News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Finally অপার ভাই ❤️❤️
🔥621❤‍🔥77136👌2😍2
News Zone
Finally অপার ভাই ❤️❤️
এরকম পোস্ট পাবলিকলি করার জন্য প্রচুর সাহসের দরকার হয়
🔥32537💯16❤‍🔥7🫡5👏42😍2
অপার ভাই পারলেও পারে না সোহাগ ভাই

সোহাগ ভাই After Buet Result : রাসেল ভাইপারের গর্ত থেকে বেরিয়ে এলুম।
তোমাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারো
💯133😢37😐8💔7❤‍🔥4💘1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বুঝতে পারলেন কিছু?

কেন এতো সূক্ষ্মভাবে হে'ডশর্ট হচ্ছিলো
😢196😐10
ঘরে বসে "কিছু করতে পারলাম না" বলে আফসোস না করে নামাজ পড়ে দোয়া করেন। যা শারীরিক শক্তি দিয়ে করা সম্ভব না তা দোয়া দ্বারা করা সম্ভব। সুরা ফাতেহার সাথে সুরা বাকারার শেষ ৩ আয়াত পড়ে দোয়া করেন, ইজমে আজম পড়ে দোয়া করেন। দোয়া করার সাথে সাথে বেশি বেশি দরুদ, ইস্তেগফার এবং সাথে সুবহানআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। আল্লাহর নামে প্রশংসা করে দোয়া করুন। মাঠে নেমে লড়াই না করতে পারেন কিন্তু দোয়া তো করতেই পারি তাইনা। দোয়ার শক্তি এত যে তা তকদির পর্যন্ত বদল দিতে পারে।🖤


©
💯23734🔥27😢18❤‍🔥13🥰3
গুজব শনাক্ত

ফেসবুকে প্রথম আলো ট্যাগ দিয়ে এই নিউজটি ভাইরাল হয়েছে, কিন্তু এটি সম্পূর্ণ গুজব।
প্রথম আলো এমন নিউজ পাবলিশ করে নাই

-Detected by Admin Panel(Rumors Checker Bot )
❤‍🔥106🔥16👏3
পু*লিশ এখন সিভিলে আ*ন্দোলনের মধ্যে ঢুকে গ্রে'ফতার করছে। আইডেনটিফাই করতে তাদের জুতা (sneaker), হেয়ার কাট, হাইট, এবং কোমড়ের দিকে খেয়াল রাখবেন।

আরেকটা বিষয় হচ্ছে তারা প্রথমপ এমনভাবে আপনার সাথে মিশে যাবে আপনার বুঝার উপায় নাই বলবে এই ভালো না এর পতন লাগবে এটা সেটা বলে মন জয় করে তারপর যা তথ্য পায় ডাইরেক্ট রাতে মা'রধর না হয় গু'ম না হয় গ্রে'ফতার।

অতএব সকল শিক্ষার্থী ও জনগণ সাবধানে থাকবেন এবং এই ম্যাসেজ টি সবার কাছে পৌঁছিয়ে দেন।
🔥168😢4313😱9
আমাদের অনেক বাবা-মা ই ভাবেন ছেলেমেয়ে শুধু হাতে ফোন নিয়েই দিন পার করে।

এদিকে কোনো কোনো ছেলে মেয়ে যে বাইরে যেতে না পেরেও 24/7 update news share করছে,সবাইকে জানান দিচ্ছে কোথায় কি হচ্ছে, কার রক্ত লাগবে,কোথায় আইনজীবীর ফোন নাম্বার লাগবে,কোন বদমাইশদের id উড়াই দেওয়া লাগবে,বাইরের মিডিয়াতে এদেশের খবর কিভাবে পৌঁছানো যায় একসবের info হরহামেশা দিয়েই যাচ্ছে।এসব তারা টের পাচ্ছে না।তারা শুধু দেখে হাতে একটা ফোন,আফসোস।এই ফোন হাতে নিয়েই আজকের জেনারেশন দেখিয়ে দিচ্ছে।

আমার মা দেশের জন্য দোয়া করতে বলছে নামাজ শেষে,বাবা শিখিয়ে দিলেন কিভাবে দোয়া করে আল্লাহর কাছে চাইবো।অথচ তারা জানেই না আমি নামাজে,মনে মনে ঠিকই দোয়া করে যাচ্ছি।ফজরে উঠতে খুব কষ্ট হয়, মিস যায় অনেক।তবুও আজকে উঠে নামাজ পড়েছি,আম্মুর reminder এর পর থেকে প্রতি নামাজেই চেয়ে যাচ্ছি আল্লাহর কাছে।

ইনশা আল্লাহ,নিরাশ হবো না।
🔥258❤‍🔥2423🥰2😢2
হিন্দু বা অন্যভাইরা আন্দোলন সামর্থন করলে শিবিরের সনাতন শাখার সদস্য
😢206😭16💔10👌7
Media is too big
VIEW IN TELEGRAM
কিছু কি শুনতে পাচ্ছেন? না? আবার শুনুন?

স্পষ্ট হিন্দিতে কথা বলছে🙂


Edit :অনেক সিলেটিরা আবার বলছেন এটা সিলেটি ভাষা।তাই ঘটনা যাই হোক না কেনো,মূল ফোকাস থেকে সরে যাওয়া যাবে না,আবার অনেকে আতঙ্ক ছড়ানোর জন্যও বলতে পারে।

তবে কথা একটাই,পানিতে নেমে আর কুমিরের ভয় করে লাভ নেই।
Do and live
😭149😢28😐7💔5🔥1
সর্বোচ্চ উচ্চতায় কোনো নিক্ষিপ্ত বস্তুর গতিশক্তি সর্বনিম্ন ও ভূপাতিত হওয়ার পূর্বমুহূর্তে সর্বোচ্চ।

একটু পড়াইলাম আর কি

-Admin
🔥180👌15😍6❤‍🔥5
ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মাভাবিপ্রবির ৭২ শিক্ষকের বিবৃতি
👏152❤‍🔥28🔥119🥰6
Good Decision🔥
🔥389❤‍🔥3521
News Zone
কিছু কি শুনতে পাচ্ছেন? না? আবার শুনুন? স্পষ্ট হিন্দিতে কথা বলছে🙂 Edit :অনেক সিলেটিরা আবার বলছেন এটা সিলেটি ভাষা।তাই ঘটনা যাই হোক না কেনো,মূল ফোকাস থেকে সরে যাওয়া যাবে না,আবার অনেকে আতঙ্ক ছড়ানোর জন্যও বলতে পারে। তবে কথা একটাই,পানিতে নেমে আর কুমিরের ভয়…
অনেক সিলেটিরা আবার বলছেন এটা সিলেটি ভাষা।তাই ঘটনা যাই হোক না কেনো,মূল ফোকাস থেকে সরে যাওয়া যাবে না,আবার অনেকে আতঙ্ক ছড়ানোর জন্যও বলতে পারে।

তবে কথা একটাই,পানিতে নেমে আর কুমিরের ভয় করে লাভ নেই।
Do and live
149🔥10💯6
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
টকশোর শেষের এই অংশটা কেটে দেওয়া হয়েছিলো ।

বাংলাদেশের বিচারপতি😡😡
💔269😢55😱18😨12🔥10😐6
'আমার ক্যাম্পাসে কোন পুলিশ প্রশাসন ঢুকতে পারবে না; এখানে আমিই প্রশাসন'

- খুবি ভিসি
🔥370❤‍🔥17👏3👌1
অসহযোগ আন্দোলনের শুরু 🔥🔥

From 10 MS 😍
🔥457❤‍🔥2916🥰5👏3
গণভবনের কিছুই আমার দরকার নাই।
আমারে আমার দেশ ফেরত দেন।

©
🔥278❤‍🔥3119👏4🕊4💘2
Attention Sylhet !!!

Raid in Shahi Eidgah, Stay alert.
😭121😢33💯4
Forwarded from News Zone
গুজব শনাক্ত

ফেসবুকে প্রথম আলো ট্যাগ দিয়ে এই নিউজটি ভাইরাল হয়েছে, কিন্তু এটি সম্পূর্ণ গুজব।
প্রথম আলো এমন নিউজ পাবলিশ করে নাই

-Detected by Admin Panel(Rumors Checker Bot )
👌69🔥13🫡42