News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন! কেউ বিচলিত হবে না।

কোথাও নিউজ পেলে আগে শিউর হয়ে নিবেন।

আবারো বলছি,সামনের দুর্গাপূজাতে অনেক বড় একটা ঘটনা ঘটলেও অবাক হবো না।
সবাই সতর্ক থাকবেন
❤‍🔥105😢14😭6
রেক্টাল ক্যান্সারে আক্রান্ত নোবিপ্রবির ফার্মেসি বিভাগের বর্তমান শিক্ষার্থী মো.ওমর ফারুকের চিকিৎসায় সকলকে এগিয়ে আসার মানবিক আবেদন জানাচ্ছি।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ১৭ ব্যাচের Mohammod Omar Faruk রেক্টাল ক্যান্সার (গ্রেড ৩) এ আছে।শুরুতে ফেসবুক পোস্ট এর মাধ্যমে কিছু ফান্ড কালেক্ট করা গেলেও দু:খের বিষয় গত দুই মাসে আমরা যতবারই ফান্ড রেইজ করতে গিয়েছি, ততবার ই আন্দোলন, বন্যা সহ অন্যান্য দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ফান্ড রেইজিং টা ঐভাবে ইম্প্যাক্টফুল হয়ে উঠেনি।
ওমরের প্রতিটা কেমোতে প্রায় ১ লাখ টাকা করে প্রয়োজন হয়। ১৪ দিন পর পর যেহেতু কেমো দিতে হয় তাই মাসে দুইটা কেমো পরে + ওমর এর খাবার দাবারের বিষয়ে ডাক্তারের দেয়া চার্ট মেইনটেইন করাও খুব এক্সপেনসিভ এবং দুই দিন পর পর কোলস্টমি ব্যাগ পালটানো আর ক্রমাগত খাওয়ার ওষুধ এর ব্যাপক দাম তো আছেই। তাই কেমোর বাইরে এই সব মিলিয়ে মাসে প্রায় ৯০০০০+ খরচ হয়।
এক কথায় বললে, ওমর এর বেচে থাকতে মাসে এখন ৩ লাখ টাকা লাগে।
বর্তমানে ওমর ফারুকের পরিবার আর্থিকভাবে আগে থেকেই অনেক বেশি অস্বচ্ছল। নিজ ঘরবাড়ি ছেড়ে অন্য একটি পরিবেশে এসে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তারা হিমশিম খাচ্ছে।
আমাদের ফান্ডে আর যে টাকা আছে তা দিয়ে হয়তো আর ১ টি কেমো চালানো যাবে।
আপনাদের মধ্যে অনেকেই হয়তো সাধ্যমত সহায়তা এর আগেও করেছেন,কিন্তু দূর্ভাগ্যবশত দেশের গত কয়েকমাসের দুরবস্থার কারনে আমাদের সংগৃহীত অর্থ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই সম্ভব হলে অন্তত ১০/৫০/১০০ টাকা দিয়ে হলেও তাকে সহায়তা করবেন,আপনার অনুদান তার বেঁচে থাকার প্রেরনা।
নিচের যেকোনো অ্যাকাউন্টে অনুগ্রহপূর্বক অনুদান পাঠান:
Bank: Agrani Bank
Official Account Name: Save Omar Faruk / সেভ ওমর ফারুক
Official Account Number: 02 000 2241 7846
Routing Number: 010752177
SWIFT Code: AGBKBDDH
Branch: Noakhali Sci & Tech University Branch/ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা*
বিকাশ/নগদ/রকেট: 01567 93 25 93
বিকাশ/নগদ/রকেট: 01645 14 34 66
আসুন সবাই মিলে ওমর ফারুকের চিকিৎসার পথ সুগম করি।
*পূর্বে এই ব্যাংক শাখার নাম ছিল 'সাহেবের হাট শাখা' - যা এখনো কোন কোন ব্যাংকের লিস্টে বিদ্যমান থাকায় আপনাকে শাখার পূর্বের নাম ব্যবহার করতে হতে পারে.

#saveomarfaruk
45😢22
😢173
Forwarded from PDF Zone
দীর্ঘ ৬৯ দিন পর
আগামীকাল চালু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম!
🤝92❤‍🔥26😢8😍5👏3
Forwarded from PDF Zone
ছাত্র-জনতার স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপ দিতে যাচ্ছে সরকার
🤩137❤‍🔥41😐17👏65😍3🌚2
" ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও লিগ্যাসি বহন করে এর ধারাবাহিকতায় জাতীয় নাগরিক কমিটি করা হচ্ছে। কেন্দ্রীয় কমিটি গঠনের পর দেশের ৬৪ জেলা ও ১২ মহানগর এবং এরপর থানা পর্যায়ে নাগরিক কমিটি গঠন করা হবে। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে এ কমিটি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজোঁ কমিটির সদস্য আরিফুল ইসলাম
❤‍🔥98🔥11🌚7👌3😨2
🚨ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জন্য জরুরী নির্দেশনা: 🚨

ঢাকা বিশ্ববিদ্যালয় এর সব হল ও আবাসিক ভবনে কালকে সকাল ১১ টা পর্যন্ত কেউ গ্যাস অন করবেন না।

রিপিট: কালকে সকাল ১১ টা পর্যন্ত কেউ গ্যাস অন করবে না।

ঢাবি এলাকায় গ্যাসের/ বারুদের গন্ধের জন্য আজকে রাত ২.৩০ পর্যন্ত জহুরুল হক হলের প্রভোস্ট স্যারের নেতৃত্বে আর্মি,পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ ভাবে এই বিষয়টা তদন্ত করেন।
তাদের পরামর্শ মতে কালকে সকাল ১১ টা পর্যন্ত সব ঢাবির হল ও আবাসিক এলাকায় গ্যাস অন করা যাবে না।

দয়া করে সব হলের সবাইকে জানিয়ে দিন।🙏🏾

আমরা প্রক্টর টিম নিয়ে সব হলে বলতে যাচ্ছি, যাতে কেউ গ্যাস চালু না করে।

কালকে সকালে সেনাবাহিনীর স্পেশাল টিম এটা সমাধানের জন্য কাজ করবেন। ততক্ষণ পর্যন্ত কেউ গ্যাস অন করবেন না।

বি.দ্রঃ ক্যাম্পাসের গ্যাসের ২৫০+ সুইচ। তাই সব একসাথে বন্ধ করা সম্ভব না।
😢89🌚5
রিজার্ভ ২০.৫০ বিলিয়ন ডলার : গভর্নর
আগামী পাচ মাসেই মূল্যস্ফীতিকে ৭-৮ শতাংশের নিয়ে আসার লক্ষ্যের কথা জানিয়েছেন গভর্নর। এবং আগামী এক বছরে ৪/৫ শতাংশে নিয়ে আসা।

তথ্য: NTV

Link
❤‍🔥174👏7🥰5🔥3
মনিপুরে ব্যপক সংঘাত: অস্ত্রাগার লুটের চেষ্টা!


তথ্য: ঢাকা পোস্ট

লিংক
🥰113😢17🔥8😍8👌4
😢98👏229🔥63
সেভেন সিস্টারের (অরুনাচলের) ৬০ কিলোমিটার চীনের দখলে

© একাত্তর টেলিভিশন
🤩150🔥52😱30😨1
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মুদ্রাস্ফীতি ১১.৬৬ শতাংশ থেকে কমে ১০.৪৯ শতাংশে নেমে এসেছে, যা ১.১৭ শতাংশ পয়েন্ট হ্রাস নির্দেশ করে।

জুলাই মাসে, দেশব্যাপী ছাত্র আন্দোলন এবং অবরোধের কারণে মুদ্রাস্ফীতি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা আগস্টের প্রথম সপ্তাহে আওয়ামী লীগ নেতৃত্বাধীন
সরকারের পতনের দিকে নিয়ে যায়। মুদ্রাস্ফীতির হার তখন পণ্যের দাম ও সেবার মূল্যবৃদ্ধির প্রতিফলন ছিল, কারণ টানা আন্দোলন ও যানবাহন চলাচল স্থগিত থাকার ফলে সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটে। গতকাল খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যংকের গভর্নর আগামী পাচ মাসে মুদ্রাস্ফীতি ৭-৮% তে এবং একবছরে ৪-৫% নিয়ে আসার আশা ব্যক্ত করেন।
🔥115👏8❤‍🔥5
4_5974572681540932890.pdf
2.9 MB
HSC-23: Medical Update


সরকারী মেডিকেল কলেজে ৭৬টি শূণ্য আসনের বিপরীতে স্পেশাল সার্কুলার প্রকাশিত!!

যাদের ফোনে ম্যাসেজ গিয়েছে, তোমরা ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে ফর্মটা সাবমিট করো। ফর্ম সাবমিট করার পর ৫০ টাকা ফী জমা দিবা টেলিটকে (মেডিকেল ভর্তি পরীক্ষার মতো)

আবেদনের শেষ তারিখঃ ১৩ সেপ্টেম্বর
ফী জমা দেওয়ার শেষ তারিখঃ ১৪ সেপ্টেম্বর

©SOT
👌55🌚5❤‍🔥4😍3🔥2
ছাত্র -জনতার যে আকাক্ষার বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেও না। - শিক্ষার্থীদের উদ্দেশ্য মাননীয় প্রধান উপদেষ্টা
❤‍🔥149🔥8
After some days later-
RU will be like:-
70 ব্যাচ- বড় ফার্স্ট ইয়ার
71 ব্যাচ- মেঝো ফার্স্ট ইয়ার
72 ব্যাচ- ছোট ফার্স্ট ইয়ার
🙂
(এক ভাইয়ের মতামত)


It's not fun but true situation right now....
এগুলোসহ আরো নানা সমস্যার সমাধান যখন হবে তখনই আমার নবনিযুক্ত ভিসির ৩২পৃষ্ঠা সিভির অর্জনে গর্ববোধ করবো।
🌚106💯12🫡9😱3👌3
News Zone
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মুদ্রাস্ফীতি ১১.৬৬ শতাংশ থেকে কমে ১০.৪৯ শতাংশে নেমে এসেছে, যা ১.১৭ শতাংশ পয়েন্ট হ্রাস নির্দেশ করে। জুলাই মাসে, দেশব্যাপী ছাত্র আন্দোলন এবং অবরোধের কারণে মুদ্রাস্ফীতি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ…
যারা বুঝতেছেন না তাদের বুঝাই ব্যাপারটা।

গত জুন মাসে ইনফ্লেশন ছিলো ৯.৭২%। জুলাই বিপ্লবে রেমিটেন্স শাট ডাউন এবং অন্যান্য কারণে ইনফ্লেশন জুলাইতে দাড়ায় ১১.৭%। যেইটা ১.১৭% কমে প্রায় আবার আগের অবস্থায় আসে আগষ্টে!

এখানে সরকারের কৃতিত্ব ওতটা না থাকলেও ফোরকেস্ট করা হচ্ছে ২০২৫ সালের জুনে ইনফ্লেশন রেট থাকবে ৫% এর আশে পাশে।  যেইটা লীগ সরকারের আমলে স্বপ্নেও সম্ভব হইতো না!

(Data from: Trading economics)
https://tradingeconomics.com/bangladesh/inflation-cpi
79❤‍🔥9👌3🔥2
🔥129🌚15🤩7👌5😢4💯3😨3
ঢাবির ক্লাস শুরু হতে পারে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে
🔥65🆒12🌚6👏41
আবারও বিএসএফের গুলিতে জয়ন্ত নামে বাংলাদেশী কিশোর নিহত
😢143😭18💔9😐4😨2