Rule no 1 - Never mess up with students.
Rule next 2 - Always follow the rule 1
🔥145🫡14🥰1💯1
❤19❤🔥4
হাসনাত আবদুল্লাহ ভাইয়ের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। তবে তিনি আহত গুরুতর! তিনি সহ আমাদের প্রায় ৩৫ জনকে আহত করেছে ওরা। এর সাথে জড়িত সবগুলোকে আইনের আওতায় আনা হবে৷ আনসার বাহিনী থাকার আর বিশেষ প্রয়োজন দেখছি না।
AB Zubair
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
AB Zubair
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
❤226😢51💯12😐7
আরেকটা কথা পরিষ্কার করা প্রয়োজন মনে করছি ।আনসার কে তিনভাগে ভাগ করা হয় ১/সাধারন আনসার, ২/ব্যাটালিয়ন আনসার ৩/ভিডিপি।
যেই আনসার এইসব দফা দাবীর ছাত্র আক্রমনের সাথে যুক্ত তারা সাধারন আনসার,
কিন্তু আমরা যেনো ব্যাটালিয়ন আনসারের সাথে এগুলো গুলিয়ে না ফেলি,সেখানে তাদের কোনো সম্পৃক্ততা ছিলো না কারন তারা এইসব থেকে বিরত ছিলো এবং ব্যাটালিয়ন আনসার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষায় সেনাবাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।
©️ Military Freaks
যেই আনসার এইসব দফা দাবীর ছাত্র আক্রমনের সাথে যুক্ত তারা সাধারন আনসার,
কিন্তু আমরা যেনো ব্যাটালিয়ন আনসারের সাথে এগুলো গুলিয়ে না ফেলি,সেখানে তাদের কোনো সম্পৃক্ততা ছিলো না কারন তারা এইসব থেকে বিরত ছিলো এবং ব্যাটালিয়ন আনসার দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকায় পার্বত্য চট্টগ্রামে শান্তিরক্ষায় সেনাবাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।
©️ Military Freaks
❤220❤🔥15👌11🔥4🥰2
যারা আজকে হিন্দুদের ত্রাণ দিতে যাবেন তারা কিছু ফল জাতীয় খাবার নিবেন, কারণ আজ তাদের জন্মাষ্টমী,অনেক হিন্দু ভাইবোন উপবাস থাকবে।
ধন্যবাদ
ধন্যবাদ
❤279🥰10🔥6👌6👏3
স্বাধীন বাংলাদেশের শিক্ষা ব্যবস্হা কেমন চাই তা নিয়ে ক্ষুদ্র মস্তিষ্কের আয়ত্ত্বে থাকা কিছু কথা শেয়ার করছি।
.
.
আমরা যদি সত্যিকার অর্থে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি টেকসই কারিকুলাম বা টেকসই শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে একটি সভ্য, নৈতিক মূল্যবোধসম্পন্ন একটি সমাজ গঠন করতে চাই, চতুর্থ শিল্পবিপ্লবকে মোকাবিলা করার উপযোগী নাগরিক তৈরি করতে চাই, তাহলে দক্ষতা ও নৈতিকতা—এ দুইয়ের সমন্বয়ে সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গ্রহণ করতে হবে।
.
যার জন্য বর্তমান এনসিবিটিকে ঢেলে সাজাতে হবে। অভিজ্ঞ, যোগ্য, যাঁদের বাস্তব অভিজ্ঞতা আছে—এমন মানুষকে দিয়ে এনসিটিবির একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা যেতে পারে।
.
আরেকটি কথা যা না বললেই নয়,ব্রিটিশ শিক্ষাব্যবস্থা সারা পৃথিবীতে সমাদৃত এবং সারা পৃথিবীতেই ব্রিটিশরা তাদের কারিকুলাম পরিচালনা করে আসছে। আমরা চাইলেই বিজ্ঞান, গণিত ও ইংরেজি—তিনটি বিষয়ের জন্য ব্রিটিশ কারিকুলাম থেকে গ্রহণ করতে পারি। বাকি যে বিষয়গুলো আছে, সেগুলোর কারিকুলাম আমরা নিজেরাই তৈরি করতে পারি।
বলা বাহুল্য,অনেক দেশ তাদের ন্যাশনাল কারিকুলামে ব্রিটিশ কারিকুলামকে গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ বলা যায় সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের কথা।
.
.
উচ্চশিক্ষার মান দিন দিন নিম্নগামী হচ্ছে। পুরোনো কোর্সের সঙ্গে সময়োপযোগী কোর্স তৈরি করা, শ্রমবাজারের চাহিদা মোতাবেক কোর্স ডিজাইন করা এবং সে অনুযায়ী কনটেন্ট তৈরি করা জরুরি হয়ে পড়েছে।
ধন্যবাদ
.
.
আমরা যদি সত্যিকার অর্থে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি টেকসই কারিকুলাম বা টেকসই শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে একটি সভ্য, নৈতিক মূল্যবোধসম্পন্ন একটি সমাজ গঠন করতে চাই, চতুর্থ শিল্পবিপ্লবকে মোকাবিলা করার উপযোগী নাগরিক তৈরি করতে চাই, তাহলে দক্ষতা ও নৈতিকতা—এ দুইয়ের সমন্বয়ে সময়োপযোগী শিক্ষাব্যবস্থা গ্রহণ করতে হবে।
.
যার জন্য বর্তমান এনসিবিটিকে ঢেলে সাজাতে হবে। অভিজ্ঞ, যোগ্য, যাঁদের বাস্তব অভিজ্ঞতা আছে—এমন মানুষকে দিয়ে এনসিটিবির একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা যেতে পারে।
.
আরেকটি কথা যা না বললেই নয়,ব্রিটিশ শিক্ষাব্যবস্থা সারা পৃথিবীতে সমাদৃত এবং সারা পৃথিবীতেই ব্রিটিশরা তাদের কারিকুলাম পরিচালনা করে আসছে। আমরা চাইলেই বিজ্ঞান, গণিত ও ইংরেজি—তিনটি বিষয়ের জন্য ব্রিটিশ কারিকুলাম থেকে গ্রহণ করতে পারি। বাকি যে বিষয়গুলো আছে, সেগুলোর কারিকুলাম আমরা নিজেরাই তৈরি করতে পারি।
বলা বাহুল্য,অনেক দেশ তাদের ন্যাশনাল কারিকুলামে ব্রিটিশ কারিকুলামকে গ্রহণ করেছে। উদাহরণস্বরূপ বলা যায় সিঙ্গাপুর ও ব্রুনাইয়ের কথা।
.
.
উচ্চশিক্ষার মান দিন দিন নিম্নগামী হচ্ছে। পুরোনো কোর্সের সঙ্গে সময়োপযোগী কোর্স তৈরি করা, শ্রমবাজারের চাহিদা মোতাবেক কোর্স ডিজাইন করা এবং সে অনুযায়ী কনটেন্ট তৈরি করা জরুরি হয়ে পড়েছে।
ধন্যবাদ
👏89👌16❤12❤🔥8