News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
💥🌸
33🎉5🥰3🤩3🔥2👏2😁1🤔1
🔥 ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ড. মোঃ আবুল হোসেন তাঁর গবেষণার মাধ্যমে আর্ট করে দেখিয়েছেন মানুষের শরীরে কিভাবে আল্লাহ ও রাসুল (সা.) উপস্থিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা মেলায় প্রদর্শিত হয়েছে তার এই কর্ম।

Image & Information Source: Admission Aid


#Collected
143😁13🥰7👏6🤩4🎉1
Huge Respect for them 🤲
191👏15🔥6🥰5🎉3🤩3😢2
Off topic

Students of a University in Philippines are becoming viral for the types of Anti -Cheating hats they made for exam. Their teacher asked them to design their own hats and this was the result.
😁514🔥3
❇️ GST Update

গুচ্ছতে কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আবেদন পড়েছে সেটা নিয়ে দেখলাম অনেক নিউজ হচ্ছে। ইউটিউবেও দেখলাম নানা ভিডিও।

শুধু একটা কথাই বলবো, সবাই নিম্ন হলেও ৩ থেকে ৫ টাতে আবেদন করেছে,কিন্তুু সবগুলোতেই একসাথে পারবে না ভর্তি হতে। ছাড়তে হবেই তাকে সিট কয়েকটা |

তাই অযথা চিন্তা বাদ দেওয়াই শ্রেয় 🤲
🥰428🔥4
GPA


🔶জিপিএ ১০০-
🔴নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

🔶জিপিএ ৫০-
🟢পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
🟢বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়

🔶জিপিএ ৩০-
🟤জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

🔶জিপিএ ২৫-
⚪️রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

🔶জিপিএ ২০-
🔵কুমিল্লা বিশ্ববিদ্যালয়
🔵ইসলামী বিশ্ববিদ্যালয়
🔵জগন্নাথ বিশ্ববিদ্যালয়
🔵হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

🔶জিপিএ ১০-
🟣পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
🟣মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

🔶জিপিএ নম্বর নেই-
🚫বরিশাল বিশ্ববিদ্যালয়
🚫খুলনা বিশ্ববিদ্যালয়
🚫বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
🚫বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
🚫শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
🚫শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
🚫বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
🚫যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
🚫রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
🚫চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
🚫বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ।
🥰11🔥5
‼️ Off topic
সিম ক্রয় করার সময় আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়।
কোন কারনে প্রথমবার সে বলবে আপনার ফিঙ্গারপ্রিন্ট একসেপ্ট করে নাই। পরবর্তীতে আপনার কাছে আবার ফিঙ্গারপ্রিন্ট নিবে।

এক্ষেত্রে আপনি নিজেও জানবেন না। সে দুইটি সিম কার্ড একসাথে রেজিস্ট্রেশন করে ফেলছে। অনেক সময় বিভিন্ন অবৈধ কাজ করার জন্য এসব সিম কার্ড রেজিস্ট্রেশন করে থাকে।
🤯34😢20🔥6
নোবিপ্রবির সিএসটিই (CSTE) বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুল হোসেন আন্তর্জাতিক প্রতিষ্ঠান 'মাইক্রোসফট' এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করছেন।
🥰4712🎉9🔥5
From SUST
🥰327🤩3
২০২৩ সালের জন্য বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে কোয়াকোয়ারেলি সাইমন্ডস (কিউএস)। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মাত্র দুটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তারা হলো ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এর বাইরে দেশের সরকারি ও বেসরকারি আর কোনও বিশ্ববিদ্যালয় তালিকায় স্থান পায়নি।
😁26🤯98😢6🤩2
✳️ HSC-21: GST (NSTU)

⚠️ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলারে মেধা তালিকা প্রকাশের তারিখ ৩১ অক্টোবর দেওয়া আছে, এটা সঠিক নয়। ওরা ওয়েবসাইটে আপডেট করেছে ০৭ নভেম্বর। কিন্তু সার্কুলারে তো আপডেট করার আর উপায় নেই।

♻️ তাই বলবো দ্বিধান্বিত হইয়ো না, GST মেধাতালিকা ০৭ তারিখেই প্রকাশিত হবে।
#Collected
21🤔3
GST

গুচ্ছে চূড়ান্ত আবেদন প্রায় ১ লাখ ৬০ হাজার, বেশি ‘এ’ ইউনিটে |

1,60,000 × 500 = 8 Crore
🤯45😁15👏14🔥3😢2
মোহাম্মদ আসিফ নামে একজন প্রতারক এতদিন ধরে ৬৪ এম্বিবিএস এর পরিচয় দিয়ে ক্লাস করতো।
বাস্তবে সে কোনো মেডিকেল স্টুডেন্ট না। সিএমসির স্টুডেন্ট পরিচয় দিয়ে চলতো সবসময়। কিন্তু তাকে ক্লাস করতে না দেখায় এবং রিসেন্টলি তাকে কার্ড এক্সামে অংশগ্রহণ না করায় স্টুডেন্টদের সন্দেহ হয়। পরবর্তীতে খোজ খবর নিয়ে ব্যাপারটা নিশ্চিত হয়।

🚫সে সিএমসির মেডিকেল স্টুডেন্ট পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রতারনা করেছে।

সবাই এই আইডি থেকে সাবধান থাকবি।সে একজন প্রতারক।এই প্রতারক বয়সে আমাদের চাইতে ৩ বছরের বড়।তার আগেও এরকম প্রতারণার প্রমাণ পাওয়া গেছে।
😁58🤯13😢3
GST Update

IU

ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান ও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া বলেন, আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী তিন নভেম্বরের মধ্যে প্রথম মেধাতালিকা sপ্রকাশিত হবে।

- ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)

NewsZone
🔥229🤯5
GST Update

BU

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রথম মেধাতালিকা প্রকাশ করা হবে ৭ নভেম্বর

NewsZone
25🤔6
GST Update

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম মেরিট ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ম মেরিট ২ নভেম্বরের মধ্যে প্রকাশিত হবে। 

(collected)

NewsZone
18🤔2
💥GST Update (HSC-21)

গুচ্ছের ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য
14🔥2
GST Update NSTU
মেধা তালিকা প্রকাশ হতে পারে আগামীকাল ৩১/১০/২০২২.
🥰17🤯11🤔3😢3👏1