মা..গো ভাবনা কেন
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।
আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে
তবু শত্রু এলে অশ্ত্র হাতে ধরতে জানি
তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।
🔥320❤34🫡14❤🔥8💯8🥰2
আগামীকালকের কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা:
ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নিবে সকাল ১১ টা থেকে।
কেন্দ্রীয় কর্মসূচি শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ১১ টা থেকে। পরিস্থিতি বিবেচনায় চুড়ান্ত ঘোষণা দেয়া হবে শহীদ মিনার থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌছে দেওয়া হবে। আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।
কোন ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ধৈর্য্য এবং শক্তির মেলবন্ধনই বিজয় নিশ্চিত করবে।
-আসিফ মাহমুদ
ঘোষিত পয়েন্টগুলোতে ঢাকার আন্দোলনকারী ও লংমার্চ করে ঢাকায় আসা জনতা অবস্থান নিবে সকাল ১১ টা থেকে।
কেন্দ্রীয় কর্মসূচি শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ১১ টা থেকে। পরিস্থিতি বিবেচনায় চুড়ান্ত ঘোষণা দেয়া হবে শহীদ মিনার থেকে। পয়েন্টগুলোতেও সে সংবাদ পৌছে দেওয়া হবে। আমরা সুসংগঠিতভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো।
কোন ঘোষণা না আসা পর্যন্ত বিচ্ছিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ধৈর্য্য এবং শক্তির মেলবন্ধনই বিজয় নিশ্চিত করবে।
-আসিফ মাহমুদ
❤308🔥36❤🔥8🫡5😢3⚡2🤬2🏆2
রাতের নীরব শাহবাগ
নেই কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কেউ,নেই কোনো ছাত্র। যে যার মতো নীড়ে ফিরেছে তবুও যারা স্বজন হারিয়েছেন তাদের চোখে নেই ঘুম।আবার কিছু মানুষ তাকিয়ে আছে News Zone এর screen এ।
নেই কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কেউ,নেই কোনো ছাত্র। যে যার মতো নীড়ে ফিরেছে তবুও যারা স্বজন হারিয়েছেন তাদের চোখে নেই ঘুম।আবার কিছু মানুষ তাকিয়ে আছে News Zone এর screen এ।
😢310😭47💔20❤1
ঘুমহীন আরো একটি রাত,একদিন স্বস্তির ভোর হবে ইনশা আল্লাহ সেই আশায়।
৩৬জুলাই, ২০২৪🇧🇩
৩৬জুলাই, ২০২৪🇧🇩
🕊273❤🔥85❤39😭30🥰11⚡7🔥4💯3