News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
এসডিজি বিষয়ক নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন এই প্যানেলকে ৯০ দিনের মধ্যে শ্বেতপত্র তৈরির দায়িত্ব দেওয়া হবে।
🔥83👌3
এই নথিটিতে অর্থনীতিকে স্থিতিশীল রাখা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সময় বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি করছে তা মোকাবিলার লক্ষ্যে কৌশলগত সুপারিশগুলোর রূপরেখা তুলে ধরা হবে।

শ্বেতপত্রটি বেশ কয়েকটি মূল ক্ষেত্রগুলোতে গুরুত্ব দেবে:

সরকারি অর্থ ব্যবস্থাপনা: অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ, বিনিয়োগ এবং ভর্তুকিসহ সরকারি ব্যয় এবং বাজেট ঘাটতি অর্থায়ন পরীক্ষা করা।

মুদ্রাস্ফীতি এবং খাদ্য ব্যবস্থাপনা: উৎপাদন, সরকারি সংগ্রহ এবং খাদ্য বিতরণ প্রক্রিয়া মূল্যায়ন।

বাহ্যিক ভারসাম্য: রপ্তানি ও আমদানি গতিশীলতা, রেমিট্যান্স প্রবাহ, সরাসরি বৈদেশিক বিনিয়োগ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈদেশিক ঋণের মতো বিষয়গুলোর মূল্যায়ন।

বিদ্যুৎ ও জ্বালানি: জ্বালানি খাতে চাহিদা, সরবরাহ, মূল্য, ব্যয় এবং ক্রয় চুক্তি বিশ্লেষণ।

বেসরকারি খাত: ঋণ, বিদ্যুৎ, সংযোগ এবং সরবরাহের সুযোগ পর্যালোচনা করা।

কর্মসংস্থান: আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মজুরি কাঠামো এবং যুব কর্মসংস্থান সমস্যাসহ দেশীয় এবং বিদেশে উভয় কর্মসংস্থানের শর্তগুলোর বিষয়ে তদন্ত করা।

কমিটি সাধারণ অর্থনৈতিক বিভাগের সাচিবিক সহায়তা নিয়ে পরিকল্পনা কমিশন থেকে বিনা পারিশ্রমিকে কাজ করবে।
🥰593🏆3
বর্তমানে আসলে অ্যাকাডেমিক অর অ্যাডমেশিন রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইমফরমেশন নেই। সেরকম পেলে দেওয়া ও হচ্ছে।
আর আমরা জাস্ট নিউজ করার জন্য যেখানে যা পাচ্ছি তাই দিয়ে দিচ্ছি না অ্যাডমিশন নিয়ে।

যেসকল জিনিস গুলো একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার না জানলেই নয় সেসব তথ্যগুলো দেওয়া হচ্ছে।

সর্বোপরি, আপনার পছন্দ অপছন্দকে আমরা শ্রদ্ধা করি।

ধন্যবাদ
🔥12619👌7🎉4🤝4💯3😍2
আগুন লাগার ৪৮ ঘণ্টা পরেও মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত নিখোঁজদের বিষয়ে সরকারি কোনো সংস্থার আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ফলে দীর্ঘ সময় ধরে কারখানার বাইরে অপেক্ষমাণ স্বজনদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।
😢123💔14😭14
দেশের এই অবস্থা আর নির্বাচন নিয়ে পড়ে আছে।আগে তো একটা stable পর্যায়ে যেতে হবে নাকি
💯121😐48💔12👌6🆒5
😐75👌114🆒4❤‍🔥3
😢129🔥7💯6💔4🌚3💘2👌1
২০২২ সালের ১ ডিসেম্বর বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সরকারকে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ, পুনর্নির্ধারণ ও সমন্বয়ের ক্ষমতা দিয়ে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২’ জারি করেন রাষ্ট্রপতি।

পরে সংসদ বসলে অধ্যাদেশটি আইনে পরিণত হয়। মন্ত্রণালয় থেকে দফায় দফায় বাড়ানো হচ্ছিল গ্যাস, বিদ্যুৎ ও তেলের দাম। যা নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ ছিল।

গত ২২ আগস্ট উপদেষ্টা পরিষদের সভায় বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ উৎপাদন এবং গ্যাস সম্পদ ও পেট্রোলিয়ামজাত পদার্থের ট্যারিফ/মূল্য নির্ধারণে গণশুনানির মাধ্যমে জনগণের অধিক সম্পৃক্ততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসন, জনপ্রত্যাশা এবং ভোক্তার স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩’ এর ৩৪(ক) ধারা বিলুপ্ত করার লক্ষ্যে অধ্যাদেশ জারির বিষয়ে উপদেষ্টা পরিষদ-বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
👏81👌6
News Zone pinned «বর্তমানে আসলে অ্যাকাডেমিক অর অ্যাডমেশিন রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইমফরমেশন নেই। সেরকম পেলে দেওয়া ও হচ্ছে। আর আমরা জাস্ট নিউজ করার জন্য যেখানে যা পাচ্ছি তাই দিয়ে দিচ্ছি না অ্যাডমিশন নিয়ে। যেসকল জিনিস গুলো একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার না জানলেই…»
❤‍🔥12530😍5🔥2💘1
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় নোয়াখালীর মাইজদীকোর্টে—৩৬ মিলিমিটার।
😢73184🔥1👌1
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর 'জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন ২০০৯' প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়।
👌130🔥3216👏10❤‍🔥8🏆4🆒2
👏56🔥14
GST ২০২৩-২৪ ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের গত কয়েকদিনে কমপ্লেইন বক্সের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, ভর্তির প্রথম পর্যায়ের প্রথমে প্রকাশিত সাবজেক্ট সিলেকসন ও ওয়েটিং লিস্ট নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের অবগতির জন্য বিষয়টির বিস্তারিত তুলে ধরা হলো। প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী GST গুচ্ছের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। মেধাক্রম সঠিক থাকলেও দুটি বিশ্ববিদ্যালয়ের কিছু সাবজেক্টের আসনসংখ্যা সংক্রান্ত তথ্যে গরমিল হওয়ায় প্রথম পর্যায়ের ১ম প্রকাশিত A ইউনিটের সাবজেক্ট সিলেকসন ও ওয়েটিং লিস্টে কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছিল। উল্লেখ্য, সেই তালিকা অনুযায়ী কোন আবেদনকারীর ভর্তি নিশ্চায়ন করা হয়নি। তালিকাটি প্রকাশের অল্প কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নজরে আসলে সমস্যাটি সমাধান করে ৪ ঘণ্টা পর সঠিক তালিকাসহ পুনরায় ভর্তির সিস্টেমটি চালু করা হয়। এই অনাকাঙ্খিত ভুলের জন্য গুচ্ছ ভর্তি কমিটি আন্তরিকভাবে দুঃখিত। প্রথম পর্যায়ের সংশোধিত তালিকা হতে এখন পর্যন্ত সঠিকভাবে ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হচ্ছে।

চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর চূড়ান্ত ভর্তির ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, দেশের GST গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন প্রশাসনশূন্য হওয়ায় এবং দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে। এবিষয়ে সিদ্ধান্ত হলে যথাসময়ে তা অবহিত করা হবে।

শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনা করে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে আসন শূন্য থাকা সাপেক্ষে কৃষি গুচ্ছের পরে চূড়ান্ত মাইগ্রেসনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

GST সংক্রান্ত সুনির্দিষ্ট কোন জিজ্ঞাসা থাকলে প্রার্থীর GST ROLL, GST-তে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর এবং সংশ্লিষ্ট সমস্যার বিস্তারিত লিখে GST ওয়েবসাইটের Complain Box-এর মাধ্যমে জানালে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।
🔥585😨5😭4😍3🫡2💘1
News Zone
বর্তমানে আসলে অ্যাকাডেমিক অর অ্যাডমেশিন রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইমফরমেশন নেই। সেরকম পেলে দেওয়া ও হচ্ছে। আর আমরা জাস্ট নিউজ করার জন্য যেখানে যা পাচ্ছি তাই দিয়ে দিচ্ছি না অ্যাডমিশন নিয়ে। যেসকল জিনিস গুলো একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার না জানলেই…
দেশের news দেখতে দেখতে হয়তো অনেকেই পড়াশোনার ট্র্যাক হারিয়ে ফেলেছেন। তবে মনে রাখতে হবে সামনে Gen Z এর অনেক দায়িত্ব, তাই নিজেকে তৈরি করতে না পারলে পিছিয়ে যাবেন আপনি,পিছিয়ে যাবে দেশ।

একটু motivation 👇

https://www.facebook.com/share/r/13WCPL1E5K7giqfy/?mibextid=A7sQZp
❤‍🔥51👌6🤩2🥰1
অনুমোদনহীন পানীয়ের প্রচারণা করায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান ওরফে ‘রাফসান দ্য ছোট ভাই’কে  ১৬ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত। সেই সঙ্গে অনুমোদনহীন ড্রিংকস ‘ব্লু’ ৭ দিনের মধ্যে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে।
👌187❤‍🔥37👏12🫡11😍5🆒5😇3
👌111🫡1611👏3🌚2😐1🆒1