News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
'শেখ-হাসিনা' ক্ষমতা ছাড়তে চাননি। তিনি উলটো আইন-শৃঙ্খলা বাহিনীর উপর ক্ষিপ্ত হউন। এক পর্যায়ে তিনি পুলিশ বাহিনীর চিপকে দেখিয়ে অন্যান্য বাহিনীর প্রধানকে বলেন, "আমি বুঝিনা! আপনারা কি করছেন? কারফিউ আরো স্ট্রিক্ট করুন(মানে কারফিউ দিয়ে মেরে ফেলুন আরো)।" বাকী সবাই বলেছিলো ম্যাম এভাবে আর করা যাবেনা।

এরপর সবাই শেখ-রেহানার সাথে কথা বলেন, বৈঠক করেন। শেখ-রেহানা বুঝাতে চাইলে শেখ হাসিনাকে, ওনি ক্ষমতা ছাড়বেনা বলে আবার বলে। এরপর প্রধানমন্ত্রীর ছেলে, শেখ-হাসিনাকে বুঝালে তিনি পদত্যাগ করতে বাধ্য হউন।

আওয়ামীলীগের নেতার বললো, তিনি যদি দেশ ছেড়ে পালাবেন-ই তাহলে আমাদেরকে কেন জনগণের বিপক্ষে যেতে হলো? আমরা এখন বৌ-বাচ্চা নিয়ে কিভাবে থাকবো এ সমাজে? কারণ তিনি নিজ নিজ এরিয়াতেই সবাইকে প্রতিহত করতে বলেছিলেন। আমাদের তো বিদেশ যাওয়ার সিস্টেম নেই, বা সুযোগ নেই।

-প্রথম আলো
234😁159😢43👏22💯1614❤‍🔥5🔥5
India made movies but we make it in reality.
We are Bengal People. Religion comes second here.

©
370🔥42❤‍🔥20🥰7🏆3
ভাই এসব news আপনারা দেখেন না,গুজব নিয়ে আর গণভবনের শাড়ি নিয়ে পড়ে থাকেন...!?
💯151❤‍🔥35😁10😢7🥰5🔥4👌3👏1
So sorry guys but she has made you cry
😁344😐11👌6😍5😭5
🔥585❤‍🔥3928💯7🕊5😁4🆒3
📣 বঙ্গবন্ধু হলের জন্য নির্দেশনাঃ

১০ টার সময় হলে আসছি। এসে হল প্রশাসনের সাথে কথা বলে তাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। হল প্রশাসন নিম্নের নিয়মগুলো মানবেনঃ

📌 হল কার্ড ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।
📌 যারা অবৈধভাবে হলে অবস্থান করেছিলেন তাদের যদি গুরুত্বপূর্ণ নথি কোনো রুমে থেকে থাকে, তাহলে ভার্সিটি আইডি কার্ড দেখানোপূর্বক রেজিস্ট্রার খাতায় সব তথ্য দিয়ে সংগ্রহ করতে পারবেন।
📌 আজ থেকেই ছাত্ররা হলে থাকবে এবং তারা নিরাপত্তা দেবেন।

🔴 বিঃদ্রঃ দ্রুতই গুরুত্বপূর্ণ নথি থাকলে সেগুলো সংগ্রহ করুন। অন্যথায় কেউ লিগ্যালি আপনার সিটে উঠলে সেগুলো বিনষ্ট হতে পারে। বাকীটা সমন্বয়করা নোটিশ দিয়ে ক্লিয়ার করবেন। ধন্যবাদ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়


In addition,
দেশ সংস্কারের কাজ মানে গিয়ে আগেই আপনাকে কেউ কোনো সেতু বিনির্মাণ বা মেট্রোরেল বা পুরো শিক্ষা ব্যবস্থা ঠিক করতে বলছে না।

আশে পাশেই ছোট ছোট পদক্ষেপ দিয়ে চলুন শুরু করি সংস্কার।
❤‍🔥23824😍12🔥4🥰2
সকল ক্যাম্পাস রাজনীতিমুক্ত চাই প্লীজ। ক্যাম্পাসে ফেরার পরেও যেনো সবার মাঝে এই স্পিরিট থাকে,ভাই।
291🔥25❤‍🔥18💯7
রাজশাহীবাসি Doing their works!

গতকাল নোংরা হওয়ার পর আজ সবাই মিলে রাজশাহী পুনর্গঠনে ব্যস্ত!

📌Rajshahi, Bangladesh
6 August, 2024 |

📷: Saimus Sabik
❤‍🔥37760🔥14🫡9🥰3😍2👏1👌1
আমার বাংলাদেশ, আমি সংস্কার করবো। সবাই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হউন
🔥50447❤‍🔥42👏10🥰7👌2😍2💯1
গুজব দেখছেন!
😐235😢45😁39😨84💯1