নোয়াখালীর বন্যাদুর্গতদের পাশে দাড়ানোর উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের শিক্ষার্থীরা যাত্রা শুরু করে৷
❤🔥213😍8❤3💘3
ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে ২৫০ নৌকা পাঠানোর বন্দোবস্ত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইতিমধ্যে ৫০টি নৌকা রওনা দিয়েছে বলে জানা যায়।
একইসাথে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যাকবলিত এলাকায় ইন্টারনেট ফ্রি রাখবেন বলে জানিয়েছেন।
একইসাথে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বন্যাকবলিত এলাকায় ইন্টারনেট ফ্রি রাখবেন বলে জানিয়েছেন।
❤211🥰12🌚4
📍From: প্রবাসীর হেলিকপ্টার - Probashir Helicopter
ঘোষণা:
সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি একটু উন্নতি হলেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিবো। এক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন:
১, যেই ছাদে কোনো তার অথবা গাছপালা নেই, হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনের গুগল লোকেশন দিন।
২, ছাদের ছবি ও ভিডিও দিন।
৩, ওই ভবনে কতজন আটকা আছেন, সেই তালিকা দিন। (কতজন পুরুষ, কতজন মহিলা এবং কতজন শিশু বিস্তারিত তথ্য দিন)
৪, আটকেপড়াদের মধ্যে মোবাইল বুঝেন এবং দায়িত্ববান এমন কেউ থাকলে তার নাম্বার দিন।
৫, ছাদে কোনো লাল কাপড় টানিয়ে দিন। (যাতে আমরা উপর থেকে দেখে বুঝতে পারি)
নোট: যেহেতু এই জরুরী মুহূর্তে নিরাপত্তার জন্য কোনো পুলিশ বা আমাদের প্রটোকল টিম হেলিকপ্টার অবতরণ স্থানে পাঠানো সম্ভব না, তাই এখন আপনাদের থেকেই আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। কোনো ভাবেই নিরাপত্তা বিঘ্নিত করা যাবেনা। তাহলে আপনার একার কারণে আমাদের উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে। আশাকরি আপনারা আমাদের সহযোগিতা করবেন।
শুধুমাত্র হোয়াটসঅ্যাপে উপরের তথ্য দিন। এছাড়া কেউ অহেতুক কল দিবেন না এই মুহূর্তে প্লিজ:
+8801849920409
+8801797577533
আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক। আমিন
ঘোষণা:
সম্পূর্ণ বিনা খরচে আমরা হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতে প্রস্তুত আছি। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। শুধুমাত্র আবহাওয়া পরিস্থিতি একটু উন্নতি হলেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দিবো। এক্ষেত্রে আমাদের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করুন:
১, যেই ছাদে কোনো তার অথবা গাছপালা নেই, হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনের গুগল লোকেশন দিন।
২, ছাদের ছবি ও ভিডিও দিন।
৩, ওই ভবনে কতজন আটকা আছেন, সেই তালিকা দিন। (কতজন পুরুষ, কতজন মহিলা এবং কতজন শিশু বিস্তারিত তথ্য দিন)
৪, আটকেপড়াদের মধ্যে মোবাইল বুঝেন এবং দায়িত্ববান এমন কেউ থাকলে তার নাম্বার দিন।
৫, ছাদে কোনো লাল কাপড় টানিয়ে দিন। (যাতে আমরা উপর থেকে দেখে বুঝতে পারি)
নোট: যেহেতু এই জরুরী মুহূর্তে নিরাপত্তার জন্য কোনো পুলিশ বা আমাদের প্রটোকল টিম হেলিকপ্টার অবতরণ স্থানে পাঠানো সম্ভব না, তাই এখন আপনাদের থেকেই আমরা দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি। কোনো ভাবেই নিরাপত্তা বিঘ্নিত করা যাবেনা। তাহলে আপনার একার কারণে আমাদের উদ্ধার অভিযান বন্ধ হয়ে যাবে। আশাকরি আপনারা আমাদের সহযোগিতা করবেন।
শুধুমাত্র হোয়াটসঅ্যাপে উপরের তথ্য দিন। এছাড়া কেউ অহেতুক কল দিবেন না এই মুহূর্তে প্লিজ:
+8801849920409
+8801797577533
আল্লাহ সবাইকে নিরাপদ রাখুক। আমিন
❤160💯9🔥5
ফেনীতে দুই তলা বাড়ি ডুবে গেসে। ফেনীর মানুষজন ফোন দিয়ে কান্নাকাটি করতেসে, মাফ চেয়ে নিচ্ছে। আমার কান্না আটকাই কী করে? রওয়ানা হইসি ফেনীর পথে। যেতে পারবো না, জানি। যতদূর যাওয়া যায় আরকি! কুমিল্লাতে হামজা, রিফাত আছে। ওদের সাথে জয়েন হবো। যা হবার হবে।
বজ্রপাত এবং আবহাওয়ার জন্য এয়ার ফোর্সের হেলিকপ্টার যেতে পারছে না। ভলান্টিয়াররাও মাঝপথে আঁটকে আছে। খোদার রহমের অপেক্ষা ছাড়া আমাদের বোধহয় আর কিছুই করার নাই। দুয়া করা ছাড়া কোনো সহায় নাই।
📍 Zahid Ahsan | 1:30PM
বজ্রপাত এবং আবহাওয়ার জন্য এয়ার ফোর্সের হেলিকপ্টার যেতে পারছে না। ভলান্টিয়াররাও মাঝপথে আঁটকে আছে। খোদার রহমের অপেক্ষা ছাড়া আমাদের বোধহয় আর কিছুই করার নাই। দুয়া করা ছাড়া কোনো সহায় নাই।
📍 Zahid Ahsan | 1:30PM
😭180😢31💔8
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
কতটা ভয়াবহ পরিস্থিত!
আল্লাহ সবাইকে হেফাজত করুন।
আল্লাহ সবাইকে হেফাজত করুন।
😭220😢33💔7😨4
Forwarded from PDF Zone
⚠️Attention⚠️
Those who have bKash account and balance worth "even 1 taka" please donate it for the people of the flood affected area.
Remember, thousands of ONES can make a MILLION!!!
Note: As-Sunnah Foundation is my personal recommendation.
Those who have bKash account and balance worth "even 1 taka" please donate it for the people of the flood affected area.
Remember, thousands of ONES can make a MILLION!!!
Note: As-Sunnah Foundation is my personal recommendation.
🔥132❤27💯6❤🔥3
একজন কর্মজীবী মানুষ তার কাজে না গেলে পারিশ্রমিক থেকে বঞ্চিত হয় অথচ আমাদের শিক্ষকরা প্রায় ১মাস স্বঘোষিত কর্মবিরতিতে গিয়েছিলেন।অর্থাৎ বিনা শ্রমে/ক্লাস না নিয়ে ওনারা ঠিকই পারিশ্রমিক/স্যালারি নিবেন। আমার বিশ্ববিদ্যালয়ের মাননীয় শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে আমি বলতে চাই যেহেতু ওনারা নিজ ইচ্ছায় কর্মবিরতিতে ছিলেন সেহেতু ওনাদের সেই মাসের বিনাপরিশ্রমের স্যালারির পুরোটায় #কুমিল্লা_ফেনী_লক্ষীপুর_নোয়াখালীতে বন্যায় দূর্গত অসহায়দের মাঝে প্রদানের জন্য আমি দাবি জানাচ্ছি।[#বি.দ্র.ভিসি না থাকায় শিক্ষকগণ এখনও সেই মাসের বেতন ওঠাতে পারেন নি]
©
সবাই প্রচার করতে পারেন,তাদের একটু হলেও help হবে।
©
সবাই প্রচার করতে পারেন,তাদের একটু হলেও help হবে।
🔥143❤24💯6❤🔥1👏1
Important News
NSTU এর কোন ভাই ফেনী জেলায় কাজ করলে নোবিপ্রবি ১৭ ব্যাচের (ESDM বিভাগের ) আমাদের সিনিয়র সামিয়া আক্তার রোকেয়া আপুর পরিবার কে কেউ উদ্ধার করেন প্লিজ। গতকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। ওনার বাড়ি পানির নিচে তলিয়ে গেছে।
বাবার নাম : শাহজাহান মিয়া
উপজেলা: ফুলগাজী
ঠিকানা : নাসিম কলেজের পরে দূর্গাপুর
01875-050145
বেলায়েত হোসেন
সামিয়াদের বাড়ির পাশের বাড়ি।
NSTU এর কোন ভাই ফেনী জেলায় কাজ করলে নোবিপ্রবি ১৭ ব্যাচের (ESDM বিভাগের ) আমাদের সিনিয়র সামিয়া আক্তার রোকেয়া আপুর পরিবার কে কেউ উদ্ধার করেন প্লিজ। গতকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। ওনার বাড়ি পানির নিচে তলিয়ে গেছে।
বাবার নাম : শাহজাহান মিয়া
উপজেলা: ফুলগাজী
ঠিকানা : নাসিম কলেজের পরে দূর্গাপুর
01875-050145
বেলায়েত হোসেন
সামিয়াদের বাড়ির পাশের বাড়ি।
😢138