ধু বা সংশ্লিষ্ট কারো সাথে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওখানে কিছু কুকুর অলরেডি অবস্থান নিয়েছে। কুকুর থেকে সাবধান]
🔥141
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
Not all heros wear caps,keep going guys 💪👌❣️
168❤‍🔥40🔥232🥰2😍2👏1💘1
সাবাস সিলেটবাসী
🔥280❤‍🔥3812🥰11👌21
দেশের প্রায় সব গুলো বেসরকারি বিশ্ববিদ্যালয় আজকের কর্মসূচি ঘোষণা করেছে।

এর মধ্যে ৪ টি সম্মিলিত কর্মসূচির বিস্তারিত দেয়া হল;

১/ আজ সকাল ১০টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে গনমিছিলের আয়োজন করেছে। উক্ত মিছিলে আপনারা কাছাকাছি যারা আছেন সবাইকে যোগ দানের আহ্বান জানিয়েছে।

📍 স্থানঃ ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-এর ঠিক সামনে এবং সময় সকাল ১০ টা।

২/ শান্তিপূর্ণ মানবন্ধনে যোগ দিন।
সময়: সকাল ১০ ঘটিকা,২রা আগস্ট।

📍 স্থান: রাজউক উত্তরা মডেল কলেজ মূল প্রবেশপথ। রাজউক কলেজের সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা যোগ দিন।
(বি: দ্র: বর্তমান শিক্ষার্থীদের ইউনিফর্ম পড়ে আসার অনুরোধ রইলো।)

৩/ আজ NSU ৮ নাম্বার গেইট।

আহত, পঙ্গু ও গ্রেফতার হওয়া সকলের স্মরণে এবং গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে শিক্ষার্থীদের দাবী আদায়ের লক্ষ্যে আগামীকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ৮ নাম্বার গেইটে সকাল ১১ টায় সবাই গ্রুপ ভিত্তিক হয়ে অবস্থান করবেন.

এ সময়ে গ্রাফিতি অংকন এবং প্রতিবাদী স্লোগানে রক্তের অধিকার আদায়ে সামিল হবেন, জুমার নামাজ শেষে দোয়া এবং ছাত্র-শিক্ষক সমন্বিত প্রতিবাদ গনমিছিলে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিজ জায়গা থেকে নিশ্চিত করুন।

পাশ্ববর্তী সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ দিন। আমরা ছাত্র, আমরা বাংলাদেশ, আনাচে কানাচে খবর দিন,বিজয় আমাদের অধিকার।

📍 স্থান: NSU ৮ নাম্বার গেইট
🕛সময় ও কার্যক্রম : সকাল ১১ টা, গ্রাফিতি ও প্রতিবাদী স্লোগান, জুমার নামাজের শেষে ছাত্র শিক্ষক সমন্বিত প্রতিবাদ ও গনমিছিল।

৪/ UIU সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বানঃ

আমাদের শহীদ ভাই মোঃ ইরফান ভূঁইয়া সহ সকল শহীদদের মাগফেরাত এবং যারা আহত তাদের সুস্থতা কামনায় আগামীকাল বাদ জুমা দোয়ার আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া কর্মসূচিতে সম্মানিত শিক্ষকবৃন্দ, বর্তমান ও সাবেক সকল শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ তথা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকল মানুষজন সহ আপামর জনতাকে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

📍 দোয়ার স্থানঃ ইউনাইটেড সিটি মসজিদের সামনে
সময়ঃ বাদ জুমা (দুপুর ১.৩০)

নির্দেশনাঃ
১) শিক্ষার্থীরা সহ সকলে নিজ নিজ আইডি কার্ড সাথে নিয়ে আসবেন।
২) বাদ জুমা সবাই মসজিদের সামনে দোয়ার জন্য অবস্থান নিবেন।

আজ আমরা আশা করছি এই দোয়া কর্মসূচি বিশেষ করে ইরফানের জন্য সর্বোচ্চ সংখ্যক সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন। তাই আমাদের বর্তমান ও সাবেক সকল শিক্ষার্থীদের নিজের উপস্থিতি নিশ্চিত এবং পরিচিত সকলকে উপস্থিত থাকতে বলার জন্য অনুরোধ করছি।

আমাদের সাথে আরো যুক্ত থাকবেন

UITS - University Of Information Technology and Sciences

DIU - Dhaka International University
❤‍🔥10212🔥7🥰3
আমরা স্বেচ্ছায় স্টেটমেন্ট দেয়নি, খাবার টেবিলের ভিডিও জোর করে’
ডিবি অফিসে থাকা ছয় সমন্বয়কের বিবৃতি


ডিবি অফিসে আটক থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিবৃতি দিয়েছেন। তারা অভিযোগ জানান, চলমান আন্দোলন প্রত্যাাহার নিয়ে ডিবি অফিসে বসে তারা কেউ স্বেচ্ছায় ভিডিও স্টেটমেন্ট দেয়নি। তাছাড়া ডিবিপ্রধানের সঙ্গে খাবার টেবিলে বসিয়ে ভিডিও জোর করা হয় বলেও অভিযোগ তাদের।
197❤‍🔥27🔥14🫡5💯1🏆1
মোবাইল নেটওয়ার্কে বন্ধ করা হয়েছে ফেসবুক ও টেলিগ্রাম।

তথ্য: প্রথমআলো
😢147👌3😨3
রাজশাহীর কোনো শিক্ষার্থীকে মিথ্যা মামলা গ্রেফতার ও হয়রানি করা হলে যোগাযোগ করুন -

আইনজীবী টিমঃ

সরকার শাইন মাহমুদ
অ‍্যাডভোকেট, রাজশাহী জজ কোর্ট
Mobile: 01832123456

অ্যাডভোকেট তাজুল ইসলাম
মোবাইল:+880 1739-079866

ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া
মোবাইল:+880 1711-945604

অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম
মোবাইল: +8801686668225

অ্যাডভোকেট আলী নাছের খান
মোবাইল:+880 1729-921148

অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ
মোবাইল:+8801321205400

আল মামুন রাসেল
মোবাইল : + 8801732-604603

©️
🔥3210
🔥17825❤‍🔥6🥰5😍5👌2
ধন্যবাদ Sust Insiders এমন মহান উদ্যোগ নেওয়ার জন্য♥️
❤‍🔥13822🥰3👏3
চট্টগ্রামের আন্দরকিল্লা ইতিমধ্যে ছাত্র জনতার গণজোয়ারে পরিণত হয়েছে।
156🔥23❤‍🔥11💘4
A family photo!
এই ছবিটা অনেক 'না বলা কথা' প্রকাশ করে! অনেকেই তার ফ্যামিলির জন্য কিছু বলতে পারেনা, অনেকেই ফেসবুকে কিছু শেয়ার ও করতে পারেনা! তারা চায়, খুব মন থেকেই দেশের জন্য কিছু করতে চায় কিন্তু মায়ের বারণ, বাবার শাসন এর জন্য পারেনা! দীর্ঘনিঃশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকেনা তাদের!

©Amit
💔218😢55💯116😭4❤‍🔥1👌1
এই ভিডিওর কোন সত্যতা পাওয়া য়ায় নাই ।

হতে পারে শিক্ষার্থীদের আন্দোলন প্রতিহত করার জন্য এরকম ভিডিও বানানো হয়েছে

এগুলো শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করতে পারে ।
🫡90💯15🔥5
বায়তুল মোকাররম, সাইন্সল্যাব, উত্তরা, মিরপুরসহ রাজধানীর একাধিক জায়গায় শিক্ষার্থী-সাধারণ মানুষের মিছিল
🔥19819❤‍🔥5🫡3