News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
❤‍🔥17623🥰14
নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্ব মুক্ত হয়ে সংসদ বা নির্বাহী বিভাগের কার্যক্রম পরিচালনা করার জন্য একই ব্যক্তি একইসঙ্গে সরকারপ্রধান (প্রধানমন্ত্রী), দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে পারবেন না এবং একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

বুধবার (২৮ আগস্ট) টিআইবির ধানমন্ডির কার্যালয়ে ‘নতুন বাংলাদেশ : গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবি এমন প্রস্তাব তুলে ধরে।
🔥14815👏5💯5❤‍🔥4
💥BREAKING: TELEGRAM CEO PAVEL DUROV HAS BEEN RELEASED
277🔥28❤‍🔥13👏6👌2🥰1💘1
News Zone
💥BREAKING: TELEGRAM CEO PAVEL DUROV HAS BEEN RELEASED
টেলিগ্রামের অফিসিয়ালরা প্রথমে জানিয়েছিলো তিনি এখন পুরোপুরি মুক্ত।

পরে Edit করে লিখেছে যে police custody থেকে মুক্তি পেয়ে Court এ নেওয়া হয়েছে

কেমনটা লাগে🥲
😢279💔22
বাংলাদেশের কাছে ৫ ভারতীয় বিদ্যুৎ কম্পানির পাওনা ১ বিলিয়ন ডলার
😢121😨34😐14😭11🔥9🫡6👏3
72🫡5👌2
কমিটির সভাপতিত্ব করবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো এবং নাগরিক প্ল্যাটফর্ম-এর আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

 এ কমিটির অন্য ‌‌১১ সদস্য হলেন:

অধ্যাপক এ কে এনামুল হক, ডিন, ব্যবসা ও অর্থনীতি অনুষদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

ফেরদৌস আরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)

ইমরান মতিন, নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড
ডেভেলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক ইউনিভার্সিটি

ড. কাজী ইকবাল, সিনিয়র রিসার্চ ফেলো, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)

ড. ম. তামিম, অধ্যাপক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (২০০৮)

ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

অধ্যাপক মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)

ড. সেলিম রায়হান, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)

ড. শরমিন্দ নীলোর্মি, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

ড. তাসনিম আরেফা সিদ্দিকী, সাবেক অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠাতা চেয়ার, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)

ড. জাহিদ হোসেন, সাবেক প্রধান অর্থনীতিবিদ, বিশ্বব্যাংক ও বিশিষ্ট কলামিস্ট
🔥38🌚53
🔥15022😐10👌8🌚4
🤝9214🆒8👌4
🔥153💯20👌18😐9
শেখ হাসিনা কেন সেফ এক্সিট পেলেন, জানালেন সেনাপ্রধান

বিস্তারিত:
https://jamuna.tv/news/559185
❤‍🔥33🌚6🫡5
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাকৃবিতে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দিয়ে মধ্যরাতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন

বিস্তারিত: https://www.somoynews.tv/news/2024-08-28/NC00BNC1
👏79🥰83👌3🔥1
🤩120😐31🌚24💔7👏3🆒3😇1
😢135😭34💔9
🔥74
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি হিসেবে মাহফুজ ভাইয়ের যোগ্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে অনেকেই দ্বিধায় আছেন এবং প্রশ্ন তুলছেন অনেকেই ।

শিক্ষাগত যোগ্যতা : তামিরুল মিল্লাত,নটরডেম,ঢাবি(আইন)

এক কথায় বলতে গেলে উনিই হচ্ছেন মেইন মাস্টার মাইন্ড । হাসিনা সরকার তাকেই খুঁজতেছিলো,কিন্তু ট্রেস করতে পারেনি। এমনকি নামটাও জানতে পারেনি সব গোয়েন্দা সংস্থা মিলে!! ইনফেক্ট তাকে নাম দেয় গোয়েন্দারা 'ইন্টেলেকচুয়াল তরুণ'।

তিনি ছাত্র আন্দোলনের মস্তিষ্ক ছিলেন। তিনি তার আড্ডাবাজি এবং পাণ্ডিত্যপূর্ণ জ্ঞানের জন্য পরিচিত ছিল। তিনি ব্রিটিশ ভারতের বিভক্তির পর থেকে এখন পর্যন্ত হওয়া সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক সেটেলমেন্ট সম্পর্কে জানেন। তিনি দেশের প্রতিটি রাজনৈতিক নেতার মানসিক মনোভাব নিয়েও জ্ঞান রাখেন। রাজনৈতিক ঘটনা এবং সেগুলি কেন সফল বা ব্যর্থ হয়েছে, সেগুলি সম্পর্কে তার এনসাইক্লোপিডিক জ্ঞান রয়েছে।

আন্দোলন যেন রাজনৈতিক দলগুলোর দ্বারা কলুষিত না হয়, সকল ছাত্র ছাত্রীদের এক ছাতার নিচে আনার জন্য যাবতীয় স্ট্র্যাটেজি ঠিক করতো মাহফুজ। বাংলা ব্লকেড, কম্প্লিট শাটডাউন এগুলা তার ই ব্রেইনচাইল্ড।শেখ হাসিনা পালানোর পর আর্মি চিফ এবং প্রেসিডেন্টের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঠিক করতে যে বৈঠক হয়েছিল, সেখানে ছাত্রদের থেকে কে কে গিয়েছিল মনে আছে? এই মাহফুজ ভাই সেখানে ছিল।


তথ্যসূত্রঃ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির টাইমলাইন (শফিকুল আলম)"

মূলপোস্ট
❤‍🔥269😱33🔥215🥰4💯4😐2
আরেকটা কথা বলা হয়নি,ইনি আমাদের লক্ষীপুরের রামগঞ্জের সন্তান
🫡85❤‍🔥318
👌101❤‍🔥25😐4🔥3😍3
🔥13326😨10🫡9😐5❤‍🔥3
👌144❤‍🔥26🔥9💔1