News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
Telegram founder Durov may release the news as early as Wednesday

👉
Read Here
148❤‍🔥44🔥14🥰72
গতকাল আগুন লেগে প্রায় পৌনে দুইশ মানুষ মা*রা গেছে।
সেইটা নিয়ে কোনো কথা আছে?
আপনি কল্পনা করেন সংখ্যাটা কত বড়। ১৮৭ জন নিখোঁজ। কথিত আছে নারায়নগঞ্জের রুপগঞ্জে গাজী গ্রুপের টায়ার ফ্যাক্টরিতে ভাংচুর চলা কালে কেউ আগুন দিয়ে মেইন গেইট বন্ধ করে দেয়। ফলে অনেক মানুষ আটকা পড়ে পুড়ে পুড়ে মারা যায়।
এখন পর্যন্ত ১৮৭ নিখোঁজ। আত্মীয় স্বজন কেবল গলিত লাশের অপেক্ষায় ক্রন্দনরত দাঁড়িয়ে আছে। কি বিভৎস অবস্থা। মাত্র কালকের ঘটনা।কোথাও কারো কোনো খবর নেই।

©
😭212😢23😱18
Forwarded from PDF Zone
ভারত🤮🤮
🌚206😐52😢24😨15🥰13😭7😱5
❤‍🔥14524
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে আগের দায়িত্বের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে আগের দায়িত্বের পাশাপাশি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদকে আগের দায়িত্বের পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
👏9412😐11
😨128😢48😭16😱3🆒2👏1💔1
🔥197👌15🆒13😢8😇3👏2🕊1
👏183👌12😢51
ব্যাথা পেয়ে চোখ নিচু করে পানির ফোটা(😢) ফালাচ্ছেন কে আবার :)

ডাকাতি করার প্ল্যান ছিলো নাকি এসময়!🫢
🌚139🫡7🔥5🆒2
❤‍🔥157🔥10
সাবেক জিওসি,নবম পদাতিক
ডিভিশন
লে. জেনারেল (অব. ) চৌধুরী হাসান সারওয়ার্দী
88😨36💔9
❤‍🔥77🆒10😱7👏5😨3
❤‍🔥22317👌8🤗5😍3
সবই ঠিক আছে,এবার পুলিশের ইউনিফর্মটা change করলে ভালো হয়,ওই ড্রেস দেখলেই গায়ে আগুন জ্বলে উঠে :(
🔥161💯29🫡74❤‍🔥2
💔125😢56😭35😱3😨3
🔥12420😍8❤‍🔥4🆒1
অকটেন ও পেট্রোলে কমবে প্রতি লিটারে ৮ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত 

ডিজেল ও কেরোসিনে কমবে প্রতি লিটারে ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৭৫ পয়সা পর্যন্ত
🔥1619👏8🥰3😐3😍2🫡1
আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে আইনের নামে সংশোধনী আনে।

মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আইনের অধীন প্রণীত কোনো বিধি বা প্রবিধান, ইস্যুকৃত কোনো আদেশ বা বিজ্ঞপ্তি বা সম্পাদিত যেকোনো দলিলে উল্লিখিত 'শেখ হাসিনা' শব্দগুলো বিলুপ্ত হবে।
🔥124👌165
এসডিজি বিষয়ক নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন এই প্যানেলকে ৯০ দিনের মধ্যে শ্বেতপত্র তৈরির দায়িত্ব দেওয়া হবে।
🔥83👌3
এই নথিটিতে অর্থনীতিকে স্থিতিশীল রাখা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময় বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি করছে তা মোকাবিলার লক্ষ্যে কৌশলগত সুপারিশগুলোর রূপরেখা তুলে ধরা হবে।

শ্বেতপত্রটি বেশ কয়েকটি মূল ক্ষেত্রগুলোতে গুরুত্ব দেবে:

সরকারি অর্থ ব্যবস্থাপনা: অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, বিনিয়োগ এবং ভর্তুকিসহ সরকারি ব্যয় এবং বাজেট ঘাটতি অর্থায়ন পরীক্ষা করা।

মুদ্রাস্ফীতি এবং খাদ্য ব্যবস্থাপনা: উৎপাদন, সরকারি সংগ্রহ এবং খাদ্য বিতরণ প্রক্রিয়া মূল্যায়ন।

বাহ্যিক ভারসাম্য: রপ্তানি ও আমদানি গতিশীলতা, রেমিট্যান্স প্রবাহ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈদেশিক ঋণের মতো বিষয়গুলোর মূল্যায়ন।

বিদ্যুৎ ও জ্বালানি: জ্বালানি খাতে চাহিদা, সরবরাহ, মূল্য, ব্যয় এবং ক্রয় চুক্তি বিশ্লেষণ।

বেসরকারি খাত: ঋণ, বিদ্যুৎ, সংযোগ এবং সরবরাহের সুযোগ পর্যালোচনা করা।

কর্মসংস্থান: আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মজুরি কাঠামো এবং যুব কর্মসংস্থান সমস্যাসহ দেশীয় এবং বিদেশে উভয় কর্মসংস্থানের শর্তগুলোর বিষয়ে তদন্ত করা।

কমিটি সাধারণ অর্থনৈতিক বিভাগের সাচিবিক সহায়তা নিয়ে পরিকল্পনা কমিশন থেকে বিনা পারিশ্রমিকে কাজ করবে।
🥰593🏆3