Breaking News!
এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল
এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
🛑 Follow NewsZone For more important information
এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল
এইচএসসির স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
🛑 Follow NewsZone For more important information
🔥67😐34😭15🫡3😢1🤗1
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
🔥78❤🔥7
১ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না
-অর্থ উপদেষ্টা
-অর্থ উপদেষ্টা
❤131💔10👌7🔥4🆒3🕊2💯1
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) থেকে ক্লাস শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়টির নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন।
👏74❤16😢6
HSC ব্যাচ সমাচার:
২০ ব্যাচ- ফুল অটো
২১ ব্যাচ- হাফ অটো
২২ ব্যাচ- হালকা অটো
২৩ ব্যাচ- এতো অটোর মাঝে একটা CNG
২৪ ব্যাচ- বৈষম্যবিরোধী অটো
২০ ব্যাচ- ফুল অটো
২১ ব্যাচ- হাফ অটো
২২ ব্যাচ- হালকা অটো
২৩ ব্যাচ- এতো অটোর মাঝে একটা CNG
২৪ ব্যাচ- বৈষম্যবিরোধী অটো
🌚260😭60🤩50💔16🆒9❤🔥6💯6
বৈষম্য বিরোধী ছাত্র -জনতা আন্দোলনে আহত ও নিহতদের তথ্য সংগ্রহে হটলাইন চালু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নম্বরগুলো হলো: স্বাস্থ্য বাতায়ন (২৪/৭ কল সেন্টার) নম্বর: ১৬২৬৩ ও হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদফতর- হটলাইন নম্বর সমূহ: ০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৯২।
তথ্য: Daily Campus
তথ্য: Daily Campus
❤77👌5
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
😢102👏14🌚12😭10😐4😨4💔2
নিজ জেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকা দুর্নীতির পাঁয়তারা করেন দীপু মনি। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার সাড়ে ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকট আত্মীয়রা। তারা ভূমি অধিগ্রহণে প্রশাসনিক অনুমোদনের আগেই চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নে জায়গা ঠিক করে নিজেদের নামে দলিল করিয়ে নেন। পরবর্তী সময়ে সেসব জমিই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করে এবং জেলা প্রশাসনকে অধিগ্রহণের জন্য বলে। সেখান থেকে ৩৫৯ কোটি অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হয়। এই অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। তিনি চাঁদপুরে দীপু মনির ভাইসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর জমি দখলের বিরুদ্ধে অবস্থানের জন্য আলোচিত ছিলেন। টিপুসহ বেশ কয়েকজন নেতাকর্মী ভুয়া দলিলের মাধ্যমে ৪৮ একরের বেশি জমির দখল নেওয়ার প্রতিবাদ জানানোর ৪৮ ঘণ্টা পর তাকে নেত্রকোণায় বদলি করা হয়।
😢95😨23🥰1
নতুন শিক্ষাক্রম অনুযায়ী, নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদারসে বিক্রি হচ্ছে এসব বই। এক গবেষণায় দেখা গেছে, ৯৭ শতাংশ শিক্ষার্থী নোট বা গাইডের ওপর নির্ভরশীল। মুখে নোট গাইড বইয়ের বিরোধিতা করলেও দীপু মনি নোট-গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে তাকে সহায়তা করতেন একজন প্রকাশনীর মালিক। সেই প্রকাশনীর মালিকের বাড়ি চাঁদপুরে।
ঢাকার এক নোট-গাইড প্রকাশক জানান, তিন মাস পরপর অন্তত ২৫ কোটি টাকা কমিশন নিতেন দীপু মনি।
ঢাকার এক নোট-গাইড প্রকাশক জানান, তিন মাস পরপর অন্তত ২৫ কোটি টাকা কমিশন নিতেন দীপু মনি।
😢114😐30😭6💔3🔥2