বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিসহ সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আজ থেকে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী "রেজিস্ট্যান্স উইক" শুরু হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল ৩টায় জমায়েতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হবে।
🛑 Follow NewsZone For more important information
চার দফা দাবিগুলো হলো
১. ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে, সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
২. সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ ও এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ-অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।
৩. প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলা, মামলা, এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নূতন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে।
৪. প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে, তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে।
🛑 Follow NewsZone For more important information
🔥143❤24🌚2❤🔥1⚡1
জাতীয় জরুরি সেবা ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে : পুলিশ হেডকোয়ার্টার্স
🔥156❤12❤🔥4
আসসালামু আলাইকুম। আজ থেকে জাতীয় জরুরী সেবা(৯৯৯) চালু করা হয়েছে এ নিউজ দেখেছেন সবাই। পুলিশ হেডকোয়ার্সের একটা অভিযোগ ছিল এই হটলাইনে আসা অর্ধেকের বেশিরভাগ কল ই ভুয়া বা মজা করে দেওয়া হয়েছে। যারা এমন ঘৃনিত কাজ করে তারা কোন বিশেষ শ্রেনির মানুষ আমি জানিনা। তবে এখন সময় পরিবর্তনের। এখন দেশে তারুণ্যের জয়গান। আমরা সচেতন থাকবো যেন এরকম কিছু আর যেন না হয়। দেশ সাজাতে আপনাকে ট্রাফিক সাজতে হবেনা, বা রং তুলি হাতে গ্রাফিতি আকতে হবে না। দেশ সংস্কার হোক সব জায়গা থেকে। এসব ঘৃনিত কাজ যে ই করুক আমাদের চোখে পড়লে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো নিজের জায়গা থেকে।
❤🔥188💯16👌5❤1
১১ বা ১২ সেপ্টেম্বর শুরু হতে পারে স্থগিত এইচএসসি পরীক্ষা
© Independent TV
🛑 Follow NewsZone For more important information
© Independent TV
🛑 Follow NewsZone For more important information
👏117😐27❤7🔥3
গণভবনের সিন্দুক থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার।
গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাঁদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল।
এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব-২-এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে।
✅ বিস্তারিত
গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাঁদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল।
এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র্যাব-২-এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে।
✅ বিস্তারিত
🌚233👌32👏13😐13🤩8💯6🔥3❤🔥2
পালাতে গিয়ে সীমান্ত থেকে গ্রেফতার সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
🤩248👏34🌚26🔥22❤🔥12🥰6💯5
হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই: হোয়াইট হাউস
👏183🫡21👌15❤7🔥4😨3
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হল ও মতিহার হলে ছাত্রলীগের ব্লকে তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে হল প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের ব্লকে অস্ত্র আছে সন্দেহে তল্লাশি চালানোর দাবি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এ দুটি হলে অভিযান চালান তারা।
🫡142😱22😢6👏5😨2