News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
বন্যার্তদের জন্য নিজেদের বেতনের একদিনের অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছেন বিকাশের কর্মীরা।


বিস্তারিত

🛑 Follow NewsZone For more important information
❤‍🔥6815🔥12👏3
News Zone
Important News NSTU এর কোন ভাই ফেনী জেলায় কাজ করলে নোবিপ্রবি ১৭ ব্যাচের (ESDM বিভাগের ) আমাদের সিনিয়র সামিয়া আক্তার রোকেয়া আপুর পরিবার কে কেউ উদ্ধার করেন প্লিজ। গতকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন। ওনার বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। বাবার নাম : শাহজাহান মিয়া উপজেলা:…
‼️‼️সামিয়ার আপডেট

রেস্কিউ টিম ওখানে গিয়েছিলেন কিন্তু ওরা ওখানে নেই
উনারা বলতেসেন হয়তো সামিয়ারা সেইফ কোন জায়গায় সরে গিয়েছে।

সবাই বেশী বেশি দোয়া করিও যেন ওরা যেখানেই থাকে সেইফ থাকে
117💯9❤‍🔥5💘2🆒1
Pathao এর সকল কর্মকর্তা - কর্মচারীদের ১ দিনের বেতন বন্যা মোকাবিলায় সহযোগিতার ঘোষণা দিয়েছে!
❤‍🔥15217👏5💘4👌2
135🔥11💘6
Bangladeshi product list: 🇧🇩

Supporting local products is crucial for our economy. Let's prioritize Bangladeshi products and reduce reliance on imports. Boycott Indian products ‼️
🔥145💯16👏3
Update
😢106😭11
আসসালামু আলাইকুম। ফেনী -নোয়াখালীর বর্তমান করুন অবস্থা সম্পর্কে সবাই অবগত আছেন। আমরা সীতাকুন্ডবাসী সিদ্ধান্ত নিয়েছি বন্যাদূর্গতদের সাহায্য করার৷ আপনার সামান্য অনুদানে বেচে যেতে পারে একটি প্রাণ। সুতরাং, ফেনী-নোয়াখালীবাসীর এমন দূর্দিনে সবার প্রতি আহ্বান সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার।

সাহায্য পাঠানোর মাধ্যম:

১)আশরাফুল, অর্থনীতি বিভাগ, চট্টগ্রাম সরকারী সিটি কলেজ।

বিকাশ:01816-091779
নগদ:01816-091779

২)দিল দিহান,
কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।

বিকাশ: ০১৮২২২৩৩২৮০

৩)আতিকুর রহমান, বিবিএস,সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ।

বিকাশ: ০১৩০৭৮৮৭৮৫৮
নগদ :০১৮৩৮৯২৪৭৪২

৪)আমজাত হোসেন, বিবিএস,সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ।

বিকাশ:০১৮৬৮৪৯২১৯৬
54❤‍🔥2😍2
ঘন্টাখানেক আগে মুসাপুর সুইজগেটের ২৩টা গেট খুলে দেওয়া হয়েছে!!
পানি সাগরে নামতেছে, ফেনী, নোয়াখালীর, পানি কমে যাবে
আল্লাহ ভরসা!
188🔥18❤‍🔥4🤗32👌2💘2
131🔥15❤‍🔥9🆒5💘2🥰1👌1
Forwarded from PDF Zone
পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধারকার্যে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি, অপারেটর বলছে নেট ফ্রি, বিকাশের সকল কর্মচারী তাদের একদিনের বেতন অনুদান দিয়েছে। শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি- সাধারন মানুষ বলছে খাবার ভাগ করে খাবো। জেগে উঠেছে নতুন বাংলাদেশ।

এমন একটা দেশ ই তো আমরা চেয়েছিলাম🥰
🥰19440❤‍🔥19🔥12💯8👌1😍1
Forwarded from PDF Zone
যেকোনো বিশ্বস্ত মাধ্যমে এই বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান! চক্রবর্তী বাড়ি দুর্গা ও লোকনাথ মন্দির, বরিশাল সিটি কর্পোরেশন। এর এবারের দুর্গোৎসবের বাজেটের একটি অংশ বন্যার্ত মানুষের জন্য ব্যয় করা হলো ; প্রত্যেক দুর্গোৎসব আয়োজন কমিটির প্রতি অনুরোধ রইল - যে যেখানে পারেন, যে ফাউন্ডেশন বা বিশ্বস্ত ব্যক্তির কাছে পারেন, পুজোর বাজেটের একটি অংশ পৌঁছে দিন।

এটা মোটেও দান না, এটা বন্যার্ত মানুষের অধিকার।

অয়ন চক্রবর্তী,
সাধারণ সম্পাদক - স্বর্গীয় দক্ষিণা রঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গামন্দির, দিয়াপাড়া, ২৭ নং ওয়ার্ড, বরিশাল সিটি করপোরেশন।
❤‍🔥15325💘6🥰4
🤝 বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী প্রস্তুতির কাজে স্বেচ্ছাসেবক প্রয়োজন 🤝

আগামীকাল দুই শিফটে ত্রাণসামগ্রী প্রস্তুত করা হবে। এক শিফট শুরু হবে সকাল ৭টায়। আরেক শিফট শুরু হবে বিকেল ৩টায়।

এই দুই শিফটের যেকোনো এক সময় আপনি চাইলে স্বেচ্ছাসেবা দিতে আসতে পারেন। যেহেতু এটি পরিশ্রমসাধ্য কাজ, এজন্য আমরা কায়িক শ্রমে সক্ষম এ ধরনের মানুষকেই আমন্ত্রণ জানাচ্ছি।

প্যাকেজিংয়ের স্থান মাদরাসাতুস-সুন্নাহ। সবাই সেখানে উপস্থিত হয়ে যেতে পারেন। আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয় থেকে পরিবহনের ব্যবস্থা রয়েছে।

🗺️ মাদরাসাতুস সুন্নাহর ঠিকানা:
ব্লক-সি, রোড-৩/বি, সানভ্যালি আবাসন, স্বদেশ প্রপার্টিস, সাতারকুল, বাড্ডা, ঢাকা

🗺️ আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর কার্যালয়
প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা
❤‍🔥8013
আজ নোবিপ্রবির অডিটোরিয়াম ভবনে ১৫৫+ জন বানভাসী আশ্রয় নিয়েছে। এর মধ্যে ৪৩ জন শিশু, ৪ জন গর্ভবতী মহিলা, ১১৭ জন বয়স্ক পুরুষ-মহিলা এবং ১ জন প্যারালাইজড মহিলা
103🫡9👏5😢1
কিছু প্রতিযোগিতা না হয় হোক দেশ ও জাতির কল্যাণেই
💯20154🔥10👌7🥰2
দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন প্রদানের ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) শিক্ষকরা। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক সমিতির একটি জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
❤‍🔥13021🔥8
পুরুষ ও নারীদের আলাদা থাকার ব্যবস্থা করে দিয়েছে নোবিপ্রবি শিক্ষার্থীরা।
পুরুষেরা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের ৫ম তলায় ও নারীরা নিচ তলায় থাকবে।
🔥22170🥰6👏6