এক দফার পর আর তাদের কোন আদেশ কার্যকর থাকে না। সেজন্য, সন্ধ্যা ছয়টা থেকে ঘোষনা করা কারফিউকে বাতিল ঘোষণা করা হলো।
~বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
~বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
🔥337❤🔥41👏10❤6🥰5🤬2😍1😐1
চাঁদপুর ( বাসস্ট্যান্ড, মাদ্রাসা রোড, ব্যাংক -কলোনী,প্রফেসর পাড়া ) মানুষদের কাছে চাঁদপুর ছাত্র-সমাজ সবসময় ঋণী থাকবে ❤️
আজকে সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার।
আজকে সাধারণ জনগণ যেভাবে অংশগ্রহণ করেছেন সেটা অবশ্যই প্রশংসার দাবিদার।
🔥266❤33🥰12😱7❤🔥6🕊2😍2🫡1
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙ্গে হলে ঢুকলো শিক্ষার্থীরা।
❤246🔥49❤🔥11😍2
পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের 'মার্চ টু ঢাকা' কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারাদেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি।
আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছে খুনি হাসিনা। চুড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।
চুড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যূদয় ঘটাবো।
আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে খুন করেছে খুনি হাসিনা। চুড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে। বিশেষ করে আশেপাশের জেলাগুলো থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সবাই ঢাকায় আসবেন এবং যারা পারবেন আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যান। ঢাকায় এসে মুক্তিকামী ছাত্র জনতা রাজপথগুলোতে অবস্থান নিন।
চুড়ান্ত লড়াই, এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের চূড়ান্ত স্বাক্ষর রাখার সময় এসে গেছে। ইতিহাসের অংশ হতে ঢাকায় আসুন সকলে। যে যেভাবে পারেন কালকের মধ্যে ঢাকায় চলে আসুন। ছাত্র-জনতা এক নতুন বাংলাদেশের অভ্যূদয় ঘটাবো।
আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
💯285🔥49❤13❤🔥13
সংঘর্ষে নিহত ৪৩।
এখন পর্যন্ত (সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত) নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৪ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ২ জন, সিলেটে ২ জন, রাজধানী ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জনসহ ৪৩ জন নিহত হয়েছেন।
~ প্রথম আলো
এখন পর্যন্ত (সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত) নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৪ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ২ জন, সিলেটে ২ জন, রাজধানী ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে ১ জনসহ ৪৩ জন নিহত হয়েছেন।
~ প্রথম আলো
😢217😭94
News Zone
সংঘর্ষে নিহত ৪৩। এখন পর্যন্ত (সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত) নরসিংদীতে ৫ জন, ফেনীতে ৫ জন, সিরাজগঞ্জে ৪ জন, মুন্সিগঞ্জে ৩ জন, বগুড়ায় ৪ জন, মাগুরায় ৩ জন, ভোলায় ৩ জন, রংপুরে ৪ জন, পাবনায় ২ জন, সিলেটে ২ জন, রাজধানী ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২ জন, জয়পুরহাটে ১ জন ও বরিশালে…
রংপুরে ৩ জন ছাত্রলীগের বলে খবর পাওয়া গেছে
😐81🔥42❤12😍9👌6🥰2👏2
আগামীকালই 'মার্চ টু ঢাকা'।
ইতিহাসের সাক্ষী ও চূড়ান্ত লড়াইয়ে সামিল হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করুন এখনই।
ইতিহাসের সাক্ষী ও চূড়ান্ত লড়াইয়ে সামিল হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করুন এখনই।
👌207🔥76❤🔥22❤9💯6🤩5🥰2😍2
News Zone
সিরাজগঞ্জে এনায়েতপুর থানায় ঢুকে ১১ পুলিশকে হত্যা। রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
আরো ২ জন পুলিশের মৃত্যু
🔥142😢49❤🔥11❤5👌5👏2
যারা ঢাকায় আসতে পারবেন না, তারা বিভিন্ন জেলায় আমাদের হিন্দু এবং সংখ্যালঘু ধর্মীয় ভাইবোনদেরকে রক্ষা করার জন্য প্রতিরোধ গড়ে তুলবেন অবশ্যই। আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার পায়তারা এবং পরিকল্পনা চলছে। এত রক্ত ঝড়ার পর এই আন্দোলন কোনোভাবেই থামতে দেওয়া দেওয়া যাবে না। আর আগামীকাল চলে আসুন ঢাকায়, সকল ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে। বিজয় সুনিশ্চিত।
আব্দুল্লাহ সালেহীন অয়ন
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আব্দুল্লাহ সালেহীন অয়ন
সমন্বয়ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥378❤38💯8❤🔥6👌6
যারা অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছি তারা প্লিজ সবাই একটু কুমারপাড়ায় নজর দিই!
'সিলেটে ধ্বংসযজ্ঞ চলতেছে'
KUMARPARA, NAIORPUL, UPOSHOHOR, CHOWHATTA‼️
'সিলেটে ধ্বংসযজ্ঞ চলতেছে'
KUMARPARA, NAIORPUL, UPOSHOHOR, CHOWHATTA‼️
😢258😭51💔6