News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
🔥319🥰30❤‍🔥12👌84😁3🏆1
সবাই যে হারে দেশ নিয়ে সমালোচনা করছেন, ভাই একটু থামেন। দেশ রাতারাতি ইউরোপ-আমেরিকা হয়ে যাবেনা৷ এত এত অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সেগুলোর একমাত্র কারন এখনো আমাদের সুগঠিত সরকার নেই। ইন শা আল্লাহ আগমাীকাল এ সমস্যা থাকবেনা। বাট আপনারা এভাবে সমালোচনা করে তো স্বাধীনতা প্রশ্নবিদ্ধ করছেন। দেশ তো আপনারও। চলুন নিজেরা কিছু করি এবার শুধু সমালোচনা না করে!
🔥29132💯24❤‍🔥13👌5🥰2😨2🆒2
বাংলাদেশের বর্তমান ঋণ 99.3 Billion USD
আর
গত ১৬ বছরে পাচার করেছে 94 Billion USD

মজার কথা কি জানেন,
১টা ১০০০টাকা নোটের ডাইমেনশন
~162mmx70mmx0.25mm

১১লক্ষ কোটি টাকা ১০০০টাকা নোট দিয়ে একটার উপর একটা রাখলে হাইট হবে ২৭৫০.৫ কিমি.

বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার পাহাড় Saka Haphong এর উচ্চতা ১০৬৩মি

এক লেয়ারে সাজালে এই টাকা জায়গা নেয় ১২৪.৭৬ বর্গকিমি।

ঢাকার সাইজ হলো ৩০৬বর্গকিমি
চট্টগ্রাম ১৫৫বর্গকিমি
এই দুই বিভাগীয় শহর বাদে বাকি সব বিভাগীয় শহর এই টাকা দিয়ে ঢাকা যাবে।

পাশাপাশি বসালে লেংথ হয় ১৭৮২৩৪৯.৬ কিমি

পৃথিবীর পরিধি ৪০০০০কিমি।

এই টাকা পাশাপাশি বসিয়ে পৃথিবীর পুরোটা ৪৪.৫ বার রাউন্ড দেয়া যাবে।

🛑 Follow NewsZone For more important information
😢293🫡29😨12😱11💔5😭53👌2
আজ ৬ই আগস্ট, বিকাল ৫ ঘটিকায়, রাস্তায় ট্রাফিক পুলিশ না থাকায় আমরা শাহজাহানপুরের কিছু ছাত্র মিলে শাহজাহানপুর আমতলা মোরে রাস্তায় আইন শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে নামি। দ্বায়িত্বরত অবস্থায় রাত ৮ ঘটিকার দিকে দুটি বাইক রং সাইড দিয়ে যাওয়ার সময় আমি তাদের থামিয়ে অনুরোধের সহিত বলি রাইট সাইড দিয়ে যাওয়ার জন্য। তারা ছিল স্থানীয় যুবদল নেতা। তাদের একজন এলাকায় “টিকটিকি সরিফ “ নামে পরিচিত। তারা বলতে থাকে তারা যুবদল তাদের যেতে দেওয়ার জন্য নাহলে আমার নাকি কপালে শনি আছে! আমি বলি ,” সরি ভাইয়য়া আমি যেতে দিতে পারব না। “ তখন তাদের একজন আমাকে জিজ্ঞেস করল আমি কোন থানা কোন ওয়ার্ড এর। আমি তাদের বললাম আমি সাধারণ ছাত্র এবং আমি কোনোভাবেই যেতে দিতে পারবো না। তখন তারা আমার প্রতি মারমুখি হয় এবং তাদের একজন আমার গলা টিপে ধরে আমাকে বলে ,” গত ১৫ বছর জেলে ছিলাম , এখন বের হইছি তাফালিং করতে! “

ভাই , আমরা ছাত্ররা গত ২২ দিন যাবং জীবন হাতে নিয়ে রাস্তায় নামসি। মানুষদের হাজার ডেকেও রাস্তায় নামাতে পারি নাই। প্রত্যেকদিন আম্মুকে জরায় ধরে বলে বের হইসি যে আম্মু যাই আর নাও দেখা হতে পারে। রাস্তায় গুলি চলেছে আমাদের ছাত্রদের বুকে।

এটাই কী স্বাধীন রাষ্ট্র?

(Collected)
😢675😭5211😁11💔11👏4🔥1
ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত

তথ্য: যমুনা টিভি


লিংক
❤‍🔥34836😢10🔥54
Remember him?
❤‍🔥45551🫡12🥰6🏆5💔2
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
222❤‍🔥22👏9🔥5😢5
🥰492❤‍🔥5820👌11💯6😢3👏1💔1
😍31548🔥34💯8👏6🥰3😢1😭1
বুধবার রাতে বা বৃহস্পতিবার সকালে অন্তর্বতীকালীন সরকারের শপথ: নাহিদ
🥰25439🔥14❤‍🔥105😍4💔1
পুলিশের নতুন মহাপরিদর্শক ময়নুল ইসলাম
🔥401👏34😍18💔9👌5
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে চিত্রনায়ক রিয়াজকে

©The Daily Campus
😁487🔥35😐11👌7❤‍🔥22🎉2🆒1
পুলিশ এখন ভালো করে বুঝতে পারছে যে একজন মানুষ অসহায় অবস্থায় কেমন অনুভব করে ।

তাদের এই অবস্থা দেখে অনেক খারাপ লাগলেও কিছু করা নেই

যেমন কর্ম তেমন ফল
👏270😢4016😭16🤝9💯6💔4😨2
শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন না: জয়


শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে জয় বলেন, ‘তিনি দেশ ছাড়তে চাননি। দেশে সংঘর্ষ চলাকালে জানানো হয়েছিল গণভবনে হামলা করবে। তখন আমরা পরিবারের সদস্যরা তাকে (শেখ হাসিনা) কনভিন্স করলাম, এরা শুধু অন্দোলনকারী নয়, সন্ত্রাসীও। তারা তোমার ওপর হামলা করবে। তোমাকে দেশ ছেড়ে যেতেই হবে।’

বিস্তারিত: Click Here
😁385💔16😐15🕊12😱10😨3🆒1
❤‍🔥25618🔥10😍6🥰1💔1
খুলে দেওয়া হয়েছে পোশাক শিল্প কারখানা।
🥰17827👌3💯3
🔥520❤‍🔥34👌2😱1
প্যারিস থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন আজ ড.মুহাম্মদ ইউনুস।
🥰342🔥3221😍6❤‍🔥5
স্বাভাবিক হতে চলেছে রাজধানীর জনজীবন যদিও সবার মুখে আতঙ্কের ছাপ।
😢24019😭12💔3🔥2
অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ১৫জনের নামের তালিকা দিয়েছে বৈষম্যবাদী বিরোধী ছাত্র আন্দোলন।
রাজনৈতিক দলের সাথে সিদ্ধান্ত করে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

Let 's see
❤‍🔥271👌10🔥9
মেসির বাড়িতে হামলা

না ভাই বাংলাদেশের মানুষ গিয়ে করে নাই,relax.....

পরিবেশবাদীরা করেছে।
😁333😢44😱15❤‍🔥6💔2🤩1🆒1