✅মেডিকেলের মাইগ্রেশনের তালিকা প্রকাশ
দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের স্থগিত হওয়া মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকাল ৫টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এই তালিকা প্রকাশ করা হয়েছে।
@The Daily Campus
দেশের সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২০-২১ সেশনের প্রথম বর্ষের স্থগিত হওয়া মাইগ্রেশনের তালিকা প্রকাশিত হয়েছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিকাল ৫টায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এই তালিকা প্রকাশ করা হয়েছে।
@The Daily Campus
✅এসএসসির ফল প্রকাশের তারিখ জানাল আন্ত:বোর্ড সমন্বয়ক
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বরের যেকোন একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে। এই তিনদিনের যেদিন প্রধানমন্ত্রী সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।
@The Daily Campus
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বরের যেকোন একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে। এই তিনদিনের যেদিন প্রধানমন্ত্রী সময় দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।
বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ।
@The Daily Campus
5_6203857848485545397.pdf
232.6 KB
✅ডেন্টাল এর মাইগ্রেশনের তালিকা প্রকাশ
মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে হতে পারে
স্নাতক ভর্তি পরীক্ষার মতো মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে নেওয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব। তবে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত ছাড়া এ নিয়ে দাপ্তরিক কোনো ব্যাখ্যা দিতে অসম্মতি প্রকাশ করে তিনি বলেন, এ নিয়ে কথা বলার এখনো অনেক সময় বাকি আছে।
আজ বুধবার (২২ ডিসেম্বর) রাতে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
গত ১৯ ডিসেম্বর রাজধানীর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের স্নাতকে ভর্তি পরীক্ষায়ও তা বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবেন তিনি।
নায়েম মিলনায়তনে ২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম-নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধনী ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছে, সেই সিলেবাসটাই তারা পড়েছে। তার বেশি যদি তারা পড়তে পারতো তাহলে পরীক্ষাতেও তাদের সিলেবাস বড় করতাম। তাদের সংক্ষিপ্ত সিলেবাসই পড়তে হয়েছে। এখন তাদের যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবার পুরো সিলেবাসে পরীক্ষা হয়, সেটি নিশ্চয়ই যুক্তিযুক্ত হলো না। নায্যতার প্রশ্ন তো থেকেই যায়। যারা গুচ্ছ পদ্ধতিতে আছে তাদের সঙ্গেও, যারা নেই তাদের সঙ্গেও। আশা করি একটি ইতিবাচক সমাধান পাবো।’
এ ঘোষণার পর থেকেই আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই হবে কিনা—বিভিন্ন মহল থেকে এ রকম প্রশ্ন উঠছে।
জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেন, ‘এইচএসসির একটি সংক্ষিপ্ত সিলেবাস আমি সংগ্রহ করেছি। যে সিলেবাসের ওপর তাদের পরীক্ষা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির যেসব সদস্য প্রশ্নপত্র প্রণয়ন করেন, তাদেরকে সিলেবাসটি দেবো, যাতে এর ভেতর থেকে পরীক্ষা নেওয়া হয়।’
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে নিজের সরাসরি সম্পৃক্ত না থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রশ্নপত্র প্রণয়নে যারা জড়িত, সাধারণত আমি তাদেরকে তথ্য-উপাত্ত জোগাড় করে দিই। যারা মেডিকেলে প্রশ্নপত্র প্রণয়ন করেন, বিষয়টি আমার চেয়ে তাদের বেশি জানা দরকার। তাই তাঁদের ওটাও (সংক্ষিপ্ত সিলেবাস) দেবো।’
বেশ কিছু দিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছেন জানিয়ে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা কেন্দ্র করে অনেকগুলো কমিটি থাকে। ওভারসাইট কমিটি, এক্সপার্ট কমিটি, ভর্তি কমিটি। ভর্তি কমিটির সবাই আবার প্রশ্নপত্রের সঙ্গে জড়িত না। এটা খুবই স্পর্শকাতর হওয়ায় বিষয়টি একেবারেই গোপন থাকে।’
অধ্যাপক এ কে এম আহসান হাবিব বলেন, ‘স্টেক হোল্ডার মিটিং এখনো হয়নি। পরীক্ষার পূর্বে তাঁদের মাল্টিপল মিটিং হয়। শিক্ষাসহ অনেকগুলো বিষয় সামনে রেখে এই মিটিং হয়। সংক্ষিপ্ত সিলেবাসে যে পরীক্ষা হচ্ছে, বিষয়টি আমি মিটিংয়েও আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবো। যেন সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই সংক্ষিপ্ত প্রশ্নপত্র প্রস্তুত করা হয়।’
‘শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে। এখন আমরা ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্তকরণের বিষয়টিও কমিটিকে বিবেচনা করতে বলবো। তবে এই কমিটির রূপরেখা এখনো প্রণয়ন হয়নি। এজন্য এ বিষয়ে কথা বললে তাড়াহুড়ো হয়ে যাবে। এখনো উপযুক্ত সময় আসেনি। বিষয়টি আমার মাথায় আছে। আমরা এ ব্যাপারে অমনোযোগী নই। আমি কমিটিকে বিষয়টি খুলে বলবো। সিদ্ধান্ত তারাই নেবেন’, যোগ করেন তিনি।
যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে, সেহেতু তাদের মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করেই হওয়া উচিত কিনা—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো মতামত স্টেকহোল্ডার মিটিংয়ে প্রাধান্য পায় না। আমার মতামত তো থাকবেই। কমিটি যেটা ভালো মনে করে, সেটাই হবে। কারণ তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত। সব চিন্তা করে তারা যেটা ভালো মনে করবে, সেটাই হবে। আশা করি, তারা এমনটি (সংক্ষিপ্ত সিলেবাস) করবে।’
অধ্যাপক আহসান হাবিব বলেন, ‘বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে আমি দ্বিধায় পড়ে যাই। যারা প্রশ্ন করবেন, তারা সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে করবেন?’
তবে এটি খুব দুরুহ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি খুব জটিল কিছু হবে না। শিক্ষার্থীরা কয়েকটি চ্যাপারের ওপর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এটা তো প্রতিযোগিতামূলক পরীক্ষা। একটি চ্যাপ্টারের ওপর প্রশ্নপত্র তৈরি করলেও প্রকৃত মেধাবী শিক্ষার্থীকে বাছাই করা যাবে।
সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত ছাড়া দাপ্তরিক কোনো ব্যাখ্যা দিতে অসম্মতি প্রকাশ করে তিনি বলেন, তাহলে বিষয়টি এক পাক্ষিক হয়ে যাবে।
© মেডিভয়েস - MediVoice
স্নাতক ভর্তি পরীক্ষার মতো মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে নেওয়া যেতে পারে বলে মনে করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব। তবে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত ছাড়া এ নিয়ে দাপ্তরিক কোনো ব্যাখ্যা দিতে অসম্মতি প্রকাশ করে তিনি বলেন, এ নিয়ে কথা বলার এখনো অনেক সময় বাকি আছে।
আজ বুধবার (২২ ডিসেম্বর) রাতে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
গত ১৯ ডিসেম্বর রাজধানীর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এইচএসসি পরীক্ষার্থীদের স্নাতকে ভর্তি পরীক্ষায়ও তা বহাল রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করবেন তিনি।
নায়েম মিলনায়তনে ২০২২ শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রথম-নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারির উদ্বোধনী ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীরা যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা দিয়েছে, সেই সিলেবাসটাই তারা পড়েছে। তার বেশি যদি তারা পড়তে পারতো তাহলে পরীক্ষাতেও তাদের সিলেবাস বড় করতাম। তাদের সংক্ষিপ্ত সিলেবাসই পড়তে হয়েছে। এখন তাদের যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবার পুরো সিলেবাসে পরীক্ষা হয়, সেটি নিশ্চয়ই যুক্তিযুক্ত হলো না। নায্যতার প্রশ্ন তো থেকেই যায়। যারা গুচ্ছ পদ্ধতিতে আছে তাদের সঙ্গেও, যারা নেই তাদের সঙ্গেও। আশা করি একটি ইতিবাচক সমাধান পাবো।’
এ ঘোষণার পর থেকেই আসন্ন মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই হবে কিনা—বিভিন্ন মহল থেকে এ রকম প্রশ্ন উঠছে।
জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেন, ‘এইচএসসির একটি সংক্ষিপ্ত সিলেবাস আমি সংগ্রহ করেছি। যে সিলেবাসের ওপর তাদের পরীক্ষা হচ্ছে। বিশেষজ্ঞ কমিটির যেসব সদস্য প্রশ্নপত্র প্রণয়ন করেন, তাদেরকে সিলেবাসটি দেবো, যাতে এর ভেতর থেকে পরীক্ষা নেওয়া হয়।’
ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে নিজের সরাসরি সম্পৃক্ত না থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রশ্নপত্র প্রণয়নে যারা জড়িত, সাধারণত আমি তাদেরকে তথ্য-উপাত্ত জোগাড় করে দিই। যারা মেডিকেলে প্রশ্নপত্র প্রণয়ন করেন, বিষয়টি আমার চেয়ে তাদের বেশি জানা দরকার। তাই তাঁদের ওটাও (সংক্ষিপ্ত সিলেবাস) দেবো।’
বেশ কিছু দিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছেন জানিয়ে তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা কেন্দ্র করে অনেকগুলো কমিটি থাকে। ওভারসাইট কমিটি, এক্সপার্ট কমিটি, ভর্তি কমিটি। ভর্তি কমিটির সবাই আবার প্রশ্নপত্রের সঙ্গে জড়িত না। এটা খুবই স্পর্শকাতর হওয়ায় বিষয়টি একেবারেই গোপন থাকে।’
অধ্যাপক এ কে এম আহসান হাবিব বলেন, ‘স্টেক হোল্ডার মিটিং এখনো হয়নি। পরীক্ষার পূর্বে তাঁদের মাল্টিপল মিটিং হয়। শিক্ষাসহ অনেকগুলো বিষয় সামনে রেখে এই মিটিং হয়। সংক্ষিপ্ত সিলেবাসে যে পরীক্ষা হচ্ছে, বিষয়টি আমি মিটিংয়েও আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করবো। যেন সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই সংক্ষিপ্ত প্রশ্নপত্র প্রস্তুত করা হয়।’
‘শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছে। এখন আমরা ভর্তি পরীক্ষায় সংক্ষিপ্তকরণের বিষয়টিও কমিটিকে বিবেচনা করতে বলবো। তবে এই কমিটির রূপরেখা এখনো প্রণয়ন হয়নি। এজন্য এ বিষয়ে কথা বললে তাড়াহুড়ো হয়ে যাবে। এখনো উপযুক্ত সময় আসেনি। বিষয়টি আমার মাথায় আছে। আমরা এ ব্যাপারে অমনোযোগী নই। আমি কমিটিকে বিষয়টি খুলে বলবো। সিদ্ধান্ত তারাই নেবেন’, যোগ করেন তিনি।
যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে, সেহেতু তাদের মেডিকেল ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করেই হওয়া উচিত কিনা—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো মতামত স্টেকহোল্ডার মিটিংয়ে প্রাধান্য পায় না। আমার মতামত তো থাকবেই। কমিটি যেটা ভালো মনে করে, সেটাই হবে। কারণ তাঁদের সিদ্ধান্তই চূড়ান্ত। সব চিন্তা করে তারা যেটা ভালো মনে করবে, সেটাই হবে। আশা করি, তারা এমনটি (সংক্ষিপ্ত সিলেবাস) করবে।’
অধ্যাপক আহসান হাবিব বলেন, ‘বিষয়টি নিয়ে ভাবতে গিয়ে আমি দ্বিধায় পড়ে যাই। যারা প্রশ্ন করবেন, তারা সংক্ষিপ্ত প্রশ্ন কিভাবে করবেন?’
তবে এটি খুব দুরুহ হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি খুব জটিল কিছু হবে না। শিক্ষার্থীরা কয়েকটি চ্যাপারের ওপর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এটা তো প্রতিযোগিতামূলক পরীক্ষা। একটি চ্যাপ্টারের ওপর প্রশ্নপত্র তৈরি করলেও প্রকৃত মেধাবী শিক্ষার্থীকে বাছাই করা যাবে।
সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত ছাড়া দাপ্তরিক কোনো ব্যাখ্যা দিতে অসম্মতি প্রকাশ করে তিনি বলেন, তাহলে বিষয়টি এক পাক্ষিক হয়ে যাবে।
© মেডিভয়েস - MediVoice
👍2🥰1
🏮PSTU Update
💌ওয়েবসাইট ঠিক করা হয়েছে এবং GST তে ২০ এর নিচে যারা তাদের আবেদনের সুযোগ দিয়েছে।
💌আবেদনঃ https://admission.pstu.ac.bd/
#PSTU #GST
💌ওয়েবসাইট ঠিক করা হয়েছে এবং GST তে ২০ এর নিচে যারা তাদের আবেদনের সুযোগ দিয়েছে।
💌আবেদনঃ https://admission.pstu.ac.bd/
#PSTU #GST
⭐️সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত আয়োজক কমিটির উপর
২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি পুরো সিলেবাসে হবে সে বিষয়ে ভর্তি কমিটির বৈঠকে ঠিক করা হবে। যদিও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়। এই অধ্যাদেশের ফলে সরকার বিশ্ববিদ্যালয়গুলোর উপর সরাসরি হস্তক্ষেপ করে না। তবে জাতীয় কল্যাণের কথা বিবেচনা করে সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দিতে পারে। এই পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলো মানবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত।
সূত্র জানায়, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মত দেয়ায় বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ভাবতে শুরু করেছে। তবে এখনি এই বিষয়ে খোলাসা করতে চাচ্ছে না কর্তৃপক্ষ। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগে অথবা পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তারা।
আরও পড়ুন: রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে যা বললেন ভিসি
এ প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় ঠিক হয় ভর্তি কমিটির সভায়। এখানে এককভাবে বলাটা সমীচীন হবে না। কেননা আমি একটি কথা বললাম পরে সেটি পরিবর্তন হয়ে গেল। এতে করে শিক্ষার্থীদের ক্ষতি হবে। তাই এই বিষয়ে ভর্তি কমিটির সভার আগে কিছু বলা সম্ভব হবে না।
এদিকে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের পক্ষে নিজের অভিমত ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, যেহেতু এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হচ্ছে সেহেতু ভর্তি পরীক্ষাও এই সিলেবাসের আলোকে নেওয়া দরকার
@The Daily Campus
২০২১-২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে নাকি পুরো সিলেবাসে হবে সে বিষয়ে ভর্তি কমিটির বৈঠকে ঠিক করা হবে। যদিও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের পক্ষে মত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জানা গেছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ১৯৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী পরিচালিত হয়। এই অধ্যাদেশের ফলে সরকার বিশ্ববিদ্যালয়গুলোর উপর সরাসরি হস্তক্ষেপ করে না। তবে জাতীয় কল্যাণের কথা বিবেচনা করে সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে পরামর্শ দিতে পারে। এই পরামর্শ বিশ্ববিদ্যালয়গুলো মানবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত।
সূত্র জানায়, সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে মত দেয়ায় বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো ভাবতে শুরু করেছে। তবে এখনি এই বিষয়ে খোলাসা করতে চাচ্ছে না কর্তৃপক্ষ। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগে অথবা পরে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তারা।
আরও পড়ুন: রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ নিয়ে যা বললেন ভিসি
এ প্রসঙ্গে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার যাবতীয় বিষয় ঠিক হয় ভর্তি কমিটির সভায়। এখানে এককভাবে বলাটা সমীচীন হবে না। কেননা আমি একটি কথা বললাম পরে সেটি পরিবর্তন হয়ে গেল। এতে করে শিক্ষার্থীদের ক্ষতি হবে। তাই এই বিষয়ে ভর্তি কমিটির সভার আগে কিছু বলা সম্ভব হবে না।
এদিকে সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা আয়োজনের পক্ষে নিজের অভিমত ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, যেহেতু এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হচ্ছে সেহেতু ভর্তি পরীক্ষাও এই সিলেবাসের আলোকে নেওয়া দরকার
@The Daily Campus
A-Unit-2021.pdf
1.7 MB
✅হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মেধাতালিকা প্রকাশিত।
Agri Admission Notice.pdf
5 MB
Agriculture Waiting Update,
এখনো প্রোফাইলে অপশন Add হয়নি। রাত ৯ টার পরে Login করলে অপশন পেয়ে যাবে,আশা করছি।
🔘Log in link:
https://admission-agri.org/student_panel/applicant_login.php
এখনো প্রোফাইলে অপশন Add হয়নি। রাত ৯ টার পরে Login করলে অপশন পেয়ে যাবে,আশা করছি।
🔘Log in link:
https://admission-agri.org/student_panel/applicant_login.php
Admission 21-22 update
২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উপাচার্য পরিষদের সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে। ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নাকি পুরো সিলেবাসে হবে সেটিও এই বৈঠকে ঠিক করা হবে।
২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠিত হবে। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উপাচার্য পরিষদের সভায় ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে। ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নাকি পুরো সিলেবাসে হবে সেটিও এই বৈঠকে ঠিক করা হবে।