News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
If it's true,this generation is on another level 🔥
💯360🔥65❤‍🔥143🥰2👏2👌2
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
👌234🔥53😍12❤‍🔥11
বন্যায় নিরাপদ খাবার পানির উৎস।

বৃষ্টির পানি মূলত ডিষ্টিলড ওয়াটার, যা বিশুদ্ধ। এতে রোগ-জীবাণু নেই। কেবল প্রথমদিকের কয়েক মিনিটে পড়া বৃষ্টিতে বাতাসের ভাসমান ধূলিকণা ইত্যাদি থাকতে পারে। তাই বৃষ্টি শুরুর পাঁচ মিনিট পর থেকে সংগ্রহ করা উচিৎ। তবে টিনের ছাদের থেকে সংগ্রহ করা পানি সরাসরি পান করা যায় না, কারণ তাতে পাখির মল, পচা পাতা, ইত্যাদি থাকতে পারে।

সম্ভব হলে পানি ফুটিয়ে নিবেন। বন্যা দীর্ঘমেয়াদী হতে পারে তাই যখন বৃষ্টি হয় পানি সংগ্রহ করে রাখুন।
👌8026😍4
ভারী বৃষ্টিতে মাটি সরে যাওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি বেইলি সেতু ধসে পড়েছে
😭173😢38💔9❤‍🔥2👏2
“চেয়ারম্যান, পরিচালক, ডিনশিপ এবং চাকরি থেকে পদত্যাগ করার জন্য হুমকি ও আক্রমণ করা হচ্ছে,” বলেন জিনাত হুদা।


ঢাবি শিক্ষক সমিতি
😐121🤩15😢4🔥3😨3
🌚187😨32😐16👏7😱6🫡42
❤‍🔥214🔥16💯8🫡8🥰2💘2
স্লোগান :
"পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি।"

In Dhaka university

©Anika Nawar
🔥427💯2713❤‍🔥5🤝4😢2🌚2
News Zone
স্লোগান : "পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি।" In Dhaka university ©Anika Nawar
পছন্দ না হলে চ্যানেল থেকে লিভ নিয়ে নেন।

বাংলাদেশী মানুষ এনাফ আছে আমাদের চ্যানেলে।
💯412🔥39🫡31❤‍🔥147😍4👏1
https://www.facebook.com/share/r/5fcEJce8Yvbv41Zq/?mibextid=D5vuiz

এসব দেখিও কি আমরা চুপ থাকবো??দরকার নেই ভারতীয় পণ্য use করার আমার।
🔥107💯22👌5❤‍🔥3😢2
🔥318❤‍🔥24👏12💯64👌3🌚2
কাপ্তাই বাঁধের পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট, বর্তমানে পানি আছে ১০১ ফুট। আর ৮ ফুট বাড়ার সম্ভাবনা দেখা গেলে বাঁধ কর্তৃপক্ষ বাঁধ ছাড়তে বাধ্য হবে। সেক্ষেত্রে রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, পটিয়া, আনোয়ারা বন্যা প্লাবিত হবার সম্ভাবনা আছে। বিপর্যস্ত হবে চট্টগ্রাম বন্দর।
😢242😭31💔20😨4😱3
মাঝ রাতে রাবিতে উত্তাপ

For more details check this out 👇

https://www.facebook.com/share/r/chqsXb41FYU3TxZT/?mibextid=xfxF2i
❤‍🔥69🔥104🫡4👏2👌1💯1
ভারতবিরোধী স্লোগানে মধ্যরাতে উত্তাল ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাবিপ্রবি, শাবিপ্রবি ও নোবিপ্রবি ক্যাম্পাস 🔥
🔥23719❤‍🔥11👌3😐1
👏144🥰31😐8💘7🆒6👌5🔥4
বন্যায় যদি মানুষ মরে, সেভেন সিস্টার থাকবে নারে।
আবরার তোমায় মনে পড়ে, বন্যায় যখন মানুষ মরে।


স্লোগানে মুখরিত
❤‍🔥257🔥21😢17💯9👏2😐2👌1
😢228😭56
Feni Blackout......

🚨🚨 Emergency Need Helicopter Support 🚨🚨
Everyone Pray For Feni🤲
😢151😭31
ফেনিতে যারা বন্যায় আটকে আছেন তারা প্লিজ পোস্টে দেয়া নাম্বারগুলোতে ট্রাই করুন৷ ফি আমানিল্লাহ!

*বেশ কিছু স্পীডবোট পরশুরামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আপনাদের যাদের সহযোগিতা লাগবে দ্রুত যোগাযোগ করুন।

মোঃ আরাফাত-01836-889812
মোঃফোরকান -01818738984
আরাফাত হোসেন-01829260044
নাদের চৌধুরী -01690-028474
মীর হোসাইন হৃদয় -01875-149204
মাহেদী হাসান -01766-046785
জিয়াউর রহমান ফারুকী 01820746314(ফুলগাজী)
আবদুর রহমান -01887954818(ফুলগাজী)
আসাদুল ইসলাম -01402933308(পরশুরাম)
ওমর ফারুক -01822789872(ছাগলনাইয়া)
মেহেদী হাসান -01865445795(ছাগলনাইয়া)
চিথলিয়া: 01639746448

পরশুরাম UNO: 01713187316

দুলাকাজি বাডি সংলগ্ন,আনন্দপুর ইউনিয়ন, ফুলগাজিতে জরুরি প্রয়োজনে -ফেনী আর্মি ক্যাম্প এর নাম্বার-
০১৭৬৯-৩৩৫৪৬১
০১৭৬৯-৩৩৫৪৩৪

মোঃ আরাফাত-01836-889812

▫️পরশুরামে বন্যাদূর্গত কারো নৌকার প্রয়োজন হলে যোগাযোগ করুন। এছাড়া কোথাও উদ্ধারের প্রয়োজন হলেও তথ্য দিয়ে সহযোগিতা করুন।
Uno Parshuram
মোবাইল: ০১৭১৩১৮৭৩১৬

ফুলগাজী পরশুরাম এর বাসিন্দারা ০১৭১৩১৮৭৩১৬ এই নাম্বার এ যোগাযোগ করুন। আপনার এলাকায় যে কোনো জায়গায় নৌকা লাগলে ওনারা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ।

▫️ফুলগাজীবাসি,
ইতোমধ্যে নৌকার ব্যবস্থা হয়েছে। ঘনিয়ামোড়ায় উদ্ধার কাজ চলছে। কোথায় কোথায় লোকজনকে উদ্ধার করতে হবে, তথ্য দিয়ে সহযোগিতা করুন।
উপজেলা নির্বাহী অফিসার - ০১৭১৩১৮৭৩১৫

▫️FIRE SERVICE, FENI - 01730-002492

সোর্স : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (ফেনী জেলা)
86❤‍🔥6🔥3🥰2💯2