রাষ্ট্রযন্ত্র ব্যাবহার করে দমন-পীড়নে ব্যর্থ হয়ে দলীয় গুন্ডাদের দিয়ে আন্দোলনে সহিংসতা করার ষড়যন্ত্র করছে আওয়ামীলীগ। হানাদারদের মতো এরাও শুধু এদেশের মাটি চায়, জনগণের রক্তে ভেজা মাটির শাসক হয়ে থাকতে চায়।
আগামীকাল সারাদেশে পাড়া, মহল্লা, গ্রামের বাজার, ওয়ার্ড, ইউনিয়ন সব জায়গায় সংগঠিত হোন। দাবানলের মতো আন্দোলনের স্পৃহা ছড়িয়ে দিন। আওয়ামীলীগের সন্ত্রাসীদের যেকোনো আঘাতের জবাব দিতে সংগ্রাম কমিটি গড়ে তুলুন এবং প্রতিরোধের প্রস্তুতি নিন। স্ব উদ্যোগে পাড়া, মহল্লা, গলি, ওয়ার্ডে সংগ্রাম কমিটি গড়ে তুলুন।
আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, কিন্তু আঘাত আসলে এর জবাব দিতে পিছপা হবো না। যদি আঘাত আসে, তবে শান্তিপূর্ণ অসহযোগ এক চুড়ান্ত লড়াইয়ে রূপ নিবে। মুক্তিকামী ছাত্র-জনতার উপর আঘাত করার মতো ধৃষ্টতা দেখাবেন না, হুঁশিয়ার করে দিচ্ছি।
আসিফ মাহমুদ
সমন্বয়ক
আগামীকাল সারাদেশে পাড়া, মহল্লা, গ্রামের বাজার, ওয়ার্ড, ইউনিয়ন সব জায়গায় সংগঠিত হোন। দাবানলের মতো আন্দোলনের স্পৃহা ছড়িয়ে দিন। আওয়ামীলীগের সন্ত্রাসীদের যেকোনো আঘাতের জবাব দিতে সংগ্রাম কমিটি গড়ে তুলুন এবং প্রতিরোধের প্রস্তুতি নিন। স্ব উদ্যোগে পাড়া, মহল্লা, গলি, ওয়ার্ডে সংগ্রাম কমিটি গড়ে তুলুন।
আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, কিন্তু আঘাত আসলে এর জবাব দিতে পিছপা হবো না। যদি আঘাত আসে, তবে শান্তিপূর্ণ অসহযোগ এক চুড়ান্ত লড়াইয়ে রূপ নিবে। মুক্তিকামী ছাত্র-জনতার উপর আঘাত করার মতো ধৃষ্টতা দেখাবেন না, হুঁশিয়ার করে দিচ্ছি।
আসিফ মাহমুদ
সমন্বয়ক
🔥197❤🔥12❤7😢1
News Zone
প্রধানমন্ত্রী চাইলে দেশের স্বার্থে পদত্যাগ করবো: স্বরাস্ট্রমন্ত্রী লিংক
কিন্তু জনগন তো এখন আপনার পদত্যাগ চায়না। এখন দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ!
🔥156👌6💯5
আব্বু ছোটবেলায় একটা গল্প শুনিয়েছিলেন।যতটুকু মনে আছে গুছিয়ে বলার try করছি,
একদা এক ভদ্রলোক তীব্র শীতের মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সাপকে পরে থাকতে দেখলো। মনে খুব দয়া হওয়ায় সাপকে পকেটের মধ্যে ঢুকিয়ে নিলো। কাপড়ের উষ্ণতায় যেই সাপটা আরাম পেয়ে নড়ে উঠলো অমনি ওই লোকটাকে কামড় বসিয়ে দিলো।
একদা এক ভদ্রলোক তীব্র শীতের মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা সাপকে পরে থাকতে দেখলো। মনে খুব দয়া হওয়ায় সাপকে পকেটের মধ্যে ঢুকিয়ে নিলো। কাপড়ের উষ্ণতায় যেই সাপটা আরাম পেয়ে নড়ে উঠলো অমনি ওই লোকটাকে কামড় বসিয়ে দিলো।
🔥182💔34🆒2
যুদ্ধের ময়দানে হায় হুতাশ করার চেয়ে আগে থেকে প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়াটা বুদ্ধিমাননের কাজ।
সব জায়গায় অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি, তারা কালকে প্রতিহত করতেই নামবে এক দফা!
এটা আমাদের ভয়ের জন্যই বলা হোক কিংবা আসলেই নামুক,আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে।
কালকে নামার সময় অবশ্যই হাতে কিছু নিয়ে নামবেন। অতিউৎসাহী হয়ে কেউ খালি হাতে নামবেন না।
স্টুডেন্টদের উপর বিনা কারনে আঘাত করতে পারেনা আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু আইন টা কি মানা হয় আদৌও?
যুদ্ধের ময়দানে টিকে থাকাটা বড় আরেকটা যুদ্ধ।
সৃষ্টিকর্তা সত্যর জয় নিয়ে আসুক।
সবাই সুস্হ থাকবেন,সাবধানে থাকবেন
সব জায়গায় অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি, তারা কালকে প্রতিহত করতেই নামবে এক দফা!
এটা আমাদের ভয়ের জন্যই বলা হোক কিংবা আসলেই নামুক,আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে।
কালকে নামার সময় অবশ্যই হাতে কিছু নিয়ে নামবেন। অতিউৎসাহী হয়ে কেউ খালি হাতে নামবেন না।
স্টুডেন্টদের উপর বিনা কারনে আঘাত করতে পারেনা আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু আইন টা কি মানা হয় আদৌও?
যুদ্ধের ময়দানে টিকে থাকাটা বড় আরেকটা যুদ্ধ।
সৃষ্টিকর্তা সত্যর জয় নিয়ে আসুক।
সবাই সুস্হ থাকবেন,সাবধানে থাকবেন
🔥259❤🔥26👏3😢3
বারবার বলছি,কেউ কোনোরকম কোনো সেইফটি ছাড়া নামবেন না!
কালকে প্রচুর সতর্ক থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে। ঢাকাকে সহজ করে দিয়ে ওরা পুরা দেশকে নরক বানাচ্ছে,আর কালকে লাস্ট কামড় টা দেওয়ার চেষ্টা করবে।
কালকে প্রচুর সতর্ক থাকতে হবে। প্রস্তুত থাকতে হবে। ঢাকাকে সহজ করে দিয়ে ওরা পুরা দেশকে নরক বানাচ্ছে,আর কালকে লাস্ট কামড় টা দেওয়ার চেষ্টা করবে।
😢176🔥7❤🔥6👌2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
শালারা এমনেই ভয়েস দিয়ে গুজব ছড়ায়
👏86🤬49😁22🤩12👌5🫡5🎉4😇3
৩৪ শে জুলাই (তেসরা আগস্ট) কুমিল্লায় কেউ শহিদ হয়নি।
আই রিপিট একজনও শহিদ হয়নি।
অযথা কেউ আতঙ্ক/ গুজব ছড়াবেন না।
অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন
ছাত্রলীগ আপনাদের ভয় দেখানোর জন্য গুজব ছড়িয়ে যাচ্ছেন
কুমিল্লায় নিশ্চিত করে ২ জন মারা যাওয়ার কথা শোনা গেলেও, কেউ মারা যায় নি
আই রিপিট একজনও শহিদ হয়নি।
অযথা কেউ আতঙ্ক/ গুজব ছড়াবেন না।
অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন
ছাত্রলীগ আপনাদের ভয় দেখানোর জন্য গুজব ছড়িয়ে যাচ্ছেন
কুমিল্লায় নিশ্চিত করে ২ জন মারা যাওয়ার কথা শোনা গেলেও, কেউ মারা যায় নি
🔥217🥰18❤12👌2🆒2
News Zone
৩৪ শে জুলাই (তেসরা আগস্ট) কুমিল্লায় কেউ শহিদ হয়নি। আই রিপিট একজনও শহিদ হয়নি। অযথা কেউ আতঙ্ক/ গুজব ছড়াবেন না। অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রলীগ আপনাদের ভয় দেখানোর জন্য গুজব ছড়িয়ে যাচ্ছেন কুমিল্লায় নিশ্চিত করে ২ জন মারা যাওয়ার কথা শোনা গেলেও, কেউ মারা…
ছাত্রলীগের Plan ই হলো আতঙ্ক ছড়ানো
🤬101💯21😨2
একটা গুজব ছড়িয়ে পরেছে যে, ঢাকায় পুরো ৪৬ বিগ্রেড নামানো হয়েছে, গণভবনে থার্ড লেয়ার সিকিউরিটি দেয়া হয়েছে। এসব গুজবে কান দেবেন না।
মূলত ঢাকায় ৪৬ বিগ্রেড আগে থেকেই ডেপ্লয় করা ছিলো, গণভবনেও থার্ড লেয়ার সিকিউরিটি আন্দোলনের শুরু থেকেই ছিলো। নতুন করে গুজব ছড়িয়ে আতঙ্ক ছড়াবেন না। তিনের অধিক সেনা কর্মকর্তা থেকে আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছি, নতুন কোন ফোর্স ডেপ্লয় করা হয় নি, বরং কিছু ফোর্স ফেরত গেছে ব্যারাকে, এখন পর্যন্ত নতুন সেনা ডেপ্লয় করার কোন আদেশও নেই।
ফোকাস, ফোকাস এন্ড ফোকাস। এক দফা বাস্তবায়নের জন্য অসহযোগ আন্দোলন চলবে।
শেয়ার করে আতঙ্ক রোগ থেকে সবাইকে মুক্তি দিন।
©
মূলত ঢাকায় ৪৬ বিগ্রেড আগে থেকেই ডেপ্লয় করা ছিলো, গণভবনেও থার্ড লেয়ার সিকিউরিটি আন্দোলনের শুরু থেকেই ছিলো। নতুন করে গুজব ছড়িয়ে আতঙ্ক ছড়াবেন না। তিনের অধিক সেনা কর্মকর্তা থেকে আমরা এ ব্যাপারে নিশ্চিত হয়েছি, নতুন কোন ফোর্স ডেপ্লয় করা হয় নি, বরং কিছু ফোর্স ফেরত গেছে ব্যারাকে, এখন পর্যন্ত নতুন সেনা ডেপ্লয় করার কোন আদেশও নেই।
ফোকাস, ফোকাস এন্ড ফোকাস। এক দফা বাস্তবায়নের জন্য অসহযোগ আন্দোলন চলবে।
শেয়ার করে আতঙ্ক রোগ থেকে সবাইকে মুক্তি দিন।
©
💯163❤🔥16🔥9
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ এখন দেউলিয়া হয়ে প্রোপাগাণ্ডার আশ্রয় নিচ্ছে। রিউমার ছড়াইয়া আতঙ্ক সৃষ্টি করতেছে। পুলিশ, সেনাবাহিনী আর নামবে না।আওয়ামিলীগ এখন দেউলিয়া সংগঠন, হাঁকডাক দেবে ওইটুকুই ওদের দৌড়। প্রত্যেকটা পাড়া মহল্লায় আওয়ামিলীগ ছাত্রলীগের বিরুদ্ধে দূর্গ গড়ে তুলুন, ওদেরকে এলাকাছাড়া করুন এলাকাবাসীর সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে।
🔥190💯11❤🔥5
ছাত্রলীগের সিক্রেট গ্রুপ থেকে প্রাপ্ত তথ্য মতে ক্রিমিনাললীগের সবাইকে অনলাইনে ব্যাপক প্রচারনা ও গুজব ছড়ানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রত্যেক থানা ও ইউনিটকে তাদের কর্মীদের বাধ্যতামূলক স্ট্যাটাস ও গুজবগুলো ছড়ানোর নির্দেশনা প্রদান করা হয়েছে। একি সাথে রাত জেগে সরকারি গুজব ও প্রোপাগান্ডা সেল সর্বোচ্চটা দিয়ে কাজ করবে।
এজন্য আজকে হঠাৎই আবার এদের তর্জন গর্জন দেখা যাচ্ছে।
এজন্য আজকে হঠাৎই আবার এদের তর্জন গর্জন দেখা যাচ্ছে।
🔥136🤬27💯7
News Zone
আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ এখন দেউলিয়া হয়ে প্রোপাগাণ্ডার আশ্রয় নিচ্ছে। রিউমার ছড়াইয়া আতঙ্ক সৃষ্টি করতেছে। পুলিশ, সেনাবাহিনী আর নামবে না।আওয়ামিলীগ এখন দেউলিয়া সংগঠন, হাঁকডাক দেবে ওইটুকুই ওদের দৌড়। প্রত্যেকটা পাড়া মহল্লায় আওয়ামিলীগ ছাত্রলীগের বিরুদ্ধে দূর্গ…
এখানে সমন্বয়কের বক্তব্য তুলে ধরা হয়েছে।
আমরা নিজ থেকে কিছু বলি নাই
আমরা নিজ থেকে কিছু বলি নাই
❤105❤🔥7
এই মুহুর্তের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বলি -
এই মুহুর্তে আমাদের মাঝে ভীতি সৃষ্টির জন্য কার চাচা আর্মিতে,খালু পুলিশে, ভারতের র এর ভিতরের খবর আনছে, এই টাইপের নিউজগুলো গুজবলীগই ছড়ায়। তাই প্লিজ কেউ এসব শেয়ার বা ফরওয়ার্ড করবেন না। আমরা ছাত্ররা এতোদিন পুলিশ, র্যাব, বিজিবি, পুলিশ লীগের বিরুদ্ধে লড়েছি।১৫ জুলাইয়ের পর থেকে লীগ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে থাকতো কিন্তু কেন্দ্র থেকে এমন ঢাক ঢোল মারতো না। আগামীকাল ও সেইম থাকবে, তাদের যা দেখানোর সর্বোচ্চ দেখিয়ে ফেলেছে নতুন আর কেউ নাই।এইটা তাদের সমাবেশ না যে ৩০০ আর ৫০০ টাকা দিয়ে লোক দেখানোর জন্য লোক নিয়ে আসবে। ওদের নেতারা অলরেডি কেউ কেউ পালিয়েছে আর যারা আছে তারাও গর্তে লুকিয়ে যাচ্ছে। আমরা দেশের ১৮ কোটি মানুষের প্রানের দাবি ১ দফা আদায় করে রাজপথে থেকে সফল হবো ইনশাআল্লাহ।
Abdullah Al Noman
সহ সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
এই মুহুর্তে আমাদের মাঝে ভীতি সৃষ্টির জন্য কার চাচা আর্মিতে,খালু পুলিশে, ভারতের র এর ভিতরের খবর আনছে, এই টাইপের নিউজগুলো গুজবলীগই ছড়ায়। তাই প্লিজ কেউ এসব শেয়ার বা ফরওয়ার্ড করবেন না। আমরা ছাত্ররা এতোদিন পুলিশ, র্যাব, বিজিবি, পুলিশ লীগের বিরুদ্ধে লড়েছি।১৫ জুলাইয়ের পর থেকে লীগ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে থাকতো কিন্তু কেন্দ্র থেকে এমন ঢাক ঢোল মারতো না। আগামীকাল ও সেইম থাকবে, তাদের যা দেখানোর সর্বোচ্চ দেখিয়ে ফেলেছে নতুন আর কেউ নাই।এইটা তাদের সমাবেশ না যে ৩০০ আর ৫০০ টাকা দিয়ে লোক দেখানোর জন্য লোক নিয়ে আসবে। ওদের নেতারা অলরেডি কেউ কেউ পালিয়েছে আর যারা আছে তারাও গর্তে লুকিয়ে যাচ্ছে। আমরা দেশের ১৮ কোটি মানুষের প্রানের দাবি ১ দফা আদায় করে রাজপথে থেকে সফল হবো ইনশাআল্লাহ।
Abdullah Al Noman
সহ সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥179💯10❤🔥9