This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
আসিফ নজরুল স্যার এর বার্তা...
❤272❤🔥36🔥5😍4🥰2🕊2
নৌকা ডুবাচ্ছি বলে ধান চাষ করবো এটা ভাবার কোনো কারণ নেই....
- সাধারণ জনগণ
- সাধারণ জনগণ
🔥430😁85❤28👌13😐4⚡2❤🔥1🥰1
News Zone
আমরা আদেশ দিয়েছি সেনাবাহিনী গোলাগুলি করবে না। - সেনাপ্রধান
We hope they will keep their word in mind
❤134❤🔥14👌6🔥5🕊2
মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
ছাত্রদের সকল দাবী ও অধিকার না মানা পর্যন্ত কারো হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিৎ হবে না।নয়তো আবারো আমাদের ভবিষ্যতে suffer করা লাগতে পারে।আর সাঈদ, মুগ্ধর মতো নিরীহ প্রাণের বিসর্জন দিতে হতে পারে।
তাই stay focused,এখনো দেশ সংস্কার করা বাকি।
ছাত্রদের সকল দাবী ও অধিকার না মানা পর্যন্ত কারো হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিৎ হবে না।নয়তো আবারো আমাদের ভবিষ্যতে suffer করা লাগতে পারে।আর সাঈদ, মুগ্ধর মতো নিরীহ প্রাণের বিসর্জন দিতে হতে পারে।
তাই stay focused,এখনো দেশ সংস্কার করা বাকি।
❤🔥285❤33🔥15💯14🥰3👏2🏆1🫡1
বৈঠকে কিন্তু কোনো ছাত্র সমন্বয়ক ছিলো না। যেখানে আন্দোলন করলো ছাত্ররা,সেখানে এতো গুরুত্বপূর্ণ মিটিং এ একজনও সমন্বয়ক থাকলো না কেনো বুঝলাম না। স্বাধীনতা কেবল এক দল থেকে আরেকদল হস্তান্তরের জন্য আনা হয়নি। এটা মাথায় রাখবেন সবাই। আমরা আর suffer করতে চাই না কেউ,আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও যেনো করতে না হয় আশা করি সেই ব্যবস্থা করা হবে ইনশা আল্লাহ্।
😢287🔥35💯33🥰6🫡6❤5😁4⚡2
Bangladesh Live Updates: Sheikh Hasina to land in Delhi shortly amid tight security, say sources
Source: Click Here
Source: Click Here
🔥105😐20😱7😢4
সেনাপ্রধান অতিশীঘ্রই ছাত্র - শিক্ষকদের সাথে সরাসরি আলোচনায় বসবেন।
❤🔥233🔥24❤15😍5🫡5
অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোন সরকার মেনে নেওয়া হবে না।
ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না।
সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।
শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।
চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।
বার্তা প্রেরক—
মো. নাহিদ ইসলাম ও
আসিফ মাহমুদ,
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না।
সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।
শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে।
চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।
বার্তা প্রেরক—
মো. নাহিদ ইসলাম ও
আসিফ মাহমুদ,
সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
🥰254🔥38❤16👏7😍3😐3🆒1
প্রত্যেকটা বিপ্লবের কিছু পর্যায় থাকে। বর্তমানেরটার প্রথম ফেইজ শেষ। এই ফেজ চলে Sheer Determination, Bravery এগুলোর সমন্বয়ে। রক্তও দিতে হয় এই ফেইজে।
পরের ফেইজ হলো বিপ্লবকে সাসটেইনেবল করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এই পর্যায়ে বিপ্লব চুরি হয়ে যাওয়ার ভয় থাকে সবচেয়ে বেশি। সবাই এখন এড্রেনালিন রাশ এর কারণে বিভিন্ন ইমোশন এর চূড়ায় উঠে আছে। এই পিক পয়েন্ট থেকে দ্রুত নেমে এরপর ক্যালকুলেটিভ ফেইজে আসতে হবে। কী চেয়েছিলাম, সেটা এখন হচ্ছে কি না, এটার দিকে খুব গভীরভাবে দৃষ্টিপাত করতে হবে।
সচিবালয় রিফর্ম করতে হবে [তাবৎ বড় বড় পুকুরচুরি, বাংলাদেশ চুরি এখানেই হয়]। বিভিন্ন সরকারি কর্পোরেশনকে সচিবমুক্ত করে সেগুলোর নিজস্ব চেয়ারম্যান বসাতে হবে, প্রশাসনের প্রভাবমুক্ত করতে হবে। পুলিশ রিফর্ম করতে হবে, যাতে থানায় গিয়ে সাধারণ মানুষকে অপরাধীর মতো মিনমিন করতে না হয়৷ ভূমি অফিসের সাব রেজিস্টার থেকে শুরু করে যত চিহ্নিত ঘুষখোর পদ আছে, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভার্সিটিগুলোর ভিসি পদে ব্যাকবোন যুক্ত মানুষ বসাতে হবে। ক্যাম্পাস হবে দলীয় ছাত্ররাজনীতি মুক্ত, তবে ছাত্র সংসদ থাকবে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। বিদেশে পাচার হওয়া লক্ষকোটি টাকা দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এরকম আরও আরও অনেক কাজ।
এখানেই সবাই মাতোয়ারা হয়ে খেই হারাবেন না, প্লিজ৷ সবচেয়ে ক্রুসিয়াল ফেইজে আছি। এখানেই নির্ধারিত হবে, ঠিক কী কারণে আমরা রক্ত দিয়েছি।
শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
© Riajul Islam Xulian
পরের ফেইজ হলো বিপ্লবকে সাসটেইনেবল করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পর্যায়। এই পর্যায়ে বিপ্লব চুরি হয়ে যাওয়ার ভয় থাকে সবচেয়ে বেশি। সবাই এখন এড্রেনালিন রাশ এর কারণে বিভিন্ন ইমোশন এর চূড়ায় উঠে আছে। এই পিক পয়েন্ট থেকে দ্রুত নেমে এরপর ক্যালকুলেটিভ ফেইজে আসতে হবে। কী চেয়েছিলাম, সেটা এখন হচ্ছে কি না, এটার দিকে খুব গভীরভাবে দৃষ্টিপাত করতে হবে।
সচিবালয় রিফর্ম করতে হবে [তাবৎ বড় বড় পুকুরচুরি, বাংলাদেশ চুরি এখানেই হয়]। বিভিন্ন সরকারি কর্পোরেশনকে সচিবমুক্ত করে সেগুলোর নিজস্ব চেয়ারম্যান বসাতে হবে, প্রশাসনের প্রভাবমুক্ত করতে হবে। পুলিশ রিফর্ম করতে হবে, যাতে থানায় গিয়ে সাধারণ মানুষকে অপরাধীর মতো মিনমিন করতে না হয়৷ ভূমি অফিসের সাব রেজিস্টার থেকে শুরু করে যত চিহ্নিত ঘুষখোর পদ আছে, সবগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ভার্সিটিগুলোর ভিসি পদে ব্যাকবোন যুক্ত মানুষ বসাতে হবে। ক্যাম্পাস হবে দলীয় ছাত্ররাজনীতি মুক্ত, তবে ছাত্র সংসদ থাকবে। সংবিধানের ২২ নং অনুচ্ছেদকে সত্যিকার অর্থে কার্যকর করতে হবে। বিদেশে পাচার হওয়া লক্ষকোটি টাকা দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে। ইচ্ছাকৃত ঋণখেলাপীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এরকম আরও আরও অনেক কাজ।
এখানেই সবাই মাতোয়ারা হয়ে খেই হারাবেন না, প্লিজ৷ সবচেয়ে ক্রুসিয়াল ফেইজে আছি। এখানেই নির্ধারিত হবে, ঠিক কী কারণে আমরা রক্ত দিয়েছি।
শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।
© Riajul Islam Xulian
🔥160❤🔥18💯7👌3
সারা বাংলাদেশে আমাদের যে সংখ্যালঘু ভাইবোনেরা রয়েছেন তাদেরকে নিয়ে কেউ যেন নতুন খেলা খেলতে না পারে সেজন্য পুরো বাংলাদেশে সে ভাইবোনদের রক্ষার জন্য ছাত্র-নাগরিক প্রতিরোধ দেয়াল গড়ে তুলুন ৷
সার্জিস আলম
সমন্বয়ক
সার্জিস আলম
সমন্বয়ক
🔥300❤45❤🔥10😢10💔2😭2
একজন প্রকৃত দেশপ্রেমিক
কখনোই দেশের সম্পদের ক্ষতি করতে পারে না।
Its Loud & Clear...
কখনোই দেশের সম্পদের ক্ষতি করতে পারে না।
Its Loud & Clear...
🔥248💯25❤🔥6❤4😭3🏆2