News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
বন্যার্তদের সাহায্যের সময়েও বেশির ভাগ দোকানদারই সিন্ডিকেট করে খাদ্য-পণ্যের দাম বৃদ্ধি করে যাচ্ছে।তবে নোয়াখালীর চৌমুহনী বাজারের ব্যবসায়ী স্যালু মিয়ার(সর্বডানের ব্যাক্তি) নেই কোনো সিন্ডিকেট চিন্তা।

আজ(২৫ আগস্ট) নোবিপ্রবি শিক্ষার্থীদের একটি দল তার দোকানে গুড়ের দাম জিজ্ঞাসা করতে গেলে। তিনি বন্যার্তদের সাহায্য করার কথা শুনে ১৭ কেজি গুড় বিনামূল্যে দিয়ে দেন।
🥰222❤‍🔥41🫡10
চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে পণ্য পরিবহনে নেই সিন্ডিকেট, পরিবহন ব্যয় কমেছে ২৫%


সীকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক জানান,
আগে চট্টগ্রাম বন্দর থেকে টনপ্রতি ভাড়া ছিল ৫৮৫ টাকা। এখন সেটি ৪৪০ টাকায় নেমে এসেছে। 
👌125❤‍🔥142
৬ ঘন্টা খোলা থাকার পর বন্ধ করে দেয়া হলো কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ১৬টি জলকপাট।
🔥1454
জাতির উদ্দেশে আজ সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
🔥173❤‍🔥22🥰8
বন্যা পরিস্থিতির কারণে কলেজের একাদশ শ্রেণিতে অনলাইনে চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়ন ও মূল ভর্তির সময় বাড়ানো হয়েছে। 

নতুন সময়সূচি অনুযায়ী, শিক্ষার্থীরা নিশ্চায়ন করতে পারবেন ২৫ থেকে ২৭ আগস্টের মধ্যে। আর মূল ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে ২৮ আগস্ট।
👌94
ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধের রিটের শুনানি আবারও পিছিয়েছে। আগামী মঙ্গলবার (২৭ আগস্ট) এ রিট শুনানির জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।
😢132👌8
ইতালির রাজধানী রোমে চুরি করতে গিয়ে বই পড়ায় বুঁদ হয়ে গেলেন খোদ চোর। বইটির নাম
" দ্য গডস অফ সিক্স ও’ক্লক "

পড়তে শুরু করে ডুবে যান বইয়ের গল্পে। ঘুম ভেঙ্গেই চোরকে দেখতে পান বাড়ির কর্তা। দ্রুত খবর দেন পুলিশকে। পরে আটক হন চোর।

বাড়ির মালিক জানিয়েছে, বইটি পুরোপুরি শেষ করতে চোরকে বইয়ের একটি কপি উপহার পাঠাতে চান তিনি। এদিকে, সেই বইটির লেখক জিওভানি নুচির
এই ঘটনাকে ‘চমৎকার’ বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, এটি একটি পরাবাস্তব গল্পের মতো কিন্তু মানবতায় পূর্ণ।
😐163🌚29😍1610😱8
১২ সপ্তাহে পরবর্তী সেমিস্টার শেষ করার পরিকল্পনা করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
- প্রো ভাইস চ্যান্সেলর, মাভাবিপ্রবি
🔥151😱22💯6
❤‍🔥133🥰11😍71
আসসালামু আলাইকুম!
দেশের এই দুর্বিষহ বন্যা পরিস্থিতি নিয়ে আমরা সবাই উদ্বিগ্ন। ইতোমধ্যেই আমাদের বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা বিভিন্নভাবে বন্যার্তদের সাহায্যার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু, যেকোন দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগ পরবর্তী কার্যক্রমে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অবশ্য কর্তব্য।।

আপনারা জানেন বন্যার পানি কুমিল্লা ও ফেনীর হয়ে সেনবাগ হয়ে নামার কারনে নোয়াখালী ও লক্ষীপুরে পানির চাপ বাড়তেছে। এছাড়াও, অনবরত বৃষ্টির কারনে এ অঞ্চলে বন্যা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

এমতাবস্থায়, আমরা পুরো ইএসডিএম পরিবার একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আপনার, আমার, আমাদের সবার অল্প অল্প সাহায্যই পারে এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলা করতে। তাই সবার কাছে আবেদন, যে যেভাবে পারেন বিভাগের তহবিলে আপনার অনুদান জমা করে সহযোগিতা করুন।

✝️উল্লেখযোগ্য সেবাসমূহঃ
🎯নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করা
🎯Water, Sanitation and Hygiene (WASH) নিশ্চিত করা
🎯সংক্রামক ব্যধির নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা
🎯 স্বাস্থ্য সেবা নিশ্চত করা
🎯শিশু খাদ্য সরবরাহ
🎯বন্যাকালীন ও বন্যা- পরবর্তী দুর্যোগ ব্যবস্থাপনা
🎯Emergency Response
🎯 কো-অর্ডিনেশন, কমিউনিটি এনগেজমেন্ট এবং সচেতনতা বৃদ্ধি

🚫অনুদান প্রদানঃ

👉 Bkash: 01970-151312 (Personal)
👉Nagad: 01925-178138 (Personal)
👉Bank: A/C No. 0200011716025
Agrani Bank Limited
NSTU Branch
MD. Shohel Khan

⚠️জরুরী প্রয়োজনেঃ
📱01611-810546 (সোহেল খান স্যার)
📱01636-547579 (সৈকত)
📱01947-451427 (সাবিত)
📱01708-115269 (শ্রীমন)
📱01609-412925 (রাইয়ান)

"সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে"
🥰387👌5🔥1💯1
🥰56❤‍🔥9👌4🔥2👏1
🔥24523🫡17👌7🕊3💯1
সচিবালয়ের সামনে সংঘর্ষ, অবরুদ্ধ করে রাখা হয়েছে সমন্বয়কদের
😢148😱112
সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলা, আহত ২০
😭139😢27💔3😱2🕊2
😢171
সচিবালয়ে ঘেরাও ,আনসারদের পালানোর চেষ্টা
🔥166❤‍🔥21
❤‍🔥242🔥3021👌9🕊3😍3💯2
সচিবালয় শিক্ষার্থীদের দখলে।
❤‍🔥17810👌3
😢194💔16😨4
Rule no 1 - Never mess up with students.
Rule next 2 - Always follow the rule 1
🔥145🫡14🥰1💯1