এখানে বর্তমান রেইনবেল্টের স্যাটেলাইট এবং রাডার দৃশ্য রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র দেশ cumulonimbus (ভারী বৃষ্টি বহনকারী) মেঘে আচ্ছন্ন হয়েছে এবং এরই ফলস্বরূপ এই প্রবল বৃষ্টি এবং ভারত হঠাৎ করে অনেক বাধঁ খুলে দিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।
BFFWC এর মতে, চারটি নদী পয়েন্ট এখন প্রবল বন্যা স্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সাতটি নদীর পয়েন্ট বন্যা স্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আটটি নদী প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে নিম্নোল্লিখিত নদীগুলির আশেপাশের অঞ্চলগুলির আকস্মিকভাবে জলস্তর বৃদ্ধির ফলে বন্যার সম্মুখীন হতে পারে।
নদীর পয়েন্টগুলি হল; মনু , খোয়াই, ধলাই, মুহুরী , হালদা, গোমতী।
এটি আমাদের জন্য একটি বন্যা বিধ্বংসী বছর হতে পারে। সকলে সতর্ক থাকুন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে আগাম প্রস্তুতি নিয়ে রাখুন। আল্লাহ আমাদের সহায় হোন।
Data collected from: BMD, FFWC, Meteoblue, baf Radar
BFFWC এর মতে, চারটি নদী পয়েন্ট এখন প্রবল বন্যা স্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সাতটি নদীর পয়েন্ট বন্যা স্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী 48 ঘন্টার মধ্যে আটটি নদী প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে নিম্নোল্লিখিত নদীগুলির আশেপাশের অঞ্চলগুলির আকস্মিকভাবে জলস্তর বৃদ্ধির ফলে বন্যার সম্মুখীন হতে পারে।
নদীর পয়েন্টগুলি হল; মনু , খোয়াই, ধলাই, মুহুরী , হালদা, গোমতী।
এটি আমাদের জন্য একটি বন্যা বিধ্বংসী বছর হতে পারে। সকলে সতর্ক থাকুন বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার আগে আগাম প্রস্তুতি নিয়ে রাখুন। আল্লাহ আমাদের সহায় হোন।
Data collected from: BMD, FFWC, Meteoblue, baf Radar
😢189
Forwarded from PDF Zone
তিস্তা অববাহিকার জন্য সতর্কতা
ইতোমধ্যেই ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্ণিং সেন্টার জানিয়েছে চলমান বৃষ্টিপাতের কারনে কুড়িগ্রামের দু একটি এলাকায় পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে শুরু করেছে। আমাদের আগের পোস্টে দেয়া ম্যাপটিতে লক্ষ করলেই বুঝবেন।
এমতাবস্তায় তিস্তা ব্যারেজের উত্তর নদীসমূহে ব্যাপক পানি প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। তেমন পরিস্থিতি খুবই স্বল্প সময়ের নোটিশে তিস্তা ব্যারেজের গেটসমূহ খুলে দেয়া হতে পারে যা ফ্ল্যাশ ফ্লাডের অবস্থা তৈরী করতে পারে। এমতাবস্থায় আমরা আপনাদেরকে সতর্ক ও সাবধান থাকার পরামর্শ দিচ্ছি। বিশেষত মূল্যান সম্পদ, গবাদি পশু সমূহ এবং ছোট বাচ্চা ও বৃদ্ধদের দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
ইন শা আল্লাহ,আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদেরকে নিরাপদে রাখতে।
ধন্যবাদ,
“আসুন দূর্যোগ থেকে বাঁচি, জীবন বাঁচাতে লড়ি একসাথে,
হাসি-আনন্দ, দুঃখ-জরায় মিলেমিশে থাকি একক বাহুবন্ধনে”
©Bangladesh Weather Observation Team-BWOT
ইতোমধ্যেই ফ্ল্যাশ ফ্লাড ওয়ার্ণিং সেন্টার জানিয়েছে চলমান বৃষ্টিপাতের কারনে কুড়িগ্রামের দু একটি এলাকায় পানি বিপদসীমার উপরে প্রবাহিত হতে শুরু করেছে। আমাদের আগের পোস্টে দেয়া ম্যাপটিতে লক্ষ করলেই বুঝবেন।
এমতাবস্তায় তিস্তা ব্যারেজের উত্তর নদীসমূহে ব্যাপক পানি প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। তেমন পরিস্থিতি খুবই স্বল্প সময়ের নোটিশে তিস্তা ব্যারেজের গেটসমূহ খুলে দেয়া হতে পারে যা ফ্ল্যাশ ফ্লাডের অবস্থা তৈরী করতে পারে। এমতাবস্থায় আমরা আপনাদেরকে সতর্ক ও সাবধান থাকার পরামর্শ দিচ্ছি। বিশেষত মূল্যান সম্পদ, গবাদি পশু সমূহ এবং ছোট বাচ্চা ও বৃদ্ধদের দ্রুত স্থানান্তরের ব্যবস্থা করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
ইন শা আল্লাহ,আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে আমাদেরকে নিরাপদে রাখতে।
ধন্যবাদ,
“আসুন দূর্যোগ থেকে বাঁচি, জীবন বাঁচাতে লড়ি একসাথে,
হাসি-আনন্দ, দুঃখ-জরায় মিলেমিশে থাকি একক বাহুবন্ধনে”
©Bangladesh Weather Observation Team-BWOT
😭87😢25😐2
আজকে স্বাধীন ভাবে বন্যার ব্যাপারে ভারতের প্রেক্ষাপট নিয়ে কথা বলছেন। কয়েক বছর আগে একজন আবরার ফাহাদ ভারতের ফারাক্কা ইস্যু নিয়ে কথা বলায় জীবন দিতে হয়েছে।
তবুও যদি বলেন, 'এই স্বাধীনতা চেয়েছি?' তাইলে আপনার মায়ের জন্য আমার সমবেদনা। তিনি নয় মাস পেটে ধরে একটা ছাগল জন্ম দিয়েছেন !
©
তবুও যদি বলেন, 'এই স্বাধীনতা চেয়েছি?' তাইলে আপনার মায়ের জন্য আমার সমবেদনা। তিনি নয় মাস পেটে ধরে একটা ছাগল জন্ম দিয়েছেন !
©
🔥213💯29😢6🥰3😐3
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
নোয়াখালী বন্যায়, খামারীর স্বপ্ন শেষ
😭321😢38💔31👏1
বাসায় পানি ঢুকতেছে দেখলেই সবার আগে বিদ্যুতের মেইনসুইচ, গ্যাসের লাইন সব বন্ধ করে দিন।
সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন।
সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন।
👌114😢41💯17😭4
অতিরিক্ত পানির কারনে করইয়া ব্রীজে আমাদের নৌকা আটকে যায়। শেষ চেষ্টা হিসেবে একটা বড় নৌকা নিয়ে পরশুরামে উদ্ধার, ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমরা ব্যর্থ... ফেনীর উত্তরাঞ্চলের সমস্ত কিছু ভেঙে পড়েছে বন্যায়। সময়ের সাথে পানি বেড়েই চলছে। আমাদের এলাকায়ও পানি ঢুকে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। দিনের আলো আছে আর এক ঘন্টা!! এখনও বহু মানুষ আটকা। সবাই মিলে এত চেষ্টা করেও কোন কূল কিনারা করতে পারছি না!
আল্লাহ সহায়!!
- ফেনী
©
May Allah save them all
আল্লাহ সহায়!!
- ফেনী
©
May Allah save them all
😢199😭34💔3🫡2❤1
https://www.facebook.com/share/r/oNmkkcUGgyD2vtBc/?mibextid=D5vuiz
এখন থেকে এভাবে top news গুলো একসাথে দেওয়া হবে ইনশা আল্লাহ্।আর কষ্ট করে scroll করতে হবে না।
এখন থেকে এভাবে top news গুলো একসাথে দেওয়া হবে ইনশা আল্লাহ্।আর কষ্ট করে scroll করতে হবে না।
Facebook
Log in or sign up to view
See posts, photos and more on Facebook.
❤45❤🔥3👌2😍2👏1
বন্যায় নিরাপদ খাবার পানির উৎস।
বৃষ্টির পানি মূলত ডিষ্টিলড ওয়াটার, যা বিশুদ্ধ। এতে রোগ-জীবাণু নেই। কেবল প্রথমদিকের কয়েক মিনিটে পড়া বৃষ্টিতে বাতাসের ভাসমান ধূলিকণা ইত্যাদি থাকতে পারে। তাই বৃষ্টি শুরুর পাঁচ মিনিট পর থেকে সংগ্রহ করা উচিৎ। তবে টিনের ছাদের থেকে সংগ্রহ করা পানি সরাসরি পান করা যায় না, কারণ তাতে পাখির মল, পচা পাতা, ইত্যাদি থাকতে পারে।
সম্ভব হলে পানি ফুটিয়ে নিবেন। বন্যা দীর্ঘমেয়াদী হতে পারে তাই যখন বৃষ্টি হয় পানি সংগ্রহ করে রাখুন।
বৃষ্টির পানি মূলত ডিষ্টিলড ওয়াটার, যা বিশুদ্ধ। এতে রোগ-জীবাণু নেই। কেবল প্রথমদিকের কয়েক মিনিটে পড়া বৃষ্টিতে বাতাসের ভাসমান ধূলিকণা ইত্যাদি থাকতে পারে। তাই বৃষ্টি শুরুর পাঁচ মিনিট পর থেকে সংগ্রহ করা উচিৎ। তবে টিনের ছাদের থেকে সংগ্রহ করা পানি সরাসরি পান করা যায় না, কারণ তাতে পাখির মল, পচা পাতা, ইত্যাদি থাকতে পারে।
সম্ভব হলে পানি ফুটিয়ে নিবেন। বন্যা দীর্ঘমেয়াদী হতে পারে তাই যখন বৃষ্টি হয় পানি সংগ্রহ করে রাখুন।
👌80❤26😍4
“চেয়ারম্যান, পরিচালক, ডিনশিপ এবং চাকরি থেকে পদত্যাগ করার জন্য হুমকি ও আক্রমণ করা হচ্ছে,” বলেন জিনাত হুদা।
ঢাবি শিক্ষক সমিতি
ঢাবি শিক্ষক সমিতি
😐121🤩15😢4🔥3😨3
স্লোগান :
"পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি।"
In Dhaka university
©Anika Nawar
"পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি।"
In Dhaka university
©Anika Nawar
🔥427💯27❤13❤🔥5🤝4😢2🌚2
News Zone
স্লোগান : "পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি।" In Dhaka university ©Anika Nawar
পছন্দ না হলে চ্যানেল থেকে লিভ নিয়ে নেন।
বাংলাদেশী মানুষ এনাফ আছে আমাদের চ্যানেলে।
বাংলাদেশী মানুষ এনাফ আছে আমাদের চ্যানেলে।
💯412🔥39🫡31❤🔥14❤7😍4👏1
https://www.facebook.com/share/r/5fcEJce8Yvbv41Zq/?mibextid=D5vuiz
এসব দেখিও কি আমরা চুপ থাকবো??দরকার নেই ভারতীয় পণ্য use করার আমার।
এসব দেখিও কি আমরা চুপ থাকবো??দরকার নেই ভারতীয় পণ্য use করার আমার।
🔥107💯22👌5❤🔥3😢2