News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
‘প্রযুক্তি মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ’ কথাটি কোনো অংশেই মিথ্যে নয়। 

একটা সময় ছিল—মানুষের সুখ-দুঃখ, আবেগ-অনুভূতি, প্রেম-ভালোবাসা, পরিবেশ-পরিস্থিতি সবই চিঠিতে প্রকাশ করা হতো। প্রিয় মানুষের একটা চিঠির জন্য অপেক্ষা দীর্ঘ সময় ধরে। 

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ছিন্নপত্রে’ চিঠির কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, ‘পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে, তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয়। চিঠির দ্বারা পৃথিবীতে একটা নতুন আনন্দের সৃষ্টি হয়েছে। আমরা মানুষকে দেখে যতটা লাভ করি, তার সঙ্গে কথাবার্তা কয়ে যতটা লাভ করি, চিঠিপত্র দ্বারা তার চেয়ে আরো একটা বেশি কিছু পেয়ে থাকি। আমার মনে হয়, যারা চিরকাল অবিচ্ছেদে চব্বিশ ঘণ্টা কাছাকাছি আছে, যাদের মধ্যে চিঠি লেখালেখির অবসর ঘটেনি, তারা পরস্পরকে অসম্পূর্ণ করেই জানে।’

আর তাই আমরা নিয়েছিলাম একটি পদক্ষেপ,শত শত চিঠি এসেছিলো আমাদের কাছে।
কারো না বলা কথা,কারো সফলতা কিংবা ব্যর্থতা;সব কিছুই ছিলো চিঠিগুলোতে।

আসলে এতো ভালো চিঠি গুলোর মধ্যে বাছাই করাটা ছিলো এক মধুর সমস্যা।
তাও যেহেতু নিয়মের বেড়াজালে বন্দী আমরা,কিছু চিঠিকে বাছাই করেছি।


শেষ করবো একটা কথা দিয়েই,চিঠিরা বাঁচুক, শব্দেরা বাঁচুক।
কালি-কলম-মন, এই তিনের মিলন হোক আবার, একটা বিপ্ল­ব হোক—চিঠির বিপ্লব।

© Tahmim Khan
🔥4811👏1
👌92❤‍🔥16🔥1412🆒4😍2
😐79🔥11😨7🤩2🌚2🏆2🆒2
🥰10122🫡8🔥3👏3👌2🕊1
🔥16134😍5🥰4