15028 scientific publications in Scopus-indexed journals, conference proceedings, and book series were contributed to by Bangladeshi researchers in 2023 (data taken on September 11, 2024).
🔥47👏4
বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি। ফলে লোকসানে আছে স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)। যদিও ‘কৌশলে’ তারা নিজেদের লাভজনক দেখাচ্ছে।
বিএসসিএলের সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন (২০২১-২২) অনুযায়ী, কোম্পানিটির মুনাফা ৮৫ কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় ৬৬ কোটি টাকা। আগের অর্থবছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল।
বিএসসিএলের সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন (২০২১-২২) অনুযায়ী, কোম্পানিটির মুনাফা ৮৫ কোটি টাকা। যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরা হয়নি। অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় ৬৬ কোটি টাকা। আগের অর্থবছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল।
👏55😢38😐4🔥2🤩1
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টগুলো অলওয়েজ টপনচ। দেশের দরকার হলো, আসলো....
কোনো রাজনীতি ছাড়া বুক চিতিয়ে যুদ্ধ করলো। দেশ স্বাধীন হলো নিজেদের ভার্সিটির ইন্টারন্যাল প্রবলেম নিজেরা সলভ করে আবার তাদের আসল কার্যকলাপে ফিরে গেলো। পুরো দমে বেশির ভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। দেশ গঠনে এদের ভূমিকা কেউ পুরোপুরিভাবে স্বীকার করবে না হয়ত। কিন্তু একটা রিয়েল হিরো এজ অলওয়েজ।
© Akib Mahmud
কোনো রাজনীতি ছাড়া বুক চিতিয়ে যুদ্ধ করলো। দেশ স্বাধীন হলো নিজেদের ভার্সিটির ইন্টারন্যাল প্রবলেম নিজেরা সলভ করে আবার তাদের আসল কার্যকলাপে ফিরে গেলো। পুরো দমে বেশির ভাগ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। দেশ গঠনে এদের ভূমিকা কেউ পুরোপুরিভাবে স্বীকার করবে না হয়ত। কিন্তু একটা রিয়েল হিরো এজ অলওয়েজ।
© Akib Mahmud
🔥251❤🔥29❤16💯14🫡11😍5🥰3
News Zone
https://youtu.be/YcbCiGnDsCU
কৃষি গুচ্ছে যারা পরীক্ষা দিবে অবশ্যই ভিডিওটি দেখবে ।
😢28❤🔥8🌚2