News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
BSMRSTU_C_Unit 1st Merit Selected Student List.pdf
1.2 MB
C Unit

✳️ HSC-21: GST (BSMRSTU)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম  মেধা তালিকা প্রকাশিত।
😢9🔥7🤔1
✳️ HSC-21: GST (BRUR)


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। লগইন করে দেখা যাবে।


🔗 লিংকঃ
https://admission.brur.ac.bd/
😢124🤔2
8DABE01E9DC3D9E.pdf
1.8 MB
Waiting List

✳️ HSC-21: GST (PSTU)


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 1st Merit List & Waiting List প্রকাশিত
🔥2🤔1
গুগলের লক্ষাধিক ইঞ্জিনিয়ারদের মধ্যে Distinguished Engineer, অর্থাৎ "বিশিষ্ট ইঞ্জিনিয়ার", রয়েছেন মাত্র শখানেক, আর এখন সেই দুর্লভ সন্মান আর স্বীকৃতির খাতায় যোগ হয়েছে একজন বাংলাদেশি।
একদম আক্ষরিক অর্থেই এই পদের নাম "বিশিষ্ট ইঞ্জিনিয়ার"। যেটা লেভেল ৯ এবং একই সাথে গুগলের ঊর্ধ্বতন পরিচালকের পদ। বাংলাদেশে আজও বিশ্বের টপ ৫০০ র‍্যাঙ্কিং এর মধ্যে কোন বিশ্ববিদ্যালয় নেই বলে কত না আক্ষেপ, সেই বাংলাদেশেরই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে কেউ কখনো গুগলে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ারের মতো উচ্চপর্যায়ে যেতে পারবে এমনটা আশা করলেও যে মানুষ পাগল ভাবতো এমনটাই আমাদের সমাজের বাস্তবতা।
জাহিদ সবুর
এ.আই.ইউ.বি গ্রাজুয়েট
ডিসটিনগুইসড ইন্জিনিয়ার (One & Only from Bangladesh), গুগল
👉Stories with Arif
67👏14🔥8🤯2🥰1
6🔥1
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১ম চারটি মেধাতালিকার ভর্তি ও চূড়ান্ত ভর্তি সম্পর্কে বিস্তারিত নোটিশ। সিট খালি থাকা সাপেক্ষে সামনে আরো লিস্ট দিবে।

©Admission Informer
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে এখন পর্যন্ত 'এ' ইউনিটে ভর্তি হয়েছে ১২৮ জন, 'বি' ইউনিটে ৩৭ জন ও 'সি' ইউনিটে ৩৬ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, প্রাথমিক ভর্তি ও ফি প্রদান ১১ নভেম্বর পর্যন্ত চলবে এবং ১২ নভেম্বর বিকাল ০৪:০০ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।

©Admission Informer
12🎉2
গুচ্ছের প্রথম মেরিটের প্রাথমিক ভর্তি নিশ্চায়নের সময় আগামীকাল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত, কাগজপত্র জমা দেয়ার শেষ সময় পরশু বিকাল ৪ টা পর্যন্ত

©Admission Informer
গুচ্ছের মেরিট, মাইগ্রেশন সম্পর্কে বিস্তারিত কিছু কথা
------------------------------------------------------------------------------------
গুচ্ছ শুরু থেকেই কিছুটা জটিলতার মধ্যে তাদের ভর্তি কার্যক্রম পরিচালনা করছে। মাইগ্রেশন নিয়ে একটা ধুম্রজাল সৃষ্টির পর নতুন করে যুক্ত হয়েছে মেরিট লিস্ট কতটা দিবে। আসলেই কি চারটা মেরিট লিস্ট দিয়েই বন্ধ হবে কিনা এটা নিয়ে সংশয়। আজ সেটা নিয়েই বিস্তারিত বলার চেষ্টা করা হলো।

১. University Migration & Subject Migration: এই দুটো বিষয় সবাই গুলিয়ে ফেলছে। কিন্তু দুটোই সিম্পল এবং ইজি ওয়েতে রয়েছে। যখন কেউ প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবে তখন তার এই দুটো অপশন স্বয়ংক্রিয়ভাবে চালু হবে। এক্ষেত্রে আলাদাভাবে এই বাটন দুটো চাপার কোনো প্রয়োজনীয়তা নেই। আর এখানে University Migration বলতে মূলত প্রথমবার প্রাথমিকভাবে নিশ্চায়নের পর পরবর্তী মেরিটে যদি কেউ অন্য বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক নিশ্চায়ন migrate করতে চায় তবে মাইগ্রেট করতে পারবে। এক্ষেত্রে তাকে ওই মুহুর্তে আলাদাভাবে কোন কাগজ পরিবর্তিত বিশ্ববিদ্যালয়ে দিতে হবে না। আর subject migration হলো মূলত প্রাপ্ত বিষয় পরের মেরিটে migrate হওয়া। এখানে কেউ যদি University migration অপশন অফ করে তবে সে আর তার প্রাথমিক ভর্তি পরবর্তী মেরিটে switch করতে পারবে না।

২. মেরিট লিস্ট: গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি লিস্ট প্রকাশিত হওয়ার পর সবার মনে একই প্রশ্ন যে গুচ্ছে কি তবে চারটা মেরিটের পর আর মেরিট দিবে না নাকি!!!! এটার উত্তর হলো, না। মেরিট দিবে। সিট ফাকা থাকা সাপেক্ষে অবশ্যই মেরিট লিস্ট দিবে। তবে চতুর্থ মেরিটের পর হয়তো চূড়ান্ত ভর্তির একটা সময়সীমা দিতে পারে গুচ্ছ টেকনিক্যাল কমিটি। সেটাতে প্রথম চার মেরিটের মাইগ্রেটেড শিক্ষার্থীদের ভর্তি চূড়ান্ত করতে হবে। আর এতে University Migration স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। তবে কেউ চাইলে চূড়ান্ত ভর্তি হওয়া বিশ্ববিদ্যালয়ে Subject Migration চালু রাখতে পারবে। অথবা বন্ধও করতে পারবে। বন্ধ করলে চূড়ান্ত ভর্তির সময় ভর্তিকৃত বিশ্ববিদ্যালয় ও বিষয়ই চূড়ান্ত বলে বিবেচিত হবে আর তার আর কোনো মাইগ্রেশন হবে না।

৩. প্রতিটা বিশ্ববিদ্যালয়ে মোট আসনের কমপক্ষে ৮০% ফিলাপ না হলে বিশ্ববিদ্যালয়গুলো মেরিট লিস্ট দেয়া বন্ধ করতে পারে না। আবার মোট আসনেরও ৮০-৯০% ফিলাপ না হলে বিশ্ববিদ্যালয় পুরো ভর্তি কার্যক্রম বন্ধ করতে পারে না। তাই সিট ফাকা সাপেক্ষে অবশ্যই মেরিট দিবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়গুলো।

৪. জানুয়ারিতে ওরিয়েন্টেশন শুরু হবে অধিকাংশ বিশ্ববিদ্যালয়েই। তবে ফেব্রুয়ারির আগ পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আর ফেব্রুয়ারিতে পুরোদমে ক্লাস চালু হবে। তার আগ পর্যন্ত যতগুলো মেরিট, ধাপ যাওয়া দরকার বিশ্ববিদ্যালয়গুলো যাবে।

৫. গুচ্ছের প্রসেস আপেক্ষিকভাবে অনেক লং মনে হলেও আসলে লং হবে না। তারা ৩ মাস টার্গেট নিয়েই আগাচ্ছে। গড়ে ৩ মাসই লেগেছিল গতবারের ভর্তি কার্যক্রমে। তারা সেই অভিজ্ঞতা থেকেই এবার ভর্তি কার্যক্রম পরিচালনা করছে এবং তারা এতে ব্যর্থ হবে না।

৬. গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ সিট ফাকা বা ফিলাপের কারণ থাকে। তাই খুব সহজেও গণবিজ্ঞপ্তির পথে হাটবে না বিশ্ববিদ্যালয়গুলো।

সবশেষ, ধৈর্য ধরতে হবে। অপেক্ষা করতে হবে। আবেগী হওয়া যাবে না। বেশি বুঝাও যাবে না আবার ভুল বুঝাও যাবে না।

Think technically, not emotionally ❤️

ধন্যবাদ ❤️

©Admission Informer
29
" ফাইনালের অধিকাংশ টিকিট কিনে রাখছিল ইন্ডিয়ান সাপোর্টাররা, কিন্তু তারা ফাইনালে যেতে পারে নাই। "

মূলকথা তাহলে কি হলো?

ধৈর্য ধরুন,অতি উৎসাহী হবেন না,আল্লাহ (সৃষ্টিকর্তার) এর উপর বিশ্বাস রাখুন

GstFact
73🔥5👏5🥰2🎉1
News Zone
Photo
আমাদের বাংলাদেশী সন্তান, প্রিন্সটনের Eugene Higgins অধ্যাপক জাহিদ হাসানের নেতৃত্বে একদল বিজ্ঞানী টোপোলজিক্যাল ইন্সুলেটরে রুম তাপমাত্রায় quantum effects ল্যাবরেটরিতে পেয়েছেন। এটি একটি বিশাল আবিষ্কার।
তাই এটি "নেচার ম্যাটেরিয়ালস" জার্নালে প্রকাশিত হয়েছে। এই জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর ৪৩ এর বেশি। এতদিন এই কোয়ান্টাম ইফেক্ট পাওয়া গিয়েছিল পরম শূন্য (অ্যাবসলিউট জিরো কেলভিন) তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রায়। এই তাপমাত্রায় পৌঁছানো খুবই ব্যববহুল। স্মরণ রাখতে হবে যে অ্যাবসলিউট শূন্য তাপমাত্রায় নেওয়া একদম অসম্ভব কারণ ম্যাটেরিয়ালের এটমগুলোকে সম্পূর্ণ ফ্রীজ করা যায় না যেহেতু শূন্য তাপমাত্রাতেও quantum vibration আছে। তাছাড়া পরম শূন্য তাপমাত্রায় পৌঁছুতে আমাদেরকে মেটেরিয়াল থেকে সম্পূর্ণ তাপ তুলে আনতে হবে যা করতে অসীম পরিমান কাজ করতে হবে যা অসম্ভব।
এমনকি পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি যেতেও যেই পরিমান কাজ করতে হয় তা খুবই ব্যয়বহুল। তাই স্বাভাবিক রুম তাপমাত্রায় টোপোলজিক্যাল ইনসুলেটর পাওয়া একটি যুগান্তকারী আবিষ্কার। ধারণা করা হচ্ছে এই কাজের পর কোয়ান্টাম টেকনোলজির নতুন দিগন্ত উম্মোচিত হবে।
Congratulations M. Zahid Hasan and your team. Bravo! We are so proud of you! ❤️‍🔥
Source: Kamrul Hasan Mamun sir and Zahid Sir's profile.
25🔥9
Forwarded from GK Phobia। Exam Mate (Tahmim)
গ্রেটেস্ট শো অন দ্য আর্থ- খ্যাত বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় নিযুক্ত রেফারিদের কো-অর্ডিনেটর হিসেবে কাজ করবেন বাংলাদেশেরই এক সন্তান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিয়াকত আলী।
32🔥2
✳️ HSC-21: GST

১ম মেধা তালিকার সব ইউনিটের ভর্তি সংক্রান্ত -

1)SUST- (মোট ভর্তি-৫০৬ ফাঁকা -১১৬১)
2)NSTU- (মোট ভর্তি-৫২৪ ফাঁকা -৭৬১)
3)JUST- (মোট ভর্তি-২৫০ ফাঁকা -৬৭০)
4)HSTU- (মোট ভর্তি-৭৯০ ফাঁকা -৭৩৫)
5)PUST- (মোট ভর্তি-৪২২ ফাঁকা -৪৯৮)
6)MBSTU- (মোট ভর্তি-২৩৯ ফাঁকা -৫৮১)
7)BSFMSTU- (মোট ভর্তি-৯৩ ফাঁকা -১১১)
8)BSMRSTU- (মোট ভর্তি-৬৬০ ফাঁকা -৮৪৫)
9)RMSTU- (মোট ভর্তি- ফাঁকা - )
10)CSTU- (মোট ভর্তি- ফাঁকা - )
11)JnU- (মোট ভর্তি- ১২৮৩ ফাঁকা -১৪৭৭)
12)KU- (মোট ভর্তি-২০৪ ফাঁকা -৭২৪)
13)BU- (মোট ভর্তি-৭৫৯ফাঁকা -৬৫৫)
14)CoU- (মোট ভর্তি-৩৩০ ফাঁকা -৭১০)
15)IU- (মোট ভর্তি- ৫৫৩ ফাঁকা -১৪৬৭)
16)JKKNIU- (মোট ভর্তি- ফাঁকা -)
17)BRUR- (মোট ভর্তি-৮৬৫ ফাঁকা -৫৩০)
18)SHU- (মোট ভর্তি-ফাঁকা -)
19)RUB- (মোট ভর্তি-১২৮ ফাঁকা -৭২)
20)BSMRU- (মোট ভর্তি- ফাঁকা -)
21)BDU- (মোট ভর্তি-৬৮ফাঁকা -৩২)
22)PSTU- (মোট ভর্তি- ফাঁকা -)
12🥰5👏3
Offtopic‼️
👏37🤩86🤯1😢1
Forwarded from Bangla Phobia।Exam Mate (Tahmim)
FunFact‼️ জয়কলির একসেট বাংলা বই পড়েই ভিয়েতনামের মানুষরাও বাংলা বুঝে, তুমি পিছিয়ে যাচ্ছনা তো?
😁81👏2🤔1🤯1😢1