News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
গণভবনে আজকে সেনা প্রধানের সঙ্গে যারা আলোচনায় অংশ নেন।
😐16742😢15😱6💔4❤‍🔥2
Clear Statement ‼️

এতদিন রাজপথে আমরা আন্দোলন করেছি, আমাদের এতগুলো প্রাণ ঝরেছে কেন?

একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার আশায়।কোটা আন্দোলন দিয়ে শুরু আন্দোলন পরবর্তীতে দাঁড়ায় রাষ্ট্র সংস্কারের আন্দোলন হয়ে। কিন্তু আজ আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর,আগুন দেয়া, সংখ্যালঘুদের উপর হামলা এসব কেন?

তাহলে তো বহির্বিশ্বে আওয়ামী লীগ সরকার-ই জয়ী হবে যারা বরাবর আমাদের দুস্কৃতিকারী বলে আখ্যা দিয়েছিল।তাই আমার সকল ভাইদের প্রতি বিশেষ অনুরোধ রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করবেন না।এসব আমাদের সম্পদ।আমাদের টাকায় তৈরি।নিজের ঘরে কেউ কী ভাঙচুর করে? আর সংখ্যালঘুরা আমাদের বন্ধু,ভাই,বোন।বৈষম্য বিরোধী আন্দোলনে তারাও আমাদের সাথে ছিলেন।তাদের রক্ষার দায়িত্ব আমাদের।খেয়াল রাখবেন আমাদের যেন বদনাম না হয়।

তাই যেসকল ভাইয়েরা যারা এতদিন রাজপথে থেকে এত কষ্ট করেছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থেকেছেন।আর ক'দিন থাকুন।রাষ্ট্রীয় সম্পদ বাঁচান। সংখ্যালঘুদের বাঁচান।আমরা তো একটি সুন্দর রাষ্ট্রের স্বপ্ন -ই দেখেছিলাম ঠিক না?

খেয়াল রাখবেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।আর ৫ আগস্ট,২০২৪ এ অর্জিত এ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমার, আপনার, সকলের।
200❤‍🔥14🔥9💯2
আমি গভীরভাবে মর্মহত। যারা মন্দিরে আগুন দিয়েছে বা সংখ্যালঘুদের বাড়ি ভাংচুর করেছে তাদের তালিকা করুন।আর প্রত্যেকে যে যেখানে অবস্থান করছেন সতর্ক থাকুন। যেনে রাখুন যদি সংখ্যালঘুরা নির্যাতিত হয় তাহলে ছাত্রসমাজ ব্যর্থ হয়ে যাবে। আমার ভাইয়ের রক্ত মূল্যহীন হয়ে পড়বে।

©Shoriful Islam
❤‍🔥158😢41🔥6🥰3💯2
গুজব এড়িয়ে চলুন, সবাই একসাথে হিন্দু ভাইদের পাশে দাড়ান।
🥰164❤‍🔥1914💯6🔥1
রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার এবং ভাঙচুর করার মন মানসিকতা কোন শিক্ষিত মানুষের পরিচয় হতে পারে না। দয়া করে এগুলোকে রক্ষা করুন,ভাঙচুর বন্ধ করুন।

এছাড়া ভিসির বাসভবন অথবা গণভবন পরবর্তী ভিসির অথবা প্রধানমন্ত্রীর সম্পদ হওয়ার কথা। এসব লুটপাট করা নিম্ন মনসিকতার পরিচয়। দয়া করে বিশ্বের কাছে বাংলাদেশকে এত ছোট করবেন না।

©Nazrin Rifa
💯168😢4114👏5
দেশ যেমন কারো বাপের না

একইভাবে দেশটা খালি এক ধর্মের না।

স্বাধীনতা ধ্বংস করতে দেওয়া হবে না।
372🔥30💯22❤‍🔥12😐5
ভোর ৬টা পর্যন্ত কারফিউ থাকছে, আগামীকাল থেকে সব অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান খোলা
🔥210😢4815
গনভবনের জিনিসপত্র ফেরত দিয়ে আসতেছে ছাত্ররা, এর চেয়ে সুন্দর দৃশ্য কিইবা হতে পারে !!!

https://www.facebook.com/ju.aesthetic/videos/537570635364467/?app=fbl
❤‍🔥15726👏12
News Zone
গনভবনের জিনিসপত্র ফেরত দিয়ে আসতেছে ছাত্ররা, এর চেয়ে সুন্দর দৃশ্য কিইবা হতে পারে !!! https://www.facebook.com/ju.aesthetic/videos/537570635364467/?app=fbl
ভাই অনেক জায়গায় দেখলাম অনেক negative news নিয়ে লাফালাফি,কেনো ভাই এগুলা আপনাদের চোখে পড়ে না!!!
👌7417❤‍🔥6🔥1
দোষ যার বা যাদেরই হোক ভাই এভাবে কাদা ছোড়াছুড়ি করে কোনো লাভ আছে!!!!

আমাদের অনেক স্টুডেন্ট,স্বেচ্ছাসেবক গণভবনের জিনিসপত্র গিয়ে ফেরত দিয়ে আসছে।সেটাও একটা ভালো দিক।শুধু সমালোচনা করে ২টা পোস্ট দিয়েই আপনার দায়িত্ব নাগরিক হিসেবে শেষ হয়ে যায় না।

আমার মা বলে একসাথে অনেক বাসন থাকলে ঠোকাঠুকি লাগবেই।দেশের সব মানুষ সমান না,একরকম ভাবার কারণও দেখি না।কারণ সবাই একই আদর্শে বা পরিবেশে বড় হয়নি।

তাই আসুন যাই হয়ে যাক,সবাই সম্মিলিতভাবে কাজ করি।সুন্দর একটা দেশ গড়ার চেষ্টা করি, অন্তত যারা করছে তাদের সাপোর্ট করি।
174💯32
সংসদ ভবনে গণকববের সন্ধানে যা পাওয়া গেল। যমুনা টিভি, কালবেলাসহ আমরা কয়েকজন সাংবাদিক কিছুক্ষণ আগে সংসদ ভবনের পেছনে গণকবরের সন্ধানে গিয়ে কিছু বই খাতা পেয়েছি। এবং গন্ধ পেয়েছি।

বই খাতা- বই খাতা গুলোতে ২/৩ জনের নাম পেয়েছি। তারমধ্যে ১ জনের মোবাইল নাম্বার পেয়েছি যার নাম নাইমুর রহমান। নাম্বারে কল দিয়ে জানতে পারি তিনি সংসদ ভবনের কর্মচারী তার ছেলের নাম নাইমুর রহমান। তাদের বাসায় ভাংচুর করা হয়েছে এবং ছেলের বই খাতা সবকিছু নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে বই খাতা গুলো কেউ ফেলে রেখে গেছে।

গন্ধ- আমরা একটা গন্ধ পেয়েছি। তবে আমরা কোনো কবরের সন্ধান পাই নাই। আর যে গন্ধ টা পাওয়া যাচ্ছে সেটা নির্দিষ্ট কোনো জায়গা থেকেও আসছে না। ধারণা করা হচ্ছে কোনো মৃত প্রাণীর গন্ধ হতে পারে।

সুতরাং সংসদ ভবনে গণকববের সন্ধান বিষয়টা গুজব।

Akram Hossain
Daily Kalbela
235😱23🫡7💯3😐3
সংসদ ভবন থেকে লুট করে নিয়ে যাওয়ার সময় প্রায় ৫৫ লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দেয় শিক্ষার্থীরা।

Do appreciate it guys
408🔥32🫡23❤‍🔥18🥰15👏11😐6💯2
আমরা অনেকে এখনো স্বাধীনতা নিয়ে পড়ে আছি।

ছবি শেয়ার করছি,পোস্ট দিচ্ছি,কাউকে টিটকারি মারছি।

কিন্তু এদিকে আজ পুরো বাংলাদেশে টোকাইরা সব লুট করছে,আমাদের দেশের হিন্দুরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

এমন স্বাধীনতার জন্য কি এতোগুলো বীর তাদের জীবন দিয়েছিলো!

আসুন,প্রতিহত করি তাদের।

এ দেশ আমাদের;মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সবার
❤‍🔥25345😢31🔥14💯13🤝5
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে হামলা

টিডিসি রিপোর্ট
261🔥56👌12🤩9😍5🥰4💯3😐3
হে বীরশ্রেষ্ঠগণ আমাদের ক্ষমা করবেন...
😢395💔35😭27😨91😱1
রাত জেগে কুমিল্লা নগরীর শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী বাড়ী মন্দির পাহাড়ায় রয়েছেন আমাদের মুসলিম ভাইয়েরা।

সবাই এগিয়ে আসুন
❤‍🔥33941👏14🫡8🔥6😨3💯2🥰1
নোয়াখালী
🔥14915❤‍🔥8
Army Exchange: 01769010000

কোনো জায়গায় যেকোনো ঝামেলা হলে এই নাম্বারে কল দিয়ে এক্সাক্ট লোকেশন বললে ওই লোকেশনের অন ডিউটির নাম্বার পাবেন।
98🔥7🥰5