News Zone – Telegram
27.4K subscribers
3.35K photos
119 videos
212 files
1.83K links
Download Telegram
টানা ১২ ঘণ্টার ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৬ জন নিহত হয়েছে। তাঁদের মধ্যে তিন জন শহরতলির ঝিলংজার দক্ষিণ ডিককুল এলাকায় বাসিন্দা ও তিন জন উখিয়া রোহিঙ্গা শিবিরের বাসিন্দা।

তাঁদের মৃত্যুর তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ।

ভারী বর্ষণে শহরের ৯০ শতাংশ এলাকা ডুবেছে। শহরের প্রধান সড়ক, সৈকত সড়কসহ অন্তত ৩৫টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েক শ দোকানপাটের মালামাল নষ্ট হয়েছে। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে সৈকতে হোটেল মোটেল জোনের ১৮টি সড়ক ডুবে গেছে। পাঁচ শতাধিক হোটেল মোটেলের কয়েক হাজার পর্যটক আটকা পড়েছেন
😢122💔21
কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ জানা যাবে রবিবার। অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা। বিষয়টি একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
BAU Journalists' Association
😨82👌13❤‍🔥9😍2
🥰66😐17👏8
এ মাসেই শুরু হতে পারে মেট্রোরেলের ক্ষতিগ্রস্থ স্টেশনগুলো। সেই সাথে শুক্রবারেও মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত আসতে পারে।

তথ্য: দৈনিক ইত্তেফাক
111🔥11
👌64🔥14❤‍🔥8
🔥125👏6
😨97😢27👌3👏2
বিচিত্র এই ঘটনা ঘটেছে ইউরোপের দেশ রোমানিয়ায়।

এক অমূল্য সম্পদ পড়েছিল বাড়িতে এটা জীবদ্দশায় ঘুণাক্ষরেও টের পাননি এক বৃদ্ধা। ১৯৯১ সালে বৃদ্ধার মৃত্যুর পরে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পেয়েছিলেন তার পরিবারের এক সদস্য। তিনি পাথরটি সন্দেহ হলে পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেন। তার সন্দেহ সঠিক প্রমাণিত হয়।

সম্প্রতি একটি স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইসে’ জানিয়েছে, সেই পাথরটির আসল পরিচয় প্রকাশ পেয়েছে। জানা গেছে, এটি সাধারণ কোনো পাথর নয়। এতে চোখ কপালে উঠেছে ওই ব্যক্তির।  
তিনি ৮ কোটি টাকা দিয়ে এটিকে রোমানিয়ান প্রশাসনের কাছে বিক্রি করেন। পাথরটি পেয়েই একে জাতীয় সম্পদ হিসাবে ঘোষণা করে রোমানিয়া প্রশাসন।

মজার বিষয় হচ্ছে, বহু বছর আগে ওই বৃদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। বেশ কয়েকটি গহনা নিয়ে চুরি হলেও পাথরখণ্ড অক্ষত ছিল। 

রোমানিয়ার বিশেষজ্ঞরা বলছেন, এই পাথর ৩৮ থেকে ৭০ মিলিয়ন বছর আগের হতে পারে।
😱87👏5
একদিকে যখন হাসিনার ভারতে থাকার বিষয়টি বাংলাদেশের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ভারতকে অবাক করেছে।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ায় দেয়া ওই সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, দিল্লিতে থাকার সময় শেখ হাসিনাকে যেন রাজনৈতিক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখা হয়।

তিনি ওই সাক্ষাৎকারে বলেছেন, "বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত ভারত যদি তাকে রাখতে চায়, তাহলে শর্ত হচ্ছে তাকে চুপ থাকতে হবে।"

তিনি আরো বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে একসাথে কাজ করতে হবে। দুই দেশের সম্পর্ক এখন 'নিম্ন পর্যায়ে' আছে বলেও তিনি বর্ণনা করেন।

ইউনূসের এ ধরণের বক্তব্যকে ভারতের সাবেক কূটনীতিকরা 'মেগাফোন কূটনীতি' হিসেবে বর্ণনা করছেন এবং বিষয়টিকে তারা বিস্মিত হয়েছেন।
🔥129😍10👏4❤‍🔥3👌3
যোগদানের তারিখ থেকে পরবর্তী ২ বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 


সম্প্রতি বাংলাদেশের পতাকা হাতে উড়ন্ত বিমান থেকে লাফিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন স্কাইডাইভার ও ব্যাংকার আশিক চৌধুরী। গত ২৫ মে যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১ হাজার ৭৯৫ ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে লাফ দিয়ে এ রেকর্ড অর্জন করেন তিনি।

আশিক চৌধুরী সিঙ্গাপুরের বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক।

সিলেট ক্যাডেট কলেজে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) লেখাপড়া করেছেন। ২০০৭ সালে স্নাতক শেষ করে যোগ দেন একটি আর্থিক প্রতিষ্ঠানে, কাজ করেন ২০১১ সাল পর্যন্ত। এরপর পড়তে যান যুক্তরাজ্যে।

কাজের ফাঁকে থাই স্কাই অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাইডাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নেন আশিক চৌধুরী। গত বছর অর্জন করেন স্কাইডাইভারের লাইসেন্স।
❤‍🔥71👏7🔥3🏆3👌2
বৈশ্বিক সাইবার নিরাপত্তাসূচকে ‘রোল মডেলের’ তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশ। 

গতকাল বৃহস্পতিবার আইটিইউ ‘গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স ২০২৪’ প্রকাশ করে।

২০২০ সালের পর চলতি বছর তারা এ প্রতিবেদন প্রকাশ করল। এর আগে ২০২০ সালে ৮১ দশমিক ২৭ স্কোর পেয়েছিল বাংলাদেশ।

আইটিইউর প্রতিবেদন ১৯৪টি দেশের ২০২৩-২০২৪ সালের তথ্য নিয়ে তৈরি করা হয়েছে। এসব দেশের মধ্যে যারা ৯৫ থেকে ১০০ নম্বর পেয়েছে, তাদের রোল মডেল বলা হয়েছে। এমন দেশের সংখ্যা ৪৬টি। এ তালিকায় বাংলাদেশসহ প্রতিবেশী ভারত ও পাকিস্তান রয়েছে।

মূলত পাঁচটি বিষয়ের ওপর সাইবার নিরাপত্তাসূচক তৈরি করেছে আইটিইউ। এর মধ্যে আইনি পদক্ষেপ, কারিগরি দিক, প্রাতিষ্ঠানিক দিক, সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় রয়েছে।

বাংলাদেশ এর মধ্যে কারিগরি পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক পদক্ষেপ ও সমন্বয়ে সর্বোচ্চ স্কোর ২০ করে পেয়েছে। এ ছাড়া বাকি দুটির মধ্যে সক্ষমতা বৃদ্ধিতে ১৯ দশমিক ৫২ এবং আইনি পদক্ষেপে ১৭ দশমিক ৪৪ পেয়েছে।
🔥558👌4💯2
🔥158😍11❤‍🔥9
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এটার নিবন্ধন করা হয়েছে।

কাজী ওয়াকার আহমেদ হচ্ছেন ফাউন্ডেশনের কোষাধ্যক। দক্ষতার জন্য তাকে এই পেশায় রাখা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে আছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। এছাড়াও এতে আরও ১৪ জন সাধারণ সদস্য যোগ হবেন।
❤‍🔥1098👌7🔥2🎉2🌚2👏1
Our channel name beautifully reflected in Landsat’s stunning satellite images.

News Zone
❤‍🔥97🌚7😍6😨6🫡5😱1💯1
Wanna know the place?

São Miguel do Araguaia, Brazil
Breiðamerkurjökull glacier, Iceland
Ponoy River, Russia
N'Djamena, Chad
Primavera do Leste, Brazil
Crater Lake, Oregon
Yapacani, Bolivia
Sea of Okhotsk
🫡34😍5😐4
👏51😐18😱61
কক্সবাজারে পাহাড় ধসে ৬ জনের মৃত্যু, দুর্ভোগে পর্যটকরা
💔85😭46😢30
কক্সবাজারে ‘নারীকে হেনস্থা’, ডিবি হেফাজতে সেই যুবক
❤‍🔥123👌11🌚9🕊1🆒1
আখতার-নাহিদ-আসিফের ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সকল কার্যক্রম স্থগিত
💯102😭6💘42
টানা বর্ষণে চট্টগ্রামে ভূমিধ্বস। চট্টগ্রাম বায়োজিদ লিংক রোড বন্ধ!
😢149
পেঁয়াজ রপ্তানির ওপর বিধিনিষেধ আরও শিথিল করেছে ভারত। প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫০ ডলার মূল্যের যে শর্ত ছিল, দেশটির সরকার তা প্রত্যাহার করেছে। পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক। 
😱90🌚27🔥16👏74🫡4😨1