Forwarded from News Zone
🔥1
GST ২০২৩-২৪ ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের গত কয়েকদিনে কমপ্লেইন বক্সের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে, ভর্তির প্রথম পর্যায়ের প্রথমে প্রকাশিত সাবজেক্ট সিলেকসন ও ওয়েটিং লিস্ট নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে। শিক্ষার্থীদের অবগতির জন্য বিষয়টির বিস্তারিত তুলে ধরা হলো। প্রকাশিত মেধাতালিকা অনুযায়ী GST গুচ্ছের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। মেধাক্রম সঠিক থাকলেও দুটি বিশ্ববিদ্যালয়ের কিছু সাবজেক্টের আসনসংখ্যা সংক্রান্ত তথ্যে গরমিল হওয়ায় প্রথম পর্যায়ের ১ম প্রকাশিত A ইউনিটের সাবজেক্ট সিলেকসন ও ওয়েটিং লিস্টে কিছু সমস্যা পরিলক্ষিত হয়েছিল। উল্লেখ্য, সেই তালিকা অনুযায়ী কোন আবেদনকারীর ভর্তি নিশ্চায়ন করা হয়নি। তালিকাটি প্রকাশের অল্প কিছুক্ষণের মধ্যেই বিষয়টি নজরে আসলে সমস্যাটি সমাধান করে ৪ ঘণ্টা পর সঠিক তালিকাসহ পুনরায় ভর্তির সিস্টেমটি চালু করা হয়। এই অনাকাঙ্খিত ভুলের জন্য গুচ্ছ ভর্তি কমিটি আন্তরিকভাবে দুঃখিত। প্রথম পর্যায়ের সংশোধিত তালিকা হতে এখন পর্যন্ত সঠিকভাবে ভর্তি কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পরিচালিত হচ্ছে।
চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর চূড়ান্ত ভর্তির ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, দেশের GST গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন প্রশাসনশূন্য হওয়ায় এবং দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে। এবিষয়ে সিদ্ধান্ত হলে যথাসময়ে তা অবহিত করা হবে।
শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনা করে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে আসন শূন্য থাকা সাপেক্ষে কৃষি গুচ্ছের পরে চূড়ান্ত মাইগ্রেসনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
GST সংক্রান্ত সুনির্দিষ্ট কোন জিজ্ঞাসা থাকলে প্রার্থীর GST ROLL, GST-তে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর এবং সংশ্লিষ্ট সমস্যার বিস্তারিত লিখে GST ওয়েবসাইটের Complain Box-এর মাধ্যমে জানালে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।
চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর চূড়ান্ত ভর্তির ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, দেশের GST গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন প্রশাসনশূন্য হওয়ায় এবং দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে। এবিষয়ে সিদ্ধান্ত হলে যথাসময়ে তা অবহিত করা হবে।
শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনা করে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে আসন শূন্য থাকা সাপেক্ষে কৃষি গুচ্ছের পরে চূড়ান্ত মাইগ্রেসনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
GST সংক্রান্ত সুনির্দিষ্ট কোন জিজ্ঞাসা থাকলে প্রার্থীর GST ROLL, GST-তে আবেদনে প্রদত্ত মোবাইল নম্বর এবং সংশ্লিষ্ট সমস্যার বিস্তারিত লিখে GST ওয়েবসাইটের Complain Box-এর মাধ্যমে জানালে প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে।
🔥58❤5😨5😭4😍3🫡2💘1
News Zone
বর্তমানে আসলে অ্যাকাডেমিক অর অ্যাডমেশিন রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ ইমফরমেশন নেই। সেরকম পেলে দেওয়া ও হচ্ছে। আর আমরা জাস্ট নিউজ করার জন্য যেখানে যা পাচ্ছি তাই দিয়ে দিচ্ছি না অ্যাডমিশন নিয়ে। যেসকল জিনিস গুলো একজন স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার না জানলেই…
দেশের news দেখতে দেখতে হয়তো অনেকেই পড়াশোনার ট্র্যাক হারিয়ে ফেলেছেন। তবে মনে রাখতে হবে সামনে Gen Z এর অনেক দায়িত্ব, তাই নিজেকে তৈরি করতে না পারলে পিছিয়ে যাবেন আপনি,পিছিয়ে যাবে দেশ।
একটু motivation 👇
https://www.facebook.com/share/r/13WCPL1E5K7giqfy/?mibextid=A7sQZp
একটু motivation 👇
https://www.facebook.com/share/r/13WCPL1E5K7giqfy/?mibextid=A7sQZp
❤🔥51👌6🤩2🥰1
এক সপ্তাহের মধ্যে পূর্ণ মাত্রায় বিশ্ববিদ্যালয় কার্যক্রম চালু হবে: ঢাবি উপাচার্য
🥰123❤17😢8❤🔥6
Dear Admission Candidate!
Chapter Wise পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য Unique Exam Platform হলো Exam Mate Bot।
এখানে তোমরা সম্পুর্ন ফ্রিতে পরীক্ষা দিতে পারবে ।
🤖Bot Link:Click Here
🧿User Guide:Click Here
Chapter Wise পরীক্ষা পরীক্ষা দেওয়ার জন্য Unique Exam Platform হলো Exam Mate Bot।
এখানে তোমরা সম্পুর্ন ফ্রিতে পরীক্ষা দিতে পারবে ।
🤖Bot Link:Click Here
🧿User Guide:Click Here
❤🔥38❤6😍2👏1🌚1
নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্ব মুক্ত হয়ে সংসদ বা নির্বাহী বিভাগের কার্যক্রম পরিচালনা করার জন্য একই ব্যক্তি একইসঙ্গে সরকারপ্রধান (প্রধানমন্ত্রী), দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে পারবেন না এবং একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
বুধবার (২৮ আগস্ট) টিআইবির ধানমন্ডির কার্যালয়ে ‘নতুন বাংলাদেশ : গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবি এমন প্রস্তাব তুলে ধরে।
বুধবার (২৮ আগস্ট) টিআইবির ধানমন্ডির কার্যালয়ে ‘নতুন বাংলাদেশ : গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবি এমন প্রস্তাব তুলে ধরে।
🔥148❤15👏5💯5❤🔥4
News Zone
💥BREAKING: TELEGRAM CEO PAVEL DUROV HAS BEEN RELEASED
টেলিগ্রামের অফিসিয়ালরা প্রথমে জানিয়েছিলো তিনি এখন পুরোপুরি মুক্ত।
পরে Edit করে লিখেছে যে police custody থেকে মুক্তি পেয়ে Court এ নেওয়া হয়েছে
কেমনটা লাগে🥲
পরে Edit করে লিখেছে যে police custody থেকে মুক্তি পেয়ে Court এ নেওয়া হয়েছে
কেমনটা লাগে🥲
😢279💔22
বাংলাদেশের কাছে ৫ ভারতীয় বিদ্যুৎ কম্পানির পাওনা ১ বিলিয়ন ডলার
😢121😨34😐14😭11🔥9🫡6👏3
কমিটির সভাপতিত্ব করবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
এ কমিটির অন্য ১১ সদস্য হলেন:
অধ্যাপক এ কে এনামুল হক, ডিন, ব্যবসা ও অর্থনীতি অনুষদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
ফেরদৌস আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)
ইমরান মতিন, নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড
ডেভেলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক ইউনিভার্সিটি
ড. কাজী ইকবাল, সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)
ড. ম. তামিম, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (২০০৮)
ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
ড. সেলিম রায়হান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)
ড. শরমিন্দ নীলোর্মি, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ড. তাসনিম আরেফা সিদ্দিকী, সাবেক অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠাতা চেয়ার, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)
ড. জাহিদ হোসেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক ও বিশিষ্ট কলামিস্ট
এ কমিটির অন্য ১১ সদস্য হলেন:
অধ্যাপক এ কে এনামুল হক, ডিন, ব্যবসা ও অর্থনীতি অনুষদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
ফেরদৌস আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)
ইমরান মতিন, নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড
ডেভেলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক ইউনিভার্সিটি
ড. কাজী ইকবাল, সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)
ড. ম. তামিম, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (২০০৮)
ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)
ড. সেলিম রায়হান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)
ড. শরমিন্দ নীলোর্মি, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ড. তাসনিম আরেফা সিদ্দিকী, সাবেক অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠাতা চেয়ার, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)
ড. জাহিদ হোসেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক ও বিশিষ্ট কলামিস্ট
🔥38🌚5❤3