News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Sector 11 under attack

উত্তরা - সেক্টর ১১ বাসী আপনারা এই বিপদের সময় গেট বন্ধ করবেন না।
গ্যারেজের গেট খুলে দিন। পারলে ছাত্রদের আশ্রয় দিন।

আপডেট
📌 পুলিশ ফোর্স সব সেক্টর 6 এ গেছে , ঐদিকে fire করা শুরু হইসে
📌 11 number সেক্টর এর 5 নাম্বার রোড এ ছাত্র লিগে ভরা
📌 zamzam এ ঝামেলা শুরু হয়েছে ওখানে fire হচ্ছে
📌 BCL IS ATTACKING SECTOR 6
📌 sector 10 bridge under attack
📌 league is breaking into the buildings
আহত তিন জন কে মনসুর মেডিকেল এ নেয়া হয়েছে

©
😢139😭15❤‍🔥4😍3
'২৪ এর রেইনকোট
🔥183❤‍🔥13
1 : ফাহিমা ম্যাম

01552317397

যারা আটকে আছেন উনার সাথে কন্ট্যাক্ট করেন,উনি আপনাদের কে নিয়ে আসবে,শেল্টারের ব্যাবস্থা করবেন...

উওরা ১১ তে ভার্সিটি বাস পাঠাচ্ছে একটা। যারা আটকা আসো ছাত্রী উঠে যেও।

2 : keu jdi khobor pan Sector 11 te keu atkay ache plzz ei number e janan 50-60 Jon polapan geche matro rescue korte parbe

01722450115

What’s app e text or call dite bolben.

Both source - Defense against an unjust society. (IG broadcast channel)

©
75❤‍🔥7🔥4
আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য "সর্বাত্মক অসহযোগ" আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বানও করেছেন তারা।
🔥251❤‍🔥284🥰3💯3
হবিগঞ্জে পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে একজন নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে হবিগঞ্জ শহরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোস্তাক মিয়া (২৪)। তিনি পেশায় শ্রমিক।

মোস্তাকের সঙ্গে কাজ করেন মারুফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, মোস্তাক এখানে জুতা কিনতে এসেছিল। এসে সংঘর্ষের মধ্যে পড়ে যায়। গুলিতে তাঁর মৃত্যু হয়েছে।
😢234💔27😭19🥰1
ভাইয়েরা যারা বলছেন নেট ঠিক না হলে টাওয়ার ভেঙ্গে ফেলবেন এই সিদ্ধান্তটা ভুল হবে,,,টাওয়ার না ভেঙ্গে আমাদের উচিত ইন্টারনেটের ক্ষমতাটা ছাত্রদের দখলে নেওয়া,,, আমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট রা তো আছে পরিচালনা করতে পারবে। টাওয়ার ভাঙ্গার সিদ্ধান্ত টা আবেগের বসে ভুল সিদ্ধান্ত হবে। এতে করে পুরোপুরি আমরা নেওয়ার্কে বাহিরে চলে যাবো,,,সিম কল পর্যন্ত হবেনা,,,সুতরাং সিম কম্পানির সার্ভার ডাউন এবং ক্ষমতা ছাত্রদের দখলে আনাটা জরুরি যদি আজকের মধ্যে স্বাভাবিক না করে নেটওয়ার্ক।
ধন্যবাদ
©️
🔥26928💯145❤‍🔥4👏4
বিস্তারিত :- https://www.facebook.com/reel/1178779613371103
😐115👏35🤩23👌10😱3🎉3🥰2😨1
এই সেই জানোয়ারের বাচ্চা
🤬263😐15💔13😭8😢2
Your Idolo😡
🤬419😢6😐4😍2😱1💔1
News Zone pinned «আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য "সর্বাত্মক অসহযোগ" আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বানও করেছেন তারা।»
পুলিশকে জুতা মেরে ঠিক করার হুমকি দিলেন সিলেটের এক নারী
🔥352❤‍🔥28🫡2410👏5👌3🆒3😐2
রিয়েক্ট মাইরা যান
🤬381😢25😐137🫡7😨4🔥3❤‍🔥2
আজকের SUST🥲
😭283😢463
পরিচয় :
Name : Md Rahim
Dept: CSE,,
session: 2018-19



৫ দিন আগে ডেমরা থেকে পুলিশ নিয়ে গেছে।। এখনো তাকে খোঁজে পাওয়া যায়নি।।

please help..


©
😢224😭18💔52
কার টাকায় বাহাদুরি??? ইন্টারনেট অফ করে দিবা? ব্যাংকিং এর জন্য আলাদা নেটওয়ার্কিং অ্যাপ চালাইবা?

একদম রেমিট্যান্স যোদ্ধাদের মত নেমে যাবো সবাই।
ইলেকট্রিক বিল দিমু না।
গ্যাস বিল দিমু না।
পানির বিল দিমু না।
কোন ধরনের ট্যাক্স দিমু না।
কর দিমু না।

একলা আমাগো সাফার করাইবা! আমরা তোমাদের সাফার করানোর নিয়ম জানি না? ব*দ পাইসো!!! তামাশা করো!!!

গার্মেন্টস স্ট্রাইক কর লে, এবং ফ্রিল্যান্সার রাও স্ট্রাইক কর লে কি হবে গো!!!!! ক্ষতি তো অনেক করে দিসো অলরেডি। আর কিসের ভয় দেখাও!


©
🔥240❤‍🔥15💯11😢3😭3