HSC ব্যাচ সমাচার:
২০ ব্যাচ- ফুল অটো
২১ ব্যাচ- হাফ অটো
২২ ব্যাচ- হালকা অটো
২৩ ব্যাচ- এতো অটোর মাঝে একটা CNG
২৪ ব্যাচ- বৈষম্যবিরোধী অটো
২০ ব্যাচ- ফুল অটো
২১ ব্যাচ- হাফ অটো
২২ ব্যাচ- হালকা অটো
২৩ ব্যাচ- এতো অটোর মাঝে একটা CNG
২৪ ব্যাচ- বৈষম্যবিরোধী অটো
🌚260😭60🤩50💔16🆒9❤🔥6💯6
বৈষম্য বিরোধী ছাত্র -জনতা আন্দোলনে আহত ও নিহতদের তথ্য সংগ্রহে হটলাইন চালু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নম্বরগুলো হলো: স্বাস্থ্য বাতায়ন (২৪/৭ কল সেন্টার) নম্বর: ১৬২৬৩ ও হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, স্বাস্থ্য অধিদফতর- হটলাইন নম্বর সমূহ: ০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৯২।
তথ্য: Daily Campus
তথ্য: Daily Campus
❤77👌5
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
😢102👏14🌚12😭10😐4😨4💔2
নিজ জেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে ৩৫৯ কোটি টাকা দুর্নীতির পাঁয়তারা করেন দীপু মনি। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার সাড়ে ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকট আত্মীয়রা। তারা ভূমি অধিগ্রহণে প্রশাসনিক অনুমোদনের আগেই চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়নে জায়গা ঠিক করে নিজেদের নামে দলিল করিয়ে নেন। পরবর্তী সময়ে সেসব জমিই প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করে এবং জেলা প্রশাসনকে অধিগ্রহণের জন্য বলে। সেখান থেকে ৩৫৯ কোটি অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া হয়। এই অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। তিনি চাঁদপুরে দীপু মনির ভাইসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর জমি দখলের বিরুদ্ধে অবস্থানের জন্য আলোচিত ছিলেন। টিপুসহ বেশ কয়েকজন নেতাকর্মী ভুয়া দলিলের মাধ্যমে ৪৮ একরের বেশি জমির দখল নেওয়ার প্রতিবাদ জানানোর ৪৮ ঘণ্টা পর তাকে নেত্রকোণায় বদলি করা হয়।
😢95😨23🥰1
নতুন শিক্ষাক্রম অনুযায়ী, নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদারসে বিক্রি হচ্ছে এসব বই। এক গবেষণায় দেখা গেছে, ৯৭ শতাংশ শিক্ষার্থী নোট বা গাইডের ওপর নির্ভরশীল। মুখে নোট গাইড বইয়ের বিরোধিতা করলেও দীপু মনি নোট-গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে। এ কাজে তাকে সহায়তা করতেন একজন প্রকাশনীর মালিক। সেই প্রকাশনীর মালিকের বাড়ি চাঁদপুরে।
ঢাকার এক নোট-গাইড প্রকাশক জানান, তিন মাস পরপর অন্তত ২৫ কোটি টাকা কমিশন নিতেন দীপু মনি।
ঢাকার এক নোট-গাইড প্রকাশক জানান, তিন মাস পরপর অন্তত ২৫ কোটি টাকা কমিশন নিতেন দীপু মনি।
😢114😐30😭6💔3🔥2
🚨 RED ALERT 🚨
The flood situation in Fulgazi and Parshuram, Feni, is worsening by the hour. Immediate help is needed to rescue stranded people as water levels continue to rise. If anyone can arrange boats or speedboats, please step forward NOW! Lives are at stake. #FloodRelief #Feni #Emergency
The flood situation in Fulgazi and Parshuram, Feni, is worsening by the hour. Immediate help is needed to rescue stranded people as water levels continue to rise. If anyone can arrange boats or speedboats, please step forward NOW! Lives are at stake. #FloodRelief #Feni #Emergency
😢195😨5😭1
সতর্কতা জারি করা হল গোমতী নদীর তীরবর্তী বাসিন্দাদের জন্য। ভারি বৃষ্টিপাতের ফলে ডুম্বর জ্বলাশয়ের জল স্ফিত হওয়ায় খুলে দেওয়া হচ্ছে ডুম্বুর গেট । শেষ ১৯৮৩ এ খোলা হয়েছিল।
ডুম্বুর জলপ্রপাত কেন্দ্রে চূড়ান্ত সতর্কতা ⚠️
গোমতি হাইড্রো ইলেক্ট্রিক প্রজেক্টের, ডিজিএম এর তথ্য অনুযায়ী বিপজ্জনক স্তর ৯৪ মিটার। এই মুহূর্তে জলস্তর ৯৩.৮৫ মিটার,
জল পর্যায়ক্রমে ছাড়া হবে।
তথ্য: Tripura Disaster Management Authority
ডুম্বুর জলপ্রপাত কেন্দ্রে চূড়ান্ত সতর্কতা ⚠️
গোমতি হাইড্রো ইলেক্ট্রিক প্রজেক্টের, ডিজিএম এর তথ্য অনুযায়ী বিপজ্জনক স্তর ৯৪ মিটার। এই মুহূর্তে জলস্তর ৯৩.৮৫ মিটার,
জল পর্যায়ক্রমে ছাড়া হবে।
তথ্য: Tripura Disaster Management Authority
😢161🌚2👌1
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের চিকিৎসা চলছে সিএমএইচে
আহতদের চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে ৩২০টি শয্যা প্রস্তুত। আহতরা বিনা মূল্যে চিকিৎসা পাবেন।
আহতদের চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে ৩২০টি শয্যা প্রস্তুত। আহতরা বিনা মূল্যে চিকিৎসা পাবেন।
🔥136❤29🫡7❤🔥5👏4😐2💯1
Friendliest এর অনেকে দেখলাম ডিফেন্ড করছেন ভারতকে,ভারত না খুলে দিলে বাঁধ তারাই ডুবতো।
এ বিষয়ে নিজের একটা মতামত শেয়ার করলাম।
প্রথম কথা,উজানে বাঁধ দেওয়াটাই প্রকৃতির সাথে একধরনের বিরোধিতা।
দ্বিতীয়ত,এই বাঁধ দেওয়ার ফলে আমাদের নদী গুলো মরে গেছে, নাব্যতা নাই, চর পড়ে গেছে। ফলে যখন এসকল বাঁধ হঠাৎ খুলে দেওয়া হয় তখন ভাটির অঞ্চল হিসেবে আমরা ডুবে যাই।
সোজা কথায় এটা একধরনের প্রতারণা।
যখন আমার পানির দরকার তুমি দেওনা, আর পানি বেড়ে গেলে তুমি আমাকে ডুবিয়ে দাও।
বিষয়টা আপনার সরল ধারনার মতো সরল না।
ধন্যবাদ।
© Tahmim Khan
এ বিষয়ে নিজের একটা মতামত শেয়ার করলাম।
প্রথম কথা,উজানে বাঁধ দেওয়াটাই প্রকৃতির সাথে একধরনের বিরোধিতা।
দ্বিতীয়ত,এই বাঁধ দেওয়ার ফলে আমাদের নদী গুলো মরে গেছে, নাব্যতা নাই, চর পড়ে গেছে। ফলে যখন এসকল বাঁধ হঠাৎ খুলে দেওয়া হয় তখন ভাটির অঞ্চল হিসেবে আমরা ডুবে যাই।
সোজা কথায় এটা একধরনের প্রতারণা।
যখন আমার পানির দরকার তুমি দেওনা, আর পানি বেড়ে গেলে তুমি আমাকে ডুবিয়ে দাও।
বিষয়টা আপনার সরল ধারনার মতো সরল না।
ধন্যবাদ।
© Tahmim Khan
💯220😢26🔥6👏6👌5❤🔥2🆒1