সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলন ও পরবর্তী সহিংসতায় তিন দিনেই (৪-৬ আগস্ট) অন্তত ৩২৬ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক, পুলিশের সদস্য, শিক্ষার্থী ও বিএনপির নেতা-কর্মী বেশি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই তিন দিনে পুলিশের গুলিতে মানুষের মৃত্যু হয়েছে। আবার পুলিশকেও মারধর করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে। আবার বিক্ষোভকারী ও প্রতিপক্ষের হামলা এবং অগ্নিসংযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মৃত্যুর ঘটনা ঘটেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই তিন দিনে পুলিশের গুলিতে মানুষের মৃত্যু হয়েছে। আবার পুলিশকেও মারধর করে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলা ও গুলিতে বিক্ষোভকারীদের মৃত্যু হয়েছে। আবার বিক্ষোভকারী ও প্রতিপক্ষের হামলা এবং অগ্নিসংযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মৃত্যুর ঘটনা ঘটেছে।
😢158
শিক্ষকদের নেতৃত্বে আগামীকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হওয়া ১১টি হল দখলমুক্ত করার উদ্যোগ নিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ধূপখোলা মাঠকেও শিক্ষার্থীদের আগের মতো নিজেদের দখলে নেওয়ার কথা রয়েছে।
🔥186👏8❤7
১৫ ই আগস্টকে কেন্দ্র করে জুলাই-আগস্ট হত্যাকান্ডের হুকুমের আসামিরা ফিরে আসার ষড়যন্ত্রে লিপ্ত।
পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রকে রুখে দিতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে। হত্যাকান্ডের সাথে জড়িতদের নামে মামলা করুন, সরকার দ্রুত ব্যবস্থা নিবে।
--আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
পরাজিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্রকে রুখে দিতে ছাত্র-জনতাকে রাজপথে থাকতে হবে। হত্যাকান্ডের সাথে জড়িতদের নামে মামলা করুন, সরকার দ্রুত ব্যবস্থা নিবে।
--আসিফ মাহমুদ
সমন্বয়ক
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
🔥316😢24❤18👌3
যেভাবে উপদেষ্টা বানিয়েছি, সেভাবেই গদি থেকে ছুঁড়ে ফেলতে দ্বিধা করবো না: হাসনাত আবদুল্লাহ
(স্বরাষ্ট্র উপদেষ্টা'র বক্তব্যের বিষয়ে)
(স্বরাষ্ট্র উপদেষ্টা'র বক্তব্যের বিষয়ে)
🔥471💯24🌚12❤8
বিপ্লবোত্তর সামনের দিনগুলো বেশ ক্রিটিকাল। প্রতি-বিপ্লব ঠেকাতে সদা-জাগ্রত, সদা-সজাগ থাকা চাই। বিপ্লবী ছাত্র-জনতাকে রাজপথ দখলে রাখতে হবে আরো কিছুদিন। তারুণ্যের এই গণজোয়ার অব্যাহত থাকুক। করুণাময় এ বিজয়কে টেকসই করুন। Miles to go..
--মিজানুর রহমান আজহারী
--মিজানুর রহমান আজহারী
❤🔥313❤29💯13🤩2😐1
ALL EYES ON 15th august
Beware
Beware
"Each and every single thing is Political"
💯233🫡15🔥5🤝4
আগামিকাল থেকে ছাত্ররা ট্রাফিক এ না দাঁড়িয়ে গাড়ি চেকিং শুরু করেন।
তাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না
তাদের পরিকল্পনা বাস্তবায়ন হতে দেওয়া যাবে না
🔥377💯18❤🔥9👏7🌚7🥰1
ভারতের প্রায় রাজ্যে আমি গিয়েছি!
কয়েকটা ছাড়া।
নিজের অভিজ্ঞতা থেকেই বলছি!
আপনি পশ্চিম বাংলা, তামিল নাডু, কেরালা ছাড়া ভারতের আর কোথাও "বিফ" এই শব্দ বললেই বিপদে পড়বেন!
বিপদ বলতে মহাবিপদ!
জীবন ও হারাতে পারেন!
মহিষের মাংসকে ওরা " বাড়ে ওয়ালা কা গোস্ত" বলে!
তাও খুব রেয়ারলি পাওয়া যায়!
আমাদের দেশে কোথায় "পাঠা" বললে মারামারি লাগে?
"শুকর" বললে মারামারি লাগে?
আপনি সংখ্যালঘু কিভাবে?
আপনার মত প্রকাশের স্বাধীনতা নাই?
পছন্দের খাবারের স্বাধীনতা নাই?
যে দেশে মাদ্রাসা বোর্ড এর সাবেক সন্মানিত চেয়ারম্যান সনাতনী, শত শত সচিব- উপ সচিব সনাতনী,বনজ-বিপ্লব গং দের কথা নাই বা বললাম, সেখানে সাম্প্রদায়িকতা কই থেকে আসে?
আপনি আপনার এলাকার প্রাইমারি স্কুলে গিয়ে দেখেন,কতজন সনাতনী আছেন?
আমরাও পড়িনি তাদের কাছে?
কিসের অভাবে আছেন?
সংখ্যালঘু কিভাবে বলা হচ্ছে?
বাংলাদেশী বলা হচ্ছেনা কেনো নিজেদেরকে?
আর কত ধরনের কার্ড খেলবেন?
আর কত?
আসুন না একসাথে আগাই!
দেখি সামনে পথ কেমন?
কয়েকটা ছাড়া।
নিজের অভিজ্ঞতা থেকেই বলছি!
আপনি পশ্চিম বাংলা, তামিল নাডু, কেরালা ছাড়া ভারতের আর কোথাও "বিফ" এই শব্দ বললেই বিপদে পড়বেন!
বিপদ বলতে মহাবিপদ!
জীবন ও হারাতে পারেন!
মহিষের মাংসকে ওরা " বাড়ে ওয়ালা কা গোস্ত" বলে!
তাও খুব রেয়ারলি পাওয়া যায়!
আমাদের দেশে কোথায় "পাঠা" বললে মারামারি লাগে?
"শুকর" বললে মারামারি লাগে?
আপনি সংখ্যালঘু কিভাবে?
আপনার মত প্রকাশের স্বাধীনতা নাই?
পছন্দের খাবারের স্বাধীনতা নাই?
যে দেশে মাদ্রাসা বোর্ড এর সাবেক সন্মানিত চেয়ারম্যান সনাতনী, শত শত সচিব- উপ সচিব সনাতনী,বনজ-বিপ্লব গং দের কথা নাই বা বললাম, সেখানে সাম্প্রদায়িকতা কই থেকে আসে?
আপনি আপনার এলাকার প্রাইমারি স্কুলে গিয়ে দেখেন,কতজন সনাতনী আছেন?
আমরাও পড়িনি তাদের কাছে?
কিসের অভাবে আছেন?
সংখ্যালঘু কিভাবে বলা হচ্ছে?
বাংলাদেশী বলা হচ্ছেনা কেনো নিজেদেরকে?
আর কত ধরনের কার্ড খেলবেন?
আর কত?
আসুন না একসাথে আগাই!
দেখি সামনে পথ কেমন?
❤287💯38🌚5🕊3💔2
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিসহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজ থেকে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী "রেজিস্ট্যান্স উইক" শুরু হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল ৩টায় জমায়েতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে।
🛑 Follow NewsZone For more important information
চার দফা দাবিগুলো হলো
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
🛑 Follow NewsZone For more important information
🔥143❤24🌚2❤🔥1⚡1