Forwarded from Nursing Mate
পদত্যাগ করেছেন
সেটার পক্ষে ছিলাম,
এখন যে পালিয়ে গেছেন সেটার পক্ষে নেই 🙂
সেটার পক্ষে ছিলাম,
এখন যে পালিয়ে গেছেন সেটার পক্ষে নেই 🙂
😁321🔥18💯11❤2❤🔥2
সেসব রাজনৈতিক দল আজকের মিটিং এ ছিলেন : জামায়াত,বিএনপি,জাতীয় পার্টি এছাড়াও ছিলেন ড.আসিফ নজরুল স্যার।
আওয়ামীলীগের কেউ ছিল না বলে জানিয়েছেন সেনাপ্রধান।
আওয়ামীলীগের কেউ ছিল না বলে জানিয়েছেন সেনাপ্রধান।
🔥381❤🔥13😇11🤩5👏3😱2😍2
আসিফ নজরুল স্যার ছাত্রদের উদ্দেশ্যে একটি ভিডিও রেকর্ড করেছেন বলে জানালেন সেনাপ্রধান।
We are eagerly waiting for that
We are eagerly waiting for that
❤🔥326🔥37💯11❤10👏3
আজকে রাতের মধ্যেই একটা খবর আসবে বলে আশ্বাস দিয়েছেন
সেনাপ্রধান ওয়াকার -উজ -জামান
সেনাপ্রধান ওয়াকার -উজ -জামান
🥰232❤37🔥15👏6👌2
সবাইকে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান।
❤177😁19😢5🔥2👌2
অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোন সরকার মেনে নেওয়া হবে না।
ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না।
সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।
শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।
চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।
বার্তা প্রেরক—
মো. নাহিদ ইসলাম ও
আসিফ মাহমুদ,
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না।
সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।
শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।
চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।
বার্তা প্রেরক—
মো. নাহিদ ইসলাম ও
আসিফ মাহমুদ,
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🔥232❤25❤🔥7
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আসিফ নজরুল স্যার এর বার্তা...
❤272❤🔥36🔥5😍4🥰2🕊2
নৌকা ডুবাচ্ছি বলে ধান চাষ করবো এটা ভাবার কোনো কারণ নেই....
- সাধারণ জনগণ
- সাধারণ জনগণ
🔥430😁85❤28👌13😐4⚡2❤🔥1🥰1
News Zone
আমরা আদেশ দিয়েছি সেনাবাহিনী গোলাগুলি করবে না। - সেনাপ্রধান
We hope they will keep their word in mind
❤134❤🔥14👌6🔥5🕊2
মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
ছাত্রদের সকল দাবী ও অধিকার না মানা পর্যন্ত কারো হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিৎ হবে না।নয়তো আবারো আমাদের ভবিষ্যতে suffer করা লাগতে পারে।আর সাঈদ, মুগ্ধর মতো নিরীহ প্রাণের বিসর্জন দিতে হতে পারে।
তাই stay focused,এখনো দেশ সংস্কার করা বাকি।
ছাত্রদের সকল দাবী ও অধিকার না মানা পর্যন্ত কারো হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিৎ হবে না।নয়তো আবারো আমাদের ভবিষ্যতে suffer করা লাগতে পারে।আর সাঈদ, মুগ্ধর মতো নিরীহ প্রাণের বিসর্জন দিতে হতে পারে।
তাই stay focused,এখনো দেশ সংস্কার করা বাকি।
❤🔥285❤33🔥15💯14🥰3👏2🏆1🫡1
বৈঠকে কিন্তু কোনো ছাত্র সমন্বয়ক ছিলো না। যেখানে আন্দোলন করলো ছাত্ররা,সেখানে এতো গুরুত্বপূর্ণ মিটিং এ একজনও সমন্বয়ক থাকলো না কেনো বুঝলাম না। স্বাধীনতা কেবল এক দল থেকে আরেকদল হস্তান্তরের জন্য আনা হয়নি। এটা মাথায় রাখবেন সবাই। আমরা আর suffer করতে চাই না কেউ,আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও যেনো করতে না হয় আশা করি সেই ব্যবস্থা করা হবে ইনশা আল্লাহ্।
😢287🔥35💯33🥰6🫡6❤5😁4⚡2
Bangladesh Live Updates: Sheikh Hasina to land in Delhi shortly amid tight security, say sources
Source: Click Here
Source: Click Here
🔥105😐20😱7😢4