News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
407🔥40💯8😢7😭5🥰4❤‍🔥2
আসুন সবাই অন্য ধর্মাবলম্বী ভাইদের জান- মাল, ধর্মীয় উপাসনালয় রক্ষা করি। তৃতীয় পক্ষ শেষ সুযোগ নিতে পারে।
174❤‍🔥15💯6🔥2
গতকালের স্ক্রিনশট
😢213💔8😨6😍1
News Zone pinned «কারো বাসায়/মন্দিরে/পূজা মন্ডপে/ ধর্মীয় উপাসনালয়ে হামলা হলে প্লিজ যোগাযোগ করুন। সেনাবাহিনী ক্যাপ্টেন 1. Dinajpur 20 BIR CO Lt Col Raushanul Islam, 57 LC 01769682454 2. Mymensingh 21 EB Capt Faisal 01769208174 3. Sirajganj 40 Fd Capt Shudipto 01769510524…»
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
বিজয়ের চূড়ান্ত পর্যায়ে না পৌছানো পর্যন্ত আমাদের প্রতিটি স্টেপ সচেতনভাবে ফেলতে হবে ৷ সতর্ক থাকতে হবে ৷ লড়াই শেষ হয়নি ৷ রাজপথে থাকবেন তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ৷ স্বাধীনতার শুভেচ্ছা ৷


https://www.facebook.com/share/v/pKKKrEScxF8X6mqa/?mibextid=oFDknk
❤‍🔥22531🔥4🤝4
News Zone
গতকালের স্ক্রিনশট
নোয়াখালিতে মন্দিরে হামলা করতে গিয়ে হাতেনাতে ধরা খেলেন সাবেক ছাত্রলীগের কর্মী
❤‍🔥32522👌16🔥13🥰2
আমার হিন্দু ভাইবোন যারা এখানে আছেন, আপনারা জানেন এসব কাজ কারা করছে। দয়াকরে মুসলিম বা ছাত্রদের ভুল বুঝবেন না৷ আপনাদের জান-মাল রক্ষায় আমরা আপনাদের পাশে আছি।
😭20955🔥15💯14❤‍🔥6👌2😍2💔2
197❤‍🔥15💯5🔥2🥰2
আশ্রয় আবেদন‌ খারিজ ব্রিটেনের, শেষমেশ কোথায় যাবেন হাসিনা?

©ABP Ananda
225🔥47🤩12👏10🥰9😐3❤‍🔥2
যেমনটা আমরা চাই
🔥448❤‍🔥5126💯11👌5🥰4
Forwarded from Nursing Mate
আজ থেকে হলে থাকার জন্য ছাত্রলীগের প্রোগ্রামে যেতে হবে না ✌️🇧🇩
311🔥53❤‍🔥14🥰8💯7👏2
গণভবনে আজকে সেনা প্রধানের সঙ্গে যারা আলোচনায় অংশ নেন।
😐16742😢15😱6💔4❤‍🔥2
Clear Statement ‼️

এতদিন রাজপথে আমরা আন্দোলন করেছি, আমাদের এতগুলো প্রাণ ঝরেছে কেন?

একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার আশায়।কোটা আন্দোলন দিয়ে শুরু আন্দোলন পরবর্তীতে দাঁড়ায় রাষ্ট্র সংস্কারের আন্দোলন হয়ে। কিন্তু আজ আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর,আগুন দেয়া, সংখ্যালঘুদের উপর হামলা এসব কেন?

তাহলে তো বহির্বিশ্বে আওয়ামী লীগ সরকার-ই জয়ী হবে যারা বরাবর আমাদের দুস্কৃতিকারী বলে আখ্যা দিয়েছিল।তাই আমার সকল ভাইদের প্রতি বিশেষ অনুরোধ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবেন না।এসব আমাদের সম্পদ।আমাদের টাকায় তৈরি।নিজের ঘরে কেউ কী ভাঙচুর করে? আর সংখ্যালঘুরা আমাদের বন্ধু,ভাই,বোন।বৈষম্য বিরোধী আন্দোলনে তারাও আমাদের সাথে ছিলেন।তাদের রক্ষার দায়িত্ব আমাদের।খেয়াল রাখবেন আমাদের যেন বদনাম না হয়।

তাই যেসকল ভাইয়েরা যারা এতদিন রাজপথে থেকে এত কষ্ট করেছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছেন।আর ক'দিন থাকুন।রাষ্ট্রীয় সম্পদ বাঁচান। সংখ্যালঘুদের বাঁচান।আমরা তো একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন -ই দেখেছিলাম ঠিক না?

খেয়াল রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।আর ৫ আগস্ট,২০২৪ এ অর্জিত এ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সকলের।
200❤‍🔥14🔥9💯2
আমি গভীরভাবে মর্মহত। যারা মন্দিরে আগুন দিয়েছে বা সংখ্যালঘুদের বাড়ি ভাংচুর করেছে তাদের তালিকা করুন।আর প্রত্যেকে যে যেখানে অবস্থান করছেন সতর্ক থাকুন। যেনে রাখুন যদি সংখ্যালঘুরা নির্যাতিত হয় তাহলে ছাত্রসমাজ ব্যর্থ হয়ে যাবে। আমার ভাইয়ের রক্ত মূল্যহীন হয়ে পড়বে।

©Shoriful Islam
❤‍🔥158😢41🔥6🥰3💯2
গুজব এড়িয়ে চলুন, সবাই একসাথে হিন্দু ভাইদের পাশে দাড়ান।
🥰164❤‍🔥1914💯6🔥1
রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার এবং ভাঙচুর করার মন মানসিকতা কোন শিক্ষিত মানুষের পরিচয় হতে পারে না। দয়া করে এগুলোকে রক্ষা করুন,ভাঙচুর বন্ধ করুন।

এছাড়া ভিসির বাসভবন অথবা গণভবন পরবর্তী ভিসির অথবা প্রধানমন্ত্রীর সম্পদ হওয়ার কথা। এসব লুটপাট করা নিম্ন মনসিকতার পরিচয়। দয়া করে বিশ্বের কাছে বাংলাদেশকে এত ছোট করবেন না।

©Nazrin Rifa
💯168😢4114👏5
দেশ যেমন কারো বাপের না

একইভাবে দেশটা খালি এক ধর্মের না।

স্বাধীনতা ধ্বংস করতে দেওয়া হবে না।
372🔥30💯22❤‍🔥12😐5
ভোর ৬টা পর্যন্ত কারফিউ থাকছে, আগামীকাল থেকে সব অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান খোলা
🔥210😢4815
গনভবনের জিনিসপত্র ফেরত দিয়ে আসতেছে ছাত্ররা, এর চেয়ে সুন্দর দৃশ্য কিইবা হতে পারে !!!

https://www.facebook.com/ju.aesthetic/videos/537570635364467/?app=fbl
❤‍🔥15726👏12