News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
উচ্ছিষ্ট ফ্যাসিস্টরা বন্যা দেখে ভেবেছিল— এই বুঝি নয়া সরকার বিপাকে পড়ল!

কিন্তু উচ্ছিষ্টরা জানে না— এখন আমরা সবাই-ই সরকার, প্রতিটি ঘর একেকটি পার্লামেন্ট, প্রতিটি তরুণ একেকজন মন্ত্রী।

©
❤‍🔥363🔥25💯1211🏆2😐1💘1
বাসা-বাড়ীতে পানির পরিমাণ বেড়ে গেলে নোয়াখালীর হানিফ আমেরিকান সিটিতে আশ্রয় নেওয়ার অনুরোধ জানিয়েছে বাড়িটির মালিক ওমর আলী রাজ। প্রায় ১০০ পরিবার পর্যন্ত এখানে আশ্রয় নিতে পারবে।
প্রয়োজনে যোগাযোগ: Mainuddin - 01810306549
এছাড়াও, ৪০ টি পরিবারকে আশ্রয় নিতে পারবে বসুরহাট ৭ তলা বাড়িতে !
যোগাযোগ বাবুল : ০১৯২১৩৯০০৮২ ।
🔥16938❤‍🔥10💘2🌚1
Help Post
😭98😢12😨31
আলহামদুলিল্লাহ,পানি কমতে শুরু করেছে খাগড়াছড়িতে🍀
🥰243❤‍🔥4136👏3👌3😍3
159❤‍🔥16👏4💘2
ভালো কাজের প্রতিযোগিতা চলতে থাকুক এভাবেই.....

"যত বিপদ তত ঐক্য"
🔥23853💯10🤗6🤝3❤‍🔥1💘1
Forwarded from PDF Zone
বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেক সদস্য তাদের এক দিনের বেতনের টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছে।
🥰257❤‍🔥4737🆒5🔥2🤗2💘1
167🥰13❤‍🔥5💘2🔥1😍1💯1
Forwarded from PDF Zone
পানিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু
😢196😭28😱9
আমরা এক
❤‍🔥290🔥208🥰8
এশিয়ায় প্রথম এমপক্সের নতুন প্রাণঘাতী ধরন শনাক্ত
😢205😱10😨10
সাবাশ বেটা
🔥413🫡41❤‍🔥18👏11🥰3😍3😱2
❤‍🔥45037🔥23🥰12😍6🫡5💘2
Take a closer look

একজন আদিবাসী পোস্ট করে বলেছেন আদিবাসীরা খিচুড়ি খেতে পারেনা।তাই কেউ সাহায্য করতে গেলে যাতে খিচুড়ি না দেয়।এর জায়গায় সাদা ভাত আর লবণ দিলেও হবে।

এই কথাটায় অনেকেই না বুঝেই উনাকে বকছেন, বলছেন- "এখন দুর্যোগের সময়।এতো খাবারের প্রেফারেন্সের কি আছে!না খেতে পারলে না খেয়ে থাকবে!"

আপনারা কি বুঝেছেন এই কথাটা উনি কেন বলেছেন বা বুঝার চেষ্টা করেছেন? কেন খিচুড়ির মতন দামি খাবার রেখে সামান্য সাদা ভাত আর লবণ চেয়েছেন?

আদিবাসীরা আমাদের মতন এতো মশলাদার খাবার খেয়ে অভ্যস্ত না।খিচুড়ি বা এই ধরনের খাবার খেলে উনাদের পেট খারাপ/ডায়রিয়া হয়।
আর বন্যার্ত এলাকায় মৃত্যুর মেজর দুইটা কারণ হলো হয় ডুবে মরা নইলে ডায়রিয়া হয়ে মরা।

এই সময়ে চারপাশে পানি থাকলেও পরিষ্কার পানির অভাব। এজন্য এভাবেই ডায়রিয়া হয়।তার উপর আপনি একজনের উপকার করে গিয়ে তার ডায়রিয়া বাঁধিয়ে দিলে উপকার থেকে অপকারই হবে বেশি।
যারা আদিবাসীদের সাহায্য করতে যাচ্ছেন, এই জিনিসটা খেয়াল রাইখেন প্লিস!

- সাফিয়া বিনতে আমিন
©️
274🌚8❤‍🔥6😢2🤗2
ঢাবি টিএসসিতে এক দিনে সংগ্রহ নগদ ৮৬ লাখ টাকা ও ৩০ ট্রাক পরিমাণ খাবার ও পোশাক
🔥24317❤‍🔥15👌2💘2
❤‍🔥22🤗1
আমাদের admin প্যানেলের কিছু admin ও একাজে সহায়তা করেছে জেনে খুবই গর্ববোধ হচ্ছে। তবে আমরা বাকিরাও যদি এখানে শ্রম দিতে পারতাম সত্যিই আরো ভালো লাগতো।

হয়তো এমন সব দৃষ্টান্তই আজকে আমাদের ভালো কাজের প্রতিযোগিতার দিকে
ঠেলে দিচ্ছে❤️
110❤‍🔥10🔥3🤗2👏1😍1
ফেনী আপডেট
—— —— —— ——
ফেনীতে হাজারী রোডে একমাত্র কারেন্ট আছে। যাদের প্রয়োজন এদিকে চলে যাবেন। মোবাইলে চার্জের জন্য ফ্লাগ নিয়ে হার্ট ফাউন্ডেশনে চলে যাবেন।

বাংলালিংক সিমে নেট পাবেন নাজির রোড থেকে সালাউদ্দিনের দিকে। বাসার ছাদেও পাইতে পারেন। টেলিটকেও সেইম।

ফেনীতে হিউজ মানুষ আসছে সহযোগীতার জন্যে। যাদের কলে পাচ্ছেন না মূলত নেটওয়ার্ক নাই।

[Spread the news]

ইফতেখারুল মুন্না (ফেনী থেকে)
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
❤‍🔥113👌85